নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের আলোক হতে আমি জাগিয়াছি চির বিস্ময়ে...

মুমাইন

আমার মৃত্যুর দিন তোমরা যেন বলতে পার ‘শুভ মৃত্যুদিন’। কারণ ঐ দিনটা শুভ থাকা আমার জন্য খুব জরুরি।

মুমাইন › বিস্তারিত পোস্টঃ

***বাবার অসাধ্য সাধন***

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯

***বাবার অসাধ্য সাধন***
(ফানি গল্প)

বাবা: আমার একটি পছন্দের মেয়ে আছে। তোমাকে তাকে বিয়ে করতে হবে।
ছেলে: কিন্তু বাবা, আমি আমার নিজের পছন্দে বিয়ে করতে চাই।
বাবা: তা ঠিক, কিন্তু সে হলো বিল গেটসের একমাত্র মেয়ে।
ছেলে: ওহ, তাই নাকি! তাহলে ঠিক আছে।

এরপর বাবা বিল গেটসের কাছে গেলেন।
বাবা: আপনার মেয়ের জন্য একজন ভালো ছেলে আছে।
বিল গেটস: কিন্তু আমার মেয়ে তো খুব ছোট। ওর বিয়ের বয়স হয়নি।
বাবা: কিন্তু সে যুবকটি বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট। ভেবে দেখেন একবার।
বিল গেটস: ওহ, তাই নাকি! তাহলে ঠিক আছে।

সবশেষে বাবা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে দেখা করলেন।
বাবা: আমার কাছে একজন ব্রিলিয়ান্ট তরুণ রয়েছে। তাকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আপনার কাছে সুপারিশ করছি।
প্রেসিডেন্ট: কিন্তু আমার তো এখানে যথেষ্ট ভাইস-প্রেসিডেন্ট আছে।
বাবা: তা ঠিক। তবে সেই তরুণটি কিন্তু বিল গেটসের জামাই। ভেবে দেখেন একবার।
প্রেসিডেন্ট: ওহ, তাই নাকি! তাহলে ঠিক আছে।

আর এভাবে বাবা অসাধ্য সাধন করলেন!
(বিদেশি গল্প অবলম্বনে)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪

সোহানী বলেছেন: ওওওওওও তাই নাকি......++++++

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৫

মুমাইন বলেছেন: হুম, তাই........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.