নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু লেখার চেষ্টা

মজিদুল হক মুনির

কিছু লেখার চেষ্টা

মজিদুল হক মুনির › বিস্তারিত পোস্টঃ

অনেক কথা বলা বাকি

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

৬০ বছর । কোন শিল্প বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, বিকাশের জন্য যথেষ্ট । কিন্তু আমাদের চলচিত্র শিল্পের ক্ষেত্রে সেটি হয়নি । আমাদের চলচিত্র গত ৬০ বছরে আমাদের কথা কতটুকু প্রকাশ করতে পেরেছে । “মুখ ও মুখোশ ” দিয়ে যাত্রা শুরু । একটা সময় ভালই কাটিয়েছে । সিনেমা তখন শুধু মানুষকে বিনোদন দিত না মানুষের কথাও বলত । আজ ২০১৭ সালে দাড়িয়ে যদি সমীক্ষা চালান হয় এই বিষয়ের উপর যে “বাংলা সিনেমা কতদুর যেতে পারত ” তাহলে সেই সমীক্ষার ফলাফল কি হবে তা সহজেই বোঝা যায় । কোন শিল্পের সমৃদ্ধি চাইলেই তো হবে না সেই শিল্পের কাঠামো ঠিক আছে কি না , বিকশিত হওয়ার সুযোগ আছে কি না, কত টুকু বিকশিত হয়েছে তা তো দেখতে হবে । বাংলা সিনেমা এখনো বিকশিত হয়নি যেঁ তার উৎকর্ষতা আমরা দেখতে পারব । আমাদের সিনেমা তো আমাদের কথাই বলে না । আমাদের সিনেমায় একি প্রেমের গল্প বারবার দেখানো হয় । আমাদের সিনেমায় কাজের মেয়ের সাথে মালিকের ছেলের প্রেমের কাহিনী থাকলেও কাজের মেয়ের সাথে দারোয়ানের বা রাস্তার মোড়ের দোকানদারের প্রেমের গল্প নেই । পরীক্ষায় ফেল করা ছাত্রের , চাকরি না পাওয়া যুবকের হতাশার কথা নেই, বাসের কন্ডাকটার আর গার্মেন্টস শ্রমিকের প্রেমের গল্প নেই সাহেবদের না হয় পাইরেটস অব দি কারাবিয়ান আছে , আমাদের তো দস্যু বনহুর আছে । কিন্তু তা শুধু সাহিত্যে । সিনেমায় নেই । আমাদের ছিনেমায় রবীন্দ্রনাথ , নজরুলকেও খুজে পাওয়া যায় না । আমাদের ছিনেমায় বস্তির মানুষের কষ্ট নেই , ট্রেন, বাসে চকলেট বিক্রি করা ছোট ছেলেটির কথা নেই, চার দেয়ালে বন্দিনী নারীর কথা নেই । চৌকশ, ক্ষুরধার, ডায়লগ নেই । আছে শুধু বস্তা পচা ডায়লগ আর অতি অভিনয় । রসিকতা মানেই ভাঁড়ামো । কিন্তু পর্দায় যে অতি অভিনয় চলে না তা কেন যে অভিনেতারা জানেন না তা বুঝি না । এসবের মাঝে শিল্পটাকেই খুঁজে পাওয়া যায় না । অথচ এখনো আমাদের সিনেমার কত কথা বলা বাকি । কতটা বিকশিত হতে হবে একে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সিনেমা নিয়ে মৌলিক কোন গবেষণা হয়না দেশে। তাই, মান সম্মত সিনেমা তৈরী হচ্ছেনা।

মানুষ দেশ বাস্তবতা উপেক্ষিত হচ্ছে।

২| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ দেশে চলচিত্রকে ভালোর দিকে এগিয়ে নেয়ার কোন উর্দ্ধেগ গ্রহণ করা উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.