নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই হতাশার মাঝে আশার আলো খুজে বের করা

ভবোঘুরে মুন্না

ঝামেলা আছে !!

ভবোঘুরে মুন্না › বিস্তারিত পোস্টঃ

নামাজ যখন 4G গতিতে পরা হয় ।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯

মুরব্বির বয়স হবে অনুমানিক ৭০ বছর । আর কয়দিনই বা এই পৃথীবিতে বাচবে , এই বয়সে সব মুসলমান মুরব্বিরাই আল্লাহ বিল্লাহ করে নামাজ পরে । কিন্তু কথা হলো নামাজটা যদি শুদ্ধ না হয় তাহলে সেই নামাজ পরে লাভ কি । একজন ৭০ বছর বয়সি মানুষের নামাজ দেখলে একটা আন্ডা বাচ্চাও বলবে এ মসজিদে কেন আসে । সে কি লোক দেখানো নামাজ পরে নাকি নেক আমলের জন্য নামাজ পরে সেটা সে নিজেই জানে ।

তবে এই ভিডিও দেখে মনে হচ্ছে সে লোক দেখানো নামাজই পরে ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

মো : হাবিবুর রহমান বলেছেন: কিছুই বলার নেই , আমি নির্বাক ।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:১৮

ভবোঘুরে মুন্না বলেছেন: B:-)

২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভিটিওটা ফাস্ট ফরোয়ার্ড করা কিনা তা কি সঠিক করে বলা যায়?
আমাদের সকলের ইবাদত হোক এক মাত্র আল্লাহকে রাজী খুশী করার জন্য।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

ভবোঘুরে মুন্না বলেছেন: ভিডিওটা ১০০% অরিজিনাল ভিডিও ,মোবাইল থেকে করা এবং নরমাল ভাবেই ভিডিও করা ।

৩| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নামাজ শুদ্ধ হল কি না? অথবা লোকটা সু্স্থ কি না তা আমরা বিচার করি না....
নামাজ কবুলের মালিক যিনি..তিনি উত্তম বিচারক শুদ্ধ/অশুদ্ধের...
----------- কতটা প্রাসঙ্গিক এধরনের ব্লগের জানিনা।

---------------কয়েকদিন থেকে ফেবুর বিভিন্ন পেইজে এই ভিডিওটি দেখছি যা ( যিনি ভিডিওটি করেছেন তিনি তো সেখানে উপস্থিত ছিলেন ---------------------------তার উচিত ছিল ওই ব্যক্তির সাক্ষাতকার নেয়া এবং সেই ভিডিওটি পুনরায় প্রকাশ করা যা থেকে বোঝা যাবে লোকটি স্বজ্ঞানে/অজ্ঞানে সুস্থে/অসুস্থে এ ধরনের আচরণ করছেন কি না)।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

ভবোঘুরে মুন্না বলেছেন: আমি এই রকম আমাদের এলাকায়ও একজন দেখছি যিনি পুরা সুস্থ কিন্তু ১০ রাকাত নাজাম পরতে সর্বোচ্চ ২ মিনিট টাইম নেয় । তাকে ভুল ধরিয়ে দিলে উল্টো বকা খেতে হয় । এই ধরনের মানুষের অভাব নাই যারা অন্যের কাছ থেকে শিখবে না ,কেউ ভুল ধরিয়ে দিলেও নিজেকে শুধরাবে না , ভুল নিয়মেই নামাজ পরবে ।

নামাজ পরার জন্য সব নিয়ম কানুন তো আল্লাহ বলেই দিছে তো সে সব কিছু না মেনে নামাজ পরলে কবুল হবে কিনা সেটা ধারনাই করা যায় । তার পরেও কবুলের মালিক আল্লাহ তিনিই ভালো জানেন ।

৪| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

তৌফিক মাসুদ বলেছেন: আসলে এই লেখাটি আমি পজেটিভ ভাবে নিচ্ছি। এতে শিক্ষিনীয় কিছু আছে। কিন্তু নেগেটিভ দিকটাও মারাত্মক। কেউ নামাজ পড়তে মসজিদে এসেছে এতেই আমাদের শুকরিয়া করা উচিত। কয়জন মুসলমান এখন নামাজ পড়তে আসে। আর ভুলগুলো নিয়ে সমালোচনা করার পাশাপাশি তাকে ভুল ধরিয়ে দিতে হবে। যারা ভালোভাবে নামাজ পড়তে জানে তাদের উচিত অন্যদের শেখানোর ব্যবস্থা করা।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

ভবোঘুরে মুন্না বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । তবে একটা জিনিস বুঝতে হবে আল্লাহ কখনোই লোক দেখানো নামাজ কবুল করবে না । নামাজের কিছু সহি নিয়ম অবশ্যই আছে , নোংরা পোশাকে যেমন নামাজ হবে তেমনি সুরা কেরাত না পরে শুধু সিজদা দিলেও নামাজ হবে না । শুধু মসজিদে যেয়ে কপাল টাকাইলেই যে নামাজ কবুল হবে এটা একদমই ভুল ধারনা ।

এইভাবে অনেক লোক আছে তাদের কে হাজার বার বললেও তারা সহিহ নামাজ পরে না ।

যারা ভালোভাবে নামাজ পড়তে জানে তাদের উচিত অন্যদের শেখানোর ব্যবস্থা করা। ( এই কথাটার সাথে পুরাপুরি একমত)

৫| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪

টিএম.নীরব বলেছেন: লেখার শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গত ৩দিন আগে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে গেয়েছিলাম, প্রতিদিন জাই কিন্তো সে দিন একতু দেরি হয়েছিলো, মসজিদে জায়ার পরে ১ রাকাত ফরজ নামাজ পাইছিলাম, জাই হক আর এক বেক্তি সেও আমার মত এক রাকাত পাইছে, কিন্তো কথা হল বাকি ৩ রাকার আমার এক রাকাতের আগেই হয়ে গেছে, এই ভিডিও টার চেয়েও বাজে ভাবে নামাজ আদায় করেছিলো, আমি ভাবতে ছিলাম হয়তো আমার নামাজটাই নষ্টো হয়েগেছে, জাগ তার পরে আমি মনোযোগ দিয়ে বাকি নামাজ পরে নিলাম, এবং সুন্নাত আদায় করলাম, তারাবি ও আদায় করলাম, তার পরে তাকে বললাম, আপনার নামারজের মাজে আদব কাইদা ভুল আছে, সে বললো আমি এমন ভাবেই নামাজ পরে আসছি,
আল্লাহু আকবার- আল্লাহ আমাদের নামাজের আদব কাইদ শিখার তয়ফিয়াক দান করুক আমিন

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

ভবোঘুরে মুন্না বলেছেন: চিন্তা করুন আপনি ভুল ধরিয়ে দেওয়ার পরেও যখন বলে এই ভাবেই পরি তাহলে কি বলার থাকে । সুন্নাত নামাজে শুরু ফাহেতার সাথে অন্য একটা সুরা মিলিয়ে পরতে কম হলেও ১ মিনিট লাগে প্রতি রাকাতে এই লোক দের মিনিটে ১০ রাকাত নামাজ শেষ করলো তাহলে পরলো টা ।

এইভাবে অনেক লোক আছে যাদের ভুল ধরিয়ে দিলেও শুধরায় না , নিজের ইচ্ছে মতোই নামজা পরে জানি না এই নামাজ কোন কাজে আসবে কিনা ।

৬| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

টিএম.নীরব বলেছেন: নামাজ হবে ২৯ টি কারনে, তার প্রথম কারনটা হল, নামাজ অসুধ্য ভাবে পড়া,

৭| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

টিএম.নীরব বলেছেন: নামাজ হবে না ২৯ টি কারনে, তার প্রথম কারনটা হল, নামাজ অসুধ্য ভাবে পড়া,

৮| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: টিএম.নীরব বলেছেন: নামাজ হবে না ২৯ টি কারনে, তার প্রথম কারনটা হল, নামাজ অসুধ্য ভাবে পড়া,

শুদ্ধ ভাবে পড়া জরুরী, লেখাও !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.