নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

ক্রোধের কারণে তোমাকে কেউ সাজা দেবে না, ক্রোধই তোমার সাজা

১২ ই জুন, ২০২১ সকাল ৯:০৫

ক্রোধের কারণে তোমাকে কেউ সাজা দেবে না, ক্রোধই তোমার সাজা
---------------------------------------------------------------------.
এক ধোঁকাবাজ লোকের সহানুভুতি আকর্ষনের জন্য পংগু এবং দুস্থ ভিখারী সেজে ক্রাঁচে ভর দিয়ে এক ব্যস্ত শহরের চৌরাস্তার মোড়ে ভিক্ষা করে দৈনিক ভালোই আয় উপার্জন করে আসছিলো। এক দিন সেখানে আরেকজন দুস্থ ব্যক্তি ভিক্ষা করতে শুরু করলে সে তাকে সেখান থেকে চলে যেতে বলে বাদানুবাদ শুরু করে। বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয় এবং ক্রোধে নিজের অভিনয় ভুলে সে ক্রাঁচ ফেলে অন্য ব্যক্তিকে ধাওয়া করতে শুরু করে। বাকিটা ইতিহাস। সংক্ষেপে বলা যায় সেই চৌরাস্তার মোড়ে সেদিনই তার ধাপ্পাবাজির ব্যবসার শেষ অংক রচিত হয়। অবস্থাদৃষ্টে বলা যায় গুনীজন ঠিকই বলেছেন: ক্রোধের কারনে নয় ,বরং ক্রোধই তোমার সাজা!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২১ সকাল ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: মুক্ত মানব ,




ক্রোধ মানুষকে পশুতে পরিনত করে । মানুষের স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পেয়ে যায়। পরিনতিতে সে নিজের ক্ষতিই ডেকে আনে।

২| ১২ ই জুন, ২০২১ দুপুর ২:১৫

অনল চৌধুরী বলেছেন: ক্রোধ ছাড়া কিছুই হয় না। যার ক্রোধ নাই, সে মানুষ না, জড় পদার্থ।
কিন্ত ক্রোধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য।

৩| ১২ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ক্রোধের কারণে তোমাকে কেউ সাজা দিবে না, ক্রোধই তোমার সাজা -- চমৎকার বাণী। মনে রাখবো।
শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.