নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই হতাশার মাঝে আশার আলো খুজে বের করা

ভবোঘুরে মুন্না

ঝামেলা আছে !!

ভবোঘুরে মুন্না › বিস্তারিত পোস্টঃ

মা দিবসে সন্তানের মুখ না দেখতে পাওয়া মা’দের নিয়ে কিছু কথা!!

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮



এবরশন করানোর পরে সমাজ সব সময় মেয়েটাকে দোষ দেয় মেয়েটাকে গালি দেয় মূলত এর পিছনের লোকটাকে কেউ দেখেনা এই মেয়েটার যন্ত্রনা কেউ বুঝে না । :(

আমার বাস্তব অভিঙ্গতা থেকে দেখা কিছু কথা লিখছি । বর্তমান সমাজে এবরশন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে । রিলেশনে সেক্স হয় প্রেগন্যান্ট হয় এবরশন হয় বা নতুন বিয়ার পরে হটাৎ প্রেগন্যান্ট হয়ে পরে তখন সিদ্ধান্ত নেয় এখন বাচ্চা নেয়া পসিবল না এবরশন করিয়ে ফেলে । তো বিয়ার পরেরটার অনুভুতি জানি না বিয়ার আগেরটা বেশ কয়েখটা দেখেছি খুব কাছ থেকে ।

ফিজিক্যাল রিলেশনের পরে যখন মেয়টা শুনে সে প্রেগন্যান্ট হইছে তখন শরীরটা বেচে থাকে ঠিকই কিন্তু মনেও দিক থেকে পুরাই মরে যায় । আমি বেশ কয়েকজনের এই মূহুর্তটা খুব কাছ থেকে দেখেছি , তারা তখন ছেলেটাকে বিয়ার জন্য বলে ছেলের কথা একটাই এবরশন করিয়ে ফেল , মেয়েটা তখন কতোটা অসহায় হয়ে পরে কেউ না দেখেলে বুঝবে না , সমাজের চিন্তা বাসার চিন্তু সন্তানের চিন্তা সব মিলিয়ে একদম মেন্টাল পেসেন্ট হয়ে পরে, এবরশন করানো যখন হয়ে যায় এর পরে মেয়েটা আর কোনদিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না । মেয়েটা প্রতি বছর ওই দিনটা একা একা কাটাতে দেখেছি , ছোট বাচ্চা দেখলে নিরবে আদর করে যেতে দেখেছি ।মুখ লুকিয়ে কান্না করতে দেখেছি । কিন্তু বাস্তবতায় কয়েকদিন পরেই ছেলেকে পুরা কাহেনি ভুলে যেতে দেখেছি , নতুন করে সব কিছু শুরু করতে দেখেছি ।

আমি দেখেছি যখন এবরশন করা ভিডিও ভাইরাল হয় তখন মেয়েটাকে সবাই সমানে গালি দেয়, ভয়ে মেয়েটা নিউজ ফিড দেখেনা , মুখ লুকিয়ে কান্না করে কিন্তু এর পিছনে যে থাকে তার একটু খারাপ লাগা অনুভুতি হয় কিনা কে জানে ।।

আমি বিয়ার আগে প্রেগন্যান্ট হওয়াকে সাপোর্ট করছিনা কোন ভাবেই, কিন্তু যদি হয়ে যায় তখন একটা মেয়ের কি অবস্থা হয় সেটাই বুঝানোর ট্রাই করেছি ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:৩৬

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো কিছু কথা। সুন্দর বলেছেন।

সকল মায়ের মঙ্গল কামনায়

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ভবোঘুরে মুন্না বলেছেন: ধন্যবাদ । সকল মায়ের মঙ্গল কামনায়

২| ১৫ ই মে, ২০১৭ রাত ১:৪৭

মানবী বলেছেন: শুধু মাত্র ধর্ষনের কারণে সন্তানসম্ভবা হওয়া ছাড়া আর যেকোন প্রেগনেন্সিতে নারী পুরুষ উভয়ের দায়িত্ব সমান।
সামাজিক মূল্যবোধ অক্ষুন্ন রাখার দায়িত্ব সকলের আর যেহেতু এধরনের অনৈতিকা সম্পর্কের চিহ্ন নারীকে বইতে হয় তাই নারীদের এবিষয়ে সতর্কতা অনেক অনেক বেশি জরুরী।

অনৈতিক সম্পর্কে লিপ্ত না হলে অবিবাহিতাদের এধরনের পীড়াদায়ক অভিজ্ঞতার সন্মূখীন হবার সম্ভাবনা থাকেনা।

এবরটেড বেবী বা মিসক্যারেজে হারানো সন্তানের জন্য সকল মায়ের কষ্ট অভিন্ন, তিনি বিবাহিতা হন আর অবিবাহিতা!

ভালো থাকুন।

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ভবোঘুরে মুন্না বলেছেন: আমাদের সংস্কৃতি দিন দিন এমন হচ্ছে যে এটাকে চাইলেও এখন বন্ধ করা সম্ভব না ।

৩| ১৫ ই মে, ২০১৭ রাত ৩:১৬

কলাবাগান১ বলেছেন: কুলাংগার সিফাতের মায়ের জন্য খারাপ লাগছে...উনার তো কোন দোষ নাই...আজ পত্রিকায় দেখলাম যে উনি আক্ষেপ করছেন যে রাস্তার কুকুরে ও তাদের কে এখন ঘৃনা করছে... পুরা ঘটনা থেকে একটাই শিক্ষয়নীয়...টাকা পয়সা না..... ভাল সন্তান রা ই হল পরিবারের সব।

বাবা টাকে ধরে পুলিশে দেওয়া উচিত..

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ভবোঘুরে মুন্না বলেছেন: এটাই টাকা থাকলেই কেউ ভদ্রলোক হতে পারে না । তবে এটাও সত্যি ভালো পরিবার হলে সন্তানও ভালো হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.