নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের আলোক হতে আমি জাগিয়াছি চির বিস্ময়ে...

মুমাইন

আমার মৃত্যুর দিন তোমরা যেন বলতে পার ‘শুভ মৃত্যুদিন’। কারণ ঐ দিনটা শুভ থাকা আমার জন্য খুব জরুরি।

মুমাইন › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক সংলাপ

০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:৫৯

পিএসসি এবারের বিসিএসে বাংলা অংশে নতুন করে ‘কাল্পনিক সংলাপ’ নামে একটি আইটেম জুড়ে দিয়েছে। পরীক্ষার্থীদের কেউ কেউ একে বলছে অনর্থক কিন্তু কর্তৃপক্ষ বলছে অত্যাবশ্যক। যে যাই বলুক, এবারের সিলেবাসের আইটেম দেখে মুড়ি মাখার (এক ধরনের খাবার) কথা মনে পড়ে গেল।
আসুন একটি কাল্পনিক সংলাপ দেখি। (আসলে এটি বাস্তব সংলাপের কাল্পনিক রূপ)
.....
বিসিএস-এর বাংলা ২য় পত্রের পরীক্ষা চলছে। পরীক্ষার হলে পেছনের বেঞ্চে দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বলা বাহুল্য, মেয়ে পরীক্ষার্থী পেছনে বসা। (পেছনে বসলে জিজ্ঞেস করতে সুবিধা)

মেয়ে: (নিচু স্বরে মোলায়েমভাবে) ভাইয়া, দুই নং প্রশ্নটা কি লিখেছেন?
ছেলে: না, আপনি? (মাথা না ঘুরিয়ে বলল)
মেয়ে: (আবারও মোলায়েমভাবে) লিখবেন না?
ছেলে: (চিন্তিত হয়ে) মনে হয় লিখব না। কমন পড়ে নাই।
মেয়ে: (অযথা কানের পাশের চুল ঠিক করতে করতে) আমারও একই অবস্থা।
ছেলে: চলেন, দুই জনে মিলে বানাইয়া লেখি। (মুখে ঈষৎ হাসি)
মেয়ে: (একটু এক্সাইটেড হয়ে) বানিয়ে লিখবেন কীভাবে?
ছেলে: (চাপা গলায়) এত জোরে বইলেন না। আস্তে বলেন।
মেয়ে: (জিহবায় কামড় দিয়ে) ও, সরি সরি!
ছেলে: (আবারও চাপা গলায়) এটাও একটু আস্তে বলেন আপু। স্যার শুনতে পাবে তো।
মেয়ে: (স্বগত উক্তি) ছেলেটা এত সুন্দর করে আপু বলে। ফায়দা নিতে চায় নাকি?
পাশের পরীক্ষার্থী: (বিরক্ত হয়ে ছেলের প্রতি) ভাই লেখেন তো। লেডিস পাইলে মাথার তার ঠিক থাকে না, না?
স্যার এসে তার খাতা টেনে নিলেন। অন্য দুজন ভয়ে কাচুমাচু করতে লাগল।
স্যার: (খাতা টেনে নিতে নিতে কড়া স্বরে) পাঁচ মিনিটের জন্য তোমাকে সাসপেন্ড করা হলো।
পাশের পরীক্ষার্থী: কিন্তু স্যার, আমি তো কথা বলিনি।
স্যার: (চোখ বড় বড় করে) তুমি কি বলতে চাও আমি মিথ্যা শুনেছি?
পাশের পরীক্ষার্থী: (দুজনকে দেখিয়ে) ওরা কথা বলছিল স্যার।
স্যার: (দুজনের দিকে তাকিয়ে) এই, তোমরা কথা বলছিলে?
ছেলে ও মেয়ে: (দুজন প্রায় একসাথে চেঁচিয়ে) কখন কথা বললাম, স্যার?
স্যার: (খাতা নিয়ে যেতে যেতে) তোমাকে দশ মিনিটের জন্য সাসপেন্ড করা হলো।
পাশের পরীক্ষার্থী বোকার মতো দাঁড়িয়ে রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.