নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই হতাশার মাঝে আশার আলো খুজে বের করা

ভবোঘুরে মুন্না

ঝামেলা আছে !!

ভবোঘুরে মুন্না › বিস্তারিত পোস্টঃ

সব থেকে সহজ নিয়মে আপনার ফ্রেন্ড লিষ্টের সবাইকে একসাথে ফেসবুক গ্রুপে এড করুন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

ফেসবুকে কেউ নতুন গ্রুপ খুললে সেটায় একটা একটা করে মেম্বার এড করা অনেক কষ্টের কাজ , তাই আপনাদের কষ্ট কমিয়ে দেওয়ার জন্য আজকের এই পোষ্ট ।।

এক ক্লিকে ফেসবুক গ্রুপে সবাইকে এড করার নিয়ম ।।

১ . প্রথমে আপনি গুগল ক্রম ব্রাউজার থেকে ফেসবুক লগিন করুন ।

২ . যে গ্রুপে মেম্বার এড করবেন সেই গ্রুপে যান ।

৩ . মাউসের ডান পাশে ক্লিক করে অপশনে যান সেখান থেকে inspeet element এ ক্লিক করুন , অথবা ctrl + shift + j চাপুন ।

৪ . যে বক্সটি আসবে সেখান থেকে console এ ক্লিক করুন

৫ . কোডটি পেষ্ট করুন এবং enter প্রেস করুন । (কোডটির লিংক নিচে দেওয়া আছে )

আশাকরি ১০০% কাজ হয়ে যাবে ।।

আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও টিউটোরিয়াল করা হয়েছে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন আশাকরি ১০০% সফল হবেন ।।



কোডটি রার ফাইল করা আছে এটা ডাউনলোড করে এক্সটেন্ড করে মাইক্সোসফট অফিস দিয়ে ওপেন করুন ।।

কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

শিপন মোল্লা বলেছেন: ফেসবুকের জন্যে ব্লগেই আজকাল বেশী আসা হয় না অথচ একদিন ছিল ফেসবুকে মাছি উড়তো । ব্লগের সবাই বাসা, ক্যাচাল, ঝগড়া, প্রেম, ভালোবাসা করতো । কিন্ত দিন বদলের বদলায় সেই ফেসবুকেই আজ সবাই থাকে ।

কিছুই নেই বলার তবুও কিছু একটা বলতে হবে বলে হুদাই বলে গেলাম । আবিজাবি যাতা । ভাল থাকবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

ভবোঘুরে মুন্না বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।।

তবে ফেসবুকে জন্য ব্লগে আসা হয়না এটা একদমই ভুল কথা । 2008-2012 এই চার বছর ছিলো সামহয়ারইন ব্লগের স্বর্ণ যুগ কিন্তু সেটা ধরে রাখতে পারেনি মডারেটররা , তাদরে দল কানা এবং অসচ্ছতার কারনে অনেক নামি দামি ব্লগাররা চলে গেছে ব্লগ থেকে এবং সেই থেকেই ফেসবুক জনপ্রিয় বেশি হতে থাকে ।।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৫

জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।প্রিয়তে নিলাম।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১২

ভবোঘুরে মুন্না বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: উপকারী পোস্ট :)

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৭

ভবোঘুরে মুন্না বলেছেন: ধন্যবাদ মনিরা আপু ।।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ উপকৃত হলাম।
যদিও কোডটা অন্য যায়গায় থেকে নিয়ে আসেছি।
কোড সহ দিয়ে মনে হয় আরো ভালো হতো

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাসান ৭৮৬ বলেছেন: সিস্টেমটা কি এখন আর কাজে দেয়?আমি কনসোলে ঢুকে দেখি সাবধান করে যে এখানে কিছু কপি পেস্ট করবেন না।আর পেইজ এ কিছুই নাই এটা ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.