নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই হতাশার মাঝে আশার আলো খুজে বের করা

ভবোঘুরে মুন্না

ঝামেলা আছে !!

ভবোঘুরে মুন্না › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক-সেলফি-লাইক, মানুষকে কতোটা নোংরা বানিয়ে ফেলতেছে এই ছবি গুলো তারই প্রমান ।

২৭ শে জুন, ২০১৫ রাত ১০:১৬

ফেসবুকের লাইকের কল্যানে মানুষ কতোটা বিকৃত হয়ে যাচ্ছে তা ধারনার বাইরে । কিছু ছবি দিলাম সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা আজ কোন জগতে বাস করছি ।

ছবি - ১ = ফ্রেন্ডস আমার এক দাদি মারা গেছে তার কবর খুজতেছি , সবাই তার জন্য দুয়া কর



ছবি -২ = একজন মানুষ মরে গেছে তার লাসের সাথে সেলফি ।



ছবি - ৩ = নামাজ পরার মধ্যে ফোন আসছে , এখন নামাজের থেকে ফোনটা বড় হয়ে গেছে , এই নামাজের কি দরকার সেটাই বুঝি না ।



ছবি - ৪ = তারাবি নামাজের ছবি , কেমন লাগতেছে ভন্দুরা ।



ছবি - ৫ = আমি নামাজ পরেছি সবার জন্য দুয়া করবো ।




ছবি - ৬ = গরীবের মেয়ে অভাবের সংসার তাই তাই বুজি কিছু লাইক আসা করতে পারি না ।


মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:২৯

আহমদ নূর বলেছেন: এদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অসামাজিক হয়ে যাচ্ছে। তবে সবার অনুভূতি জানতে চাওয়াটা কি শেষের ছবির মত হয়ে গেল না?

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৩

ভবোঘুরে মুন্না বলেছেন: আসলে আপনি যেটা বলছেন সেটা বুঝাতে চাইনি । তার পরেও এডিট করে দিলাম । ধন্যবাদ ।

২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৪৪

সাহসী সন্তান বলেছেন: আমরা সবাই ডিজিটাল দেশের পোলাপানতো, তাই আমাদের কাজ কারবার গুলোও ডিজিটাল!!

আমার মনে হয় এদের জন্যই একদিন সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোও 'টাল' হয়ে যাবে!!

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৬

ভবোঘুরে মুন্না বলেছেন: কুকুরের পেটে ঘি হজম হয় না এই রকম একটা কথা আছে , তো সেই রকম আমাদের বাঙ্গালীরা , সারা দেশে 3 জি পইয়া আর মেগা বাইটের দাম কম পাইয়া আবাল গরুতে ভাইরা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো ।

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৪৪

আত্মার অতৃপ্তা বলেছেন: অনুভূতি শূন্য

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৭

ভবোঘুরে মুন্না বলেছেন: :D

৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকাল এক বন্ধুর স্ট্যাটাস ছিল এরকম- কুরআন খতম করেছি। আবার করবো। সবাই বলো মাশাআল্লাহ। হায়রে পাবলিক!

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৮

ভবোঘুরে মুন্না বলেছেন: সব কিছুই এখন লোক দেখানো হয়ে গেছে ।

৫| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: দেশ ডিজিটাল হচ্ছে

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯

ভবোঘুরে মুন্না বলেছেন: দেশ যতো ডিজিটাল হচ্ছে আবাল গরু ততো বৃদ্ধি পাচ্ছে ।

৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: যে য্যামনে মজা পাইতে চায়, পাইতে দ্যান।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২০

ভবোঘুরে মুন্না বলেছেন: মজারও তো একটা লিমিট থাকা উচিত

৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:০১

পিন্টু টামির ( হাজং) বলেছেন:
মানসিকতা বিকৃত থাকলে ভাল সব কিছুকেই বিকৃত করা স্বাভাবিক


২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২১

ভবোঘুরে মুন্না বলেছেন: হুম সেটাই ।

৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ৩:১৮

আমি শঙ্খচিল বলেছেন: পুরাই ডিজিটাল ।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২১

ভবোঘুরে মুন্না বলেছেন: দেশ যতো ডিজিটাল হচ্ছে আবাল গরু ততো বৃদ্ধি পাচ্ছে ।

৯| ২৮ শে জুন, ২০১৫ ভোর ৫:৩২

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক বলেছেন: দারুণ মজার পোস্ট।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২২

ভবোঘুরে মুন্না বলেছেন: :D

১০| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: সবাই মজা নিতে চায়...!

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৪

ভবোঘুরে মুন্না বলেছেন: মজা নেওয়ারও তো একটা লিমিট থাকা উচিত

১১| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৬

মামুন হাসান১৩৯৮ বলেছেন: এদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অসামাজিক হয়ে যাচ্ছে।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৫

ভবোঘুরে মুন্না বলেছেন: কুকুরের পেটে ঘি হজম হয় না এই রকম একটা কথা আছে , তো সেই রকম আমাদের বাঙ্গালীরা , সারা দেশে 3 জি পইয়া আর মেগা বাইটের দাম কম পাইয়া আবাল গরুতে ভাইরা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো ।

১২| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০১

কাবিল বলেছেন: এগুলো রিয়া গুনাহ এর মধ্যে পড়ে।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৭

ভবোঘুরে মুন্না বলেছেন: এগুলো রিয়া গুনাহ এর মধ্যে পড়ে ( আপনার কথাটা ঠিক বুঝলাম না )

১৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে লাইকের পাগল..

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৮

ভবোঘুরে মুন্না বলেছেন: :D

১৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: সবগুলোই অসুস্থ মানষিকতার অধিকারী।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৯

ভবোঘুরে মুন্না বলেছেন: হুম সেটাই ।

১৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ১২:০৫

অবিবাহিত জাহিদ বলেছেন: Sob koytarea haturi chalan dita mon chaitace

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩০

ভবোঘুরে মুন্না বলেছেন: সামনে পাইলে আমিই দিতাম ।

১৬| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৯

কাবিল বলেছেন: লেখক বলেছেন: এগুলো রিয়া গুনাহ এর মধ্যে পড়ে ( আপনার কথাটা ঠিক বুঝলাম না )



লোক দেখানো ইবাদত বন্দেগী করাকে "রিয়া" গুনাহ বলে।
আপনার পোস্টে অনেকগুলো পিক আছে, যা নামাজ কায়েম করার সময় । এগুলো লোক দেখানো এবাদত।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৩

ভবোঘুরে মুন্না বলেছেন: রিয়া গুনাহ সম্পর্কে ধারনা ছিলো না , ধন্যবাদ ভাই ক্লিয়ার করার জন্য ।

১৭| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: এসব দেখলে মেজাজ গরম হয়ে যায় !!!!!

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩২

ভবোঘুরে মুন্না বলেছেন: হওয়াটাই স্বাভাবিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.