নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৩

রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়
-------------------------------------
গুছিয়ে লিখতে গেলে অনেক কথা লিখতে হয়, সেটা না হয় আরেকদিন হবে। তবে ইতোমধ্যেই বাংলাদেশের অনেক গবেষক এ বিষয়ে লিখেছেন। আপাতত: বাংলাদেশের একজন লেখকের লেখা থেকে উদ্ধৃত করছি: ".During his visit to Dhaka from February 7-14, 1926, Rabindranath stayed for the first three days as a guest of the Nawab of Dhaka Khwaja Habibullah and lived in his house-boat on the Buriganga River, spending the last three days in Jagannath Hall provost RC Majumdar’s residence. Rabindranath was given three receptions at Dhaka University. The first two were organized by Dhaka University Students’ Union (DUCSU) and held at Curzon Hall, and the third one was held at Salimullah Muslim Hall organized by Muslim students. Dhaka University Vice Chancellor Professor GH Langley presided over all three events. If Rabindranath had opposed the establishment of Dhaka University, it was unlikely that the Nawab of Dhaka and the Muslim students of the university would extend such warm hospitality and accord such a rousing reception to him. Dhaka University also conferred on him a D Lit degree during the 1936 convocation but he could not attend the ceremony due to illness.." (সূত্র: Rabindranath and Dhaka University by Asahabur Rahman, Dhaka Tribune, May 15, 2018). অনেক কথাই লেখা যায়, তবে সবচে' বড় যেটা কথা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে বাংলাদেশের মানুষের মন বিষিয়ে যারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরম হিতৈষী সাজার ভান করছেন, তারা মনেপ্রাণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বোদাগন্জ বিশ্ববিদ্যালয়েও মুক্তবুদ্ধির চর্চা হো'ক সেটা চাইবেন না। তারা চাইবেন ছলে বলে কৌশলে নিজেদের কায়েমী স্বার্থ আরো স্থায়ী করতে। রবীন্দ্রনাথ নিজের স্থাপিত বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলী কে ভর্তি করেছিলেন, শান্তিনিকেতন থেকে লেখাপড়া শেষ করার পরে মুজতবাকে উপযুক্ত পদে চাকরী প্রাপ্তির জন্য জোরালো সুপারিশপত্রও লিখে দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্র বিরোধী কুতুবেরা বাংলাদেশে জন্মগ্রহনকারী মেধাবী নমশুদ্র কিম্বা সাঁওতাঁল কে তাদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে / ভর্তি করবে কিনা বা তাদের চাকরীর জন্য জোরালো সুপারিশপত্র লিখে দেবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।

https://www.dhakatribune.com/magazine/arts-letters/2018/05/14/rabindranath-and-dhaka-universityRabindranath and Dhaka University

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

অন্তরা রহমান বলেছেন: রবীন্দ্রনাথের চরিত্র হননে ব্যস্ত কুতুবদের কবির ভাষায় বলা লাগে, "হাউই কহিছে মোর কি সাহস ভাই,/ তারকার মুখে আমি দিয়ে আসি ছাই।/ কবি কহে তার গায়ে লাগেনাকো কিছু,/ সেই ছাই ফিরে আসে তোর পিছু পিছু।"

২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ একজন গ্রেট মানুষ। ব্যস, আর কোনো কথার দরকার নাই।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: স্কুলে শেখানো হয়- রবীন্দ্রনাথ নজরুলের লেখা চুরি করেই নোবেল পাইছে।
কলেজে শেখানো হয়- লোকটা মুসলিম বিরোধী।
বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরোধী ছিলেন।
আঁতেল গবেষক প্রচার করছে- তিনি হরকরার গান কপি করে এ অব্দি।
লালন গবেষক বলছেন- লালনের কতো গান যে তিনি মেরে দিয়েছে তার শুমার করবে কে!

সমাজে দুয়েকটা নোবেল তৈরি হবে না কেনো?

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৬

ভাবুকলাল বলেছেন: বাংলাদেশ ও ভারতের এক শ্রেনীর ইতর পর্যায়ের হিন্সু ও মুসলিম মৌলবাদীর রবীন্দ্রনাথ এ বড্ড এলার্জি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.