নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

তাইলে তাদের বংশধরদেরও তো কোটা পাওয়া দরকার - তাই না?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

মুক্তিযোদ্ধার অফিসিয়াল সংখ্যা কত সেটা আমি জানি না তবে দেড় লাখের কাছাকাছি এমনটাই শুনেছিলাম ( ভুল হতে পারে ) আর যদি তাই হতো তবে যারা মারা গেছেন মহান মুক্তিযুদ্ধে তাদের স্ট্যাটাস কি? মুক্তিযোদ্ধা না? যদি হতো তবে মুক্তিযোদ্ধার সংখ্যা কত? ত্রিশলাখ যোগ অফিসিয়াল সংখ্যা। তাই হবার কথা না? নাকি যারা মারা গেছেন তারা সেই স্ট্যাটাস পাবে না?



ধরলাম পাবে। তাইলে তাদের বংশধরদেরও তো কোটা পাওয়া দরকার - তাই না? নাকি ভুল বললাম? যদি তারা না পায়, যারা তাদের পরিবার-পরিজনে হারালো, তো ব্যাপারটা একপেশে হয়ে যায়। বেচে থাকলেই তো তাইলে লাভ ছিল।



আবার যদি এগুলো ঠিক না হয় তো ত্রিশ লাখ শহীদের কথা আমরা কেমনে বলি? আর দুই লাখ বীরাঙ্গনা?



অদ্ভুত না?





মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

দুরন্ত-পথিক বলেছেন: আবার জিগায়।অদের আগামী তে যত বংশধর আসবে তাদের সবার জন্য কোটা প্রথা থাকবে।আর বাকি রা সব মূর্খ মানব ।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

মুনতাসির বলেছেন: আমরা কতো ভয়ঙ্কর। ৪৩ বছর ধরে গপ্পই মেরে গেলাম ৩০ লাখের।

অদ্ভুত!

২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

জগ বলেছেন: ভাল লিখছেন

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি অদ্ভূত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



বিষম অদ্ভূত!

৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

মুনতাসির বলেছেন: আজব তো ভাই? আমি তো বললাম কোটা থাকা দরকার। কিন্তু খালি ১.৫ লাখের কোটা থাকবে আর ৩০ লাখ যে মারা গেল তাদের কি হবে?

বুঝা গেল ব্যাপারটা?

৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

নষ্ট ছেলে বলেছেন: @হাসান কালবৈশাখী,
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দেশ ভাল ভাবে চালাতে হলে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় মেধাবীদের বিকল্প নাই।

বাংলাদেশের মুক্তিযোদ্ধার সংখ্যা যদি ২ লাখ হয় তাহলে তারা জনসংখ্যার ।০.১৩৩৩%। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা ২% রাখলেও অনেক বেশি হয়। কিন্তু বর্তমানে যা আছে তা মেধাবীদের উপর নির্যাতন।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

মুনতাসির বলেছেন: ২ লাখ কেন হবে? যারা মারা গেছে তারা কি মুক্তিযোদ্ধা না? এটা আগে বলেন?

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

নষ্ট ছেলে বলেছেন: যারা মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে এমন সার্টিফিকেটদারী মুক্তিযোদ্ধা মনে হয় দুই লাখের মত। তাই বললাম।
কে কে মারা গেছে তাদের কোন লিস্ট তো আমাদের কাছে নাই। কোন আদম শুমারিও করা হয় নি।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

মুনতাসির বলেছেন: ৩০ লাখ শহীদের কথা আমরা কে না জানি? ভাই আমি কি ভুল বললাম? যদি সত্যি বলি তো তাদের জন্য কোটা থাকবে না?

৭| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

ম্যানিলা নিশি বলেছেন:

হাসান কালবৈশাখী বলেছেন @

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

২০১৩ সালে সরকারী চাকুরী প্রার্থী ত্রিশ বছর বয়সী মুক্তিযোদ্ধা তো ১৯৭১ সনে তরল অবস্থায় ছিল,এখানে মুক্তিযোদ্ধা কোথায় পেলেন!!!

মুক্তিযোদ্ধা নামের আড়ালে সব তো দলীয় ক্যাডার রিক্রুট হচ্ছে।

৮| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সবুজ সায়াহ্নে বলেছেন:
ভালই বলেছেন, আমাদের প্রতিটা পরিবারের সাথেই ৩০ লাখ মুক্তিযোদ্ধাদের কোথাও না কোথাও কোন না কোন ভাবে যোগসূত্র রয়েছে, সুতরাং আমরা সবাই কোটা সুবিধা পাওয়ার অধিকার রাখি।

৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ম্যনিলা নিশীর কমেন্টে ঝাঝা .. =p~ =p~ =p~ =p~

তারা রাজাকারের ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে পুনা রাজাকার পয়দা করবে! আবার চেতনার নাম দিয়ে জাতিকে বিভক্ত করবে???

তারা বিদেশী বিয়ে করে বিদেশৈ সেটল করবে-আর এই দেশৈ অযোগ্য দলীয় চমচা নিয়োগ দেবে কোটার আড়ালে!!!!

এই পর্যন্ত মুক্তযোদ্ধ কোটায় যত নিয়োগ হয়েছে-সকল সার্টিফেকেট তদন্ত করা হোক।

ভূয়া জাল মুক্তিযোদ্ধা সনদধারীদের চাকুরী থেকে বরখাস্ত সহ সংশ্লীষ্ট সকলকে উপযুক্ত বিচার করা হোক।

১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

১১| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

মুনতাসির বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.