নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

বিনা পয়সায় ড্রাইভিং শিখুন

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১২



আমরা অনেকে শখের বশে বা পেশাগত কারনে ড্রাইভিং শিখতে চাই।

বোধ হয় আমাদের এই চাহিদার কথা মাথায় রেখেই

"Learners Driving Centers"



ইউটিউবে তাদের চ্যানেল রেখেছে।

কথা না বাড়িয়ে আসুন ড্রাইভিং শেখা শুরু করিঃ

গাড়ির বেসিক অংশ বলতে যা বোঝায়ঃ





হাতের প্রধান নিয়ন্ত্রনের বিষয়গুলোঃ







পায়ের প্রধান নিয়ন্ত্রনের বিষয়গুলোঃ







গাড়ির গিয়ার নিয়ে সামান্য কথাঃ







এবার আপনার গাড়ি চলা শুরু করবে যেভাবেঃ





চলার সময় সার্বিক সম্বনয় করবেন যেভাবেঃ







পিছনে চলাঃ









গাড়ি পার্ক করবেন যেভাবেঃ







রাস্তায় মোড় নিবেন যেভাবেঃ







চলতি পথে ট্রাফিক সিগন্যাল ও পথচারীর প্রতি খেয়াল রাখুনঃ





দূর্ঘটনা এড়াতে গাড়ি জরুরিভাবে থামাবেন যেভাবেঃ





প্রশিক্ষকের কোন বিকল্প নাই।ভিডিওগুলো দেখেই গাড়ি চালাতে যাবেন না।এগুলো দেয়া হয়েছে যাতে একজন প্রশিক্ষকের উপস্থিতিতে যখন শিখবেন তখন যেন কাজটা সহজ হয় সেজন্য।আশা করি শেষ কথাগুলো সবার মনে থাকবে।





মন্তব্য ৬৩ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আহা মনে মনে এমন পোস্টই খুঁজছিলাম...প্রিয়তে নিয়ে রাখলাম মানসিক শান্তির জন্যে ।

ঢাবির মলচত্তরে গাছের সাথে গাড়ির ধাক্কা লাগানোর রেকর্ড আমার আছে :P

লিখতে থাকুন, লাইসেন্স কনফার্ম না হ্ওয়া পর্যন্ত সাথে আছি :#)

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২২

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট ! বুকমার্ক করে রাখলাম !

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

বাবুই পািখ বলেছেন: মনে হয় এই পোস্টের জন্য অপেক্ষা করছিলাম।

গাড়ী চালনো শিখতে অত্যন্ত সহায়ক একটি পোস্ট।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: আশা করি সহায়ক হবে।ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১:১৫

নিয়ানডার্থাল বলেছেন: এই পোষ্ট দেখার পর সাহস করে লার্নারস লাইসেন্স নিয়া ফেলমু।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ওকে ওকে তাড়া তাড়ি করেন ভাই :D

৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই চমৎকার পোস্ট। +।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এইবার আর ড্রাইভিং শেখা আটকায় কে B-))

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: শুরু করেন; কিন্তু সাবধানে

৭| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২১

কাগজ কলম বলেছেন: সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ,


শুভেচ্ছায়,

কাগজ কলম

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩১

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ কাগজ কলম

৮| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমার অবশ্য কম্পিউটারে রেসিং গেম খেইলা স্বভাব খারাপ হইয়া গেছে। বাস্তবে শিখে রাস্তায় চালাতে গেলে কি কইরা ফালাই কে জানে... :P :P :P

আপনার পোস্টটা ভালো লাগলো। ভালো থাকবেন... !:#P

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩২

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: আপনিও ভালো থাকুন এই প্রত্যাশা রইলো

৯| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৯

ফিলিংস২০০ বলেছেন: খুব ভাল উপায়। এভাবে যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবাই শেয়ার করার চেষ্টা করি তাহলে আশা করি আমাদের অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব ইনশাআল্লাহ।,,,,,,,,,,,,,,,,,,,

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৪

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: সহমত

১০| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

পোস্ট মিস না করতে অনুসরনে নিয়ে রাখলাম আপনাকে :D

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৯

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: কি সৌভাগ্য আমার :D
ধন্যবাদ আপনাকে

১১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

১২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২২

বটের ফল বলেছেন: পোষ্ট বুকমার্কড । একই সাথে ++++++++++++

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

১৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩১

সাধারন এক মেয়ে বলেছেন: সরাসরি প্রিয়তে যুক্ত করলাম

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩১

আদম_ বলেছেন: অনুসরনে

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫১

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

জামান শেখ বলেছেন: আমার মনে হয় যারা মটরবাইক চালাতে পারেন তাদের জন্য শিখতে খুব সুবিধা হবে।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৭

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: সহমত

১৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৭

এ্যরন বলেছেন: সরাসরি প্রিয়তে

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ

১৭| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২

সোহানী বলেছেন: আহা... আপনাকেইতো খুজঁছি.... অসংখ্য ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: স্বাগতম

১৮| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪

সময়ের ডানায় বলেছেন: অসাধারন পোস্ট।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রিয়তে রাখলাম।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৫

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: স্বাগতম

১৯| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

বাংলার হাসান বলেছেন: চমৎকার কাজের পোস্ট

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। চালাতে পারি আর নাপারি মানসিক প্রশান্তির জন্যে ।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১১

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক

২১| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:২৯

সুমন কর বলেছেন: প্রিয়তে রাখলাম। কাজে লাগতে পারে। উপকারী পোস্ট।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ১০ ই জুন, ২০১৪ রাত ১:০৯

সাম্পানওয়ালা বলেছেন: যদিও নিজের গাড়ি নাই কিন্তু কাজের পোষ্ট।

২৩| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৫

ভুল্কিস বলেছেন: কাজের পোষ্ট, এত্তো গুলা প্লাস। পোষ্ট ছেপ করলাম :)

২৪| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

লিখেছেন বলেছেন: heavy joss

২৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:
চমৎকার পোস্ট....

সংকলনে যাচ্ছে ...

প্রিয়তে গেল আপাতত ...

২৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

ইলি বিডি বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

Professor সাহেব বলেছেন: শিখা ফালাইচি, আম্রে আর ঠেকায় কিডা

২৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++++++++++++++++

২৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এত দরকারি পোস্ট কীভাবে চোখ ফসকে গেলো......
অনেক ধন্যবাদ, লেখক :)

মার্ক করে রাখলাম.......

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭

বাকের ভাই রিটার্ন বলেছেন: অনেকদিন থেকেই এইরকম একটা কিছু খুজছিলাম ।প্রিয়তে নিলাম কোন একদিন অবশ্যই কাজে আসবে।

ধন্যবাদ লেখক

৩১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

চারশবিশ বলেছেন: পোষ্টটি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন

অনেক অনেক ধন্যবাদ

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

তাসজিদ বলেছেন: সরাসরি প্রিয় তে। তবে ইউটিউব ভিডিও দেখে আপনি বেসিক টা পাবেন। আসল কাজ টা রাস্তা তেই করতে হবে।

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

তাসজিদ বলেছেন: তবে সব গুলা ভিডিও ত মানুয়েল গাড়ির। অটো গাড়ি থাকলে ভাল হত।

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৬

ইমরান তপু-সরদার বলেছেন: দারুন। B-)

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

জানা বলেছেন:

বাহ্‌, ভাল পোস্ট।

তবে, এই পোস্ট পড়েই অমনি কেউ গাড়ী নিয়ে বেরিয়ে পড়বেন না যেন :D । তাহলে সব দোষ ঘাড়ে নিতে হবে মুনযুর ই মুর্শিদকে B-)


মাত্র ১৭ বছর বয়সে অনাসেই গাড়ী নিয়ে বাড়াবাড়ি ( ;) ) করতে শুরু করেছি :)। গাড়ী সংক্রান্ত সেন্স পুরোপুরি পাকা হওয়ার আগেই একখানা লাইসেন্স পাওয়ার স্বপ্নেও বিভোর থেকেছি :!> । কবে আঠারো শেষ হবে সেই প্রতিক্ষায় প্রায় চোখের জলে দিন গুনেছি :D । কারণে অকারণে মোহন ভাই (আমাদের পরিবারের জন্যে ড্রাইভ করতেন যিনি) বেচারাকে অসুস্থ হওয়ার ভান করতে অনুরোধ করেছি যাতে আশেপাশে মা'কে ড্রাইভ করার একটুখানি সুযোগ পাওয়া যায়। ড্রাইভার আমি সবসময়ই খুব ঠান্ডা মাথার :#> ।

সেই সময়ের একদিন আধ ঘন্টার অনুমতিতে এই ঠান্ডা মাথার ড্রাইভার নির্বিঘ্নেই এক বাড়ির (গুলশান-১ এ) দেয়ালের পাশে বেড়ে ওঠা বড় শখের কিশোরী এক ইউক্যালিপটাস গাছে ধাক্কা লাগিয়ে প্রায় সর্বনাশ করে হার্ড ব্রেক করে বসে :P । ব্যাস, আর যায় কোথায়! শব্দ শুনে বাগানে বসে থাকা ভারী গোঁফওয়ালা বয়ষ্ক ভদ্র লোক বেরিয়ে এসে কঠিন চেহারা করে.....! আমি ততোধিক নিষ্পাপ চেহারায় গাড়ী থেকে বেরিয়ে ক্ষমা চাইলাম । তাঁর গাছটি নিজে হাতে যত্ন করে বড় করে দেয়ার প্রতিজ্ঞা করলাম তবু যেন তিনি আমার পরিবারের কারো কানে না তোলেন এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি B-)) B-)) =p~ =p~

ভাগ্যিস ভদ্রলোক আমার নিষ্পাপ চেহারা আর গাছ পরিচর্যার বিনীত প্রস্তাবে মাথায় হাত বুলিয়ে আদর করে তক্ষুনি বাসায় ফিরতে বলেন। এখন সেই স্মৃতি কত মধুর....।

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম । অজস্র ধন্যবাদ।

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

মামুন রশিদ বলেছেন: অনেক দেরিতে চোখে পড়লো । শেয়ারের জন্য ধন্যবাদ । প্রিয়তে ।

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

সুপ্ত আহমেদ বলেছেন: B-)) B-))

৩৯| ০৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৬

আরজু পনি বলেছেন:

প্রিয়র তালিকায় রাখা পোস্ট নিজের পছন্দমতো শুরুর দিকে রাখা যায় না...ডিজিটাল শোকেসের ঝামেলা অনেক ।

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৫৯

সুমন আজাদ বলেছেন: দারুণ পোস্ট কিন্তু ঘটনা হইলো কোড শিখবো কিভাবে?

৪১| ০৮ ই মে, ২০১৫ সকাল ১১:১৬

ভুতের প্রেসিডেন্ট বলেছেন: ধুরর নিজের গাড়ি না থাকলে মাইনশে এগুলা দিয়া কি করবো? :/

৪২| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন: আরজুপনি আপুর সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.