নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

সিগমুন্ড ফ্রয়েড

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০



অস্ট্রিয়ান স্নায়ুবিদ

উনাকে মনঃস্তাত্ত্বিক বিশ্লেষন বিদ্যারজনক বলা হয় ।



জন্মঃ ৬ মে,১৮৫৬ সালে।

বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন।ব্যবসার সূত্রেই ফ্রয়েডের পরিবার ভিয়েনাতে বসবাস শুরু করে। ফ্রয়েডের পরিবার ইহুদীবাদে বিশ্বাসী হলেও ফ্রয়েড মূলত কোন ধর্ম চর্চা করতেন না।

ফ্রয়েডের শিক্ষা জীবনের শুরু ভিয়েনাতে।



১৮৭৩ সালে ফ্রয়েড "ইউনিভার্সিটি অব ভিয়েনাতে" মেডিসিনে অধ্যয়ন শুরু করেন।



স্নাতক ডিগ্রী লাভের পরে উনি "ভিয়েনা জেনারেল হাসপাতালে কাজ করা শুরু করেন। ফ্রয়েড এবং Josef Breuer মূলত Hysteria রোগীদের সেবা দিতেন এবং এ নিয়ে গবেষনাও করেন।



ফ্রয়েড ১৮৮৫ সালে Jean Charcot এর ছাত্র হিসেবে স্নায়ুবিদ্যা পড়তে প্যারিস যান। প্যারিসে অধ্যয়ন শেষে উনি আবার ভিয়েনাতে ফিরে আসেন।



১৯০২-১৯৩৮ সাল পর্যন্ত উনি "University of Vienna" এর "Neuropathology" বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন।



উল্লেখযোগ্য মনঃস্তাত্ত্বিক গবেষনাঃ

১৯০০ সালে প্রকাশিত "The Interpretation of Dreams"।

১৯২৩ সালে প্রকাশিত "The Ego & Id" ।

১৯১০ সালে ফ্রয়েডের সহযোগীতায় "International Psychoanalytic Association" প্রতিষ্ঠা লাভ করে।



স্ত্রীঃ Mertha Bernays।ছেলে-মেয়েঃ ৬ জন।

অস্ট্রিয়াতে নাৎসী আগ্রাসনের পরে উনি উনার পরিবারসহ লন্ডন চলে যান।



২৩ সেপ্টেম্বর ১৯৩৯ সালে মনঃস্তাত্ত্বিক বিদ্যার অন্যতম প্রভাবশালী এই গবেষক ,চিকিৎসক , মনোবিজ্ঞানী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।



Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন কিছুই সায়েন্টিফিক্যালি প্রুভেন না।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২০

অতঃপর জাহিদ বলেছেন: আমার মনঃস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞান সম্পর্কে জানার খুব আগ্রহ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: এর সাথে আরো অনেক কিছু আছে। শুরুর দিকে তিনি হিপনোটিজমের মাধ্যমে চিকিৎসা করার একটা চেষ্টা করেছিলেন। তারপরে স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে। একটা সময়ে বিস্তর বিস্তর পড়াশুনা করেছিলাম ফ্রয়েড এবং তার তত্ত্ব নিয়ে। ভূলে গেছি। ধন্যবাদ আপনার পোস্টের কল্যানে আরেকবার ফ্রয়েডকে নিয়ে পড়াশুনার চিন্তাটা মাথাচাড়া দিয়ে উঠল।

০১ লা মে, ২০১৪ সকাল ৯:২৯

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নামটা সিগমুন্ড/সিগমন্ড ফ্রয়েড হবে, খেয়াল করে দেখুন ।

পোস্টে অনেক ভালোলাগা ! ++ ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ সকাল ৯:৩০

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.