নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশের একমাত্র মহিলা নবাব "নবাব ফয়জুন্নেছা" বন্দনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬



পরিচিতিঃ নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী

জন্মঃ পশ্চিমগাঁও,লাকসাম, ১৮৩৪ খ্রিস্টাব্দে

মাতাঃ আফরান্নেছা চৌধুরী

পিতাঃ আহম্মদ আলী চৌধুরী

স্বামীঃ মোহাম্মদ গাজী চৌধুরী, বরুড়া, কুমিল্লা

শিক্ষাগুরুঃ ওস্তাদ তাজউদ্দিন

ভাষা জ্ঞানঃ বাংলা,আরবী,ফারসী,সংস্কৃত

বিয়েঃ ১৮৬০ খ্রিস্টাব্দে

সন্তানঃ আরশাদুন্নেছা চৌধুরাণী,বদরুন্নেছা চৌধুরাণী

জমিদারীর দায়িত্ব লাভঃ ১৮৮৫ খ্রিস্টাব্দে

রাণী ভিক্টোরিয়া কর্তৃক "নবাব" উপাধি লাভ" ১৮৮৯ খ্রিস্টাব্দে

মৃত্যুঃ ২৩ সেপ্টেম্বর ১৯০৩ খ্রিস্টাব্দে

১০ আশ্বিন ১৩১০ বঙ্গাব্দ



সাহিত্যকর্মঃ রূপজালাল

সংগীত সার, সংগীত লহরী

সুধাকর ও ইসলাম পত্রিকার পৃষ্ঠপোষক





নবাব ফয়জুন্নেছা হাউজ



নবাব ফয়জুন্নেছা কর্তৃক নির্মিত প্রতিষ্ঠান সমূহঃ


নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ , লাকসাম

নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা হাই স্কুল , লাকসাম

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠার জন্য ১৮৯৯ সালে তৎকালীন ১০০০০ টাকা অনুদান প্রদান

নদীয়ার কৃষ্ণনগরে বিদ্যালয় ও মক্তব প্রতিষ্ঠা

১৮৯৪ সালে মক্কায় স্কুল ও মুসাফির খানা প্রতিষ্ঠা

১৮৯৩ সালে ফয়জুন্নেছা জানানা হাসপাতাল প্রতিষ্ঠা

পশ্চিমগায়ে দশ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ

প্রজাদের সুবিধার্থে অসংখ্য পুকুর, দীঘি, রাস্তাঘাট, পুল নির্মাণ।



যে সমাজে নারীদের চোখ মেলে তাকানোই কঠিন ছিল সেই সমাজে শিক্ষিত নারীর অস্তিত্ব চিন্তা করাই বেশ কঠিন। সেখানে নবাব ফয়জুন্নেছা সাহিত্য চর্চাও করেছেন ।উনার রচিত "রূপ জালাল" বাংলা ভাষায় কোন নারী লেখিকার প্রথম কাব্যগ্রন্থ। শিক্ষা দীক্ষায় দক্ষ হওয়া ছাড়াও উনি একজন দক্ষ সংগঠক,পরিচালকও বটে তার দক্ষ জমিদারীর প্রমাণ রাণী ভিক্টোরিয়া কর্তৃক "নবাব" উপাধি লাভ।এ যেন প্রচলিত প্রবচন ‘যে হাত দোলনা দোলায় ; সে হাত বিশ্বকে শাসন করে’কে সমর্থন করে(অবশ্য নবাব ফয়জুন্নেছার ক্ষেত্রে এই প্রবচন সত্য হওয়ার পেছনে মোহাম্মদ গাজী চৌধুরীর বেশ ভালো ভুমিকা ছিল,যেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য।)



তথ্যসূত্রঃ নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ মাঠে স্থাপিত বিলবোর্ড

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

এলিয়েন এলান খান বলেছেন: অনেক ভাল লাগল ভাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫২

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

বেকার সব ০০৭ বলেছেন: নবাব ফয়জুন্নেছার তথ্য জেনে ভাল লাগল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৩

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.