নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের আলোক হতে আমি জাগিয়াছি চির বিস্ময়ে...

মুমাইন

আমার মৃত্যুর দিন তোমরা যেন বলতে পার ‘শুভ মৃত্যুদিন’। কারণ ঐ দিনটা শুভ থাকা আমার জন্য খুব জরুরি।

মুমাইন › বিস্তারিত পোস্টঃ

যারা কবিতায় জীবনের গন্ধ খোঁজেন, তাদের জন্য

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩০

তোমার প্রমোশন আটকে গেছে নাকি কলিগের ষড়যন্ত্রে
তুমিও হয়তো কম যাও না- এক হাত তারে দেখে নিতে চাও
তোমার মাথায় যে আকাশ ভেঙেপড়া চিন্তা!

শিক্ষিত ছেলে তুমি, বউও তা-ই।
তোমার শিক্ষার মূল্য দিতে তাই সে শহরে থাকে।
তার আবার রেসিপির ভীষণ শখ,
আছে সবজি দিয়ে রূপচর্চার রকমারি বাহার!
অথচ তোমার প্রমোশন আটকে আছে নতুন বায়ার না পাওয়ায়।
শালাটা এইচএসসি’র তাগড়া জোয়ান, হাতখরচ চাই তার।
তোমার দুবছরের বাচ্চাটা যখন আদর করে কোলে নেয়,
তুমি ফিরিয়ে দিতে পার না তাকে।
তোমারও দেখছি চক্ষুলজ্জা আছে!

আজকাল অনেক রাত করে বাড়ি ফের তুমি
বসের মন জোগানোর কৈফিয়তে বউয়ের সন্দেহ বাড়ে-
‘আগের মতো তুমি ভালোবাস না আমায়’
কিংবা
‘তুমি অনেক বদলে গেছ, শফিক’
এই বিশ্বাসহীনতায় প্রতিটি রাত কাটে অতৃপ্ত ভালোবাসায়।
অথচ, সে-ই ছিল তোমার একমাত্র ভরসার, ক্লান্তি মোছার
ঐশ্বরিক ডাইক্লোফিন।

শোনা যায়, সবকিছুরই নাকি সাইড-ইফেক্ট আছে...
তাই বলে ভালোবাসারও?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: শোনা যায়, সবকিছুরই নাকি সাইড-ইফেক্ট আছে...
তাই বলে ভালোবাসারও?


ভাল লিখসেন ...
শুভ কামনা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

মুমাইন বলেছেন: নতুন তো, তাই পাঠক পাই না!
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপার না লিখতে থাকুন, অন্যদের লেখা পড়ুন হয়ে জাবে পাঠক।
শুভ কামনা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

মুমাইন বলেছেন: হুম ব্যাপার না... :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর লিখেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

মুমাইন বলেছেন: ধন্যবাদ। ৥মায়াবী রূপকথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.