নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

গোপনে সিরিয়ায় কাজ করছেন জার্মানি প্রবাসী চিকিৎসকরা

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩১

গোপন সেলারে অ্যানাস্থেশিয়া ছাড়াই অপারেশন, নেই পর্যাপ্ত ওষুধপত্র ও স্বাস্থ্যকর্মী৷ ঝুঁকি সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানুষকে সহায়তা করতে এগিয়ে এসেছেন জার্মানি-প্রবাসী সিরীয় ডাক্তাররা৷



‘‘ব্যথার ওষুধটা যখন শেষ হয়ে গেল, রোগী তখন যন্ত্রণায় কাতরাতে শুরু করলেন৷ কিন্তু সেলারের ধূসর আলোতেই আমরা অপারেশন চালিয়ে যেতে লাগলাম৷'' নীচুস্বরে বললেন ডা.ওমর৷ ‘‘আমাদের কোনো উপায় ছিল না৷ নয়তো মানুষটি রক্তপাত হতে হতেই মারা যেতো৷ গ্রেনেডের টুকরা লেগে তার পেট ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল৷'' সিরিয়া থেকে জার্মানিতে ফিরে আসার অনেক দিন পরও এই দুঃস্বপ্ন কাটেনি ডা. ওমরের৷



জীবনের ঝুঁকি নিয়ে চিকিত্সা সেবাঃ

তাঁর আসল নাম অবশ্য ওমর নয়৷ সিরীয় এই চিকিত্সক জার্মানির একটি ক্লিনিকে কাজ করেন৷ মা বাবা ভাই বোন রয়েছেন সিরিয়ার আলেপ্পো শহরে৷ তাদের কোনো বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় নিজের নামটি গোপন রাখতে চান তিনি৷



ফেসবুকে সিরিয়ার উত্তরে পাহাড়ি অঞ্চলের এক গ্রামে অপারেশনের জন্য একজন অভিজ্ঞ শৈল্যচিকিৎসক খোঁজা হচ্ছিল হন্যে হয়ে৷ আর সেই ডাকে সাড়া দিয়ে এক শীতের রাতে তুরস্কের সীমানা পার হয়ে সিরিয়া ঢুকে পড়েন ওমর৷ তাঁকে সাহায্য করেছেন জার্মানি ও ফ্রান্সে বসবাসকারী সিরীয় ডাক্তাররা৷ যাঁরা একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন৷ সবাই মিলে ওষুধপত্র ও ডাক্তারি যন্ত্রপাতি সংগ্রহ করে শত বিপদ সত্ত্বেও সীমানা পার হয়ে সিরিয়ায় পৌঁছে দিচ্ছেন৷

dw.de

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:০১

তৌফিক মাসুদ বলেছেন: আর কত যুদ্ধ করবে মুসলিমেরা।? আর কত নিজেদের রক্ত দিবে। আর কত সাম্প্রদায়ীক দল হবে? আর কত পরাশক্তির কাছে মাথা নত করবে? আমেরিকা নিপাত যা.।.।.।.।.।.।.।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.