নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

SkyPe তে একাউন্ট খোলা ও পিসিতে ইনস্টল সমাচার

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

মুমুর বাবা ব্যবসায়িক কাজে ফ্রান্সে আছেন।ছোট্ট মুমু মার কাছে জোর আবদার করলো বাবাকে দেখবে , বাবার সাথে কথা বলবে।মুমুর মা জানেন

SkyPe বলে একটা সফটওয়্যার আছে যার মাধ্যমে ভিডিও কলিং করা যায়। কিন্তু উনি যানেন না কিভাবে SkyPe তে এ কাউন্ট খোলা যায় ও পিসিতে SkyPe ইনস্টল করতে হয়।আজকের ব্লগটা মুমুর মায়ের জন্য।



SkyPe তে এ কাউন্ট খোলা ও পিসিতে ইনস্টল সমাচারঃ

১ম ধাপঃ Google Search Box এ SkyPe লিখে সার্চ দিন।





২য় ধাপঃ নিচের ছবির মতো রেজাল্ট আসবে





৩য় ধাপঃ নতুন একাউন্ট খুলতে/সাইন ইন করতে "Create an account or sign in"এ ক্লিক করুন।



৪র্থ ধাপঃ এবার নতুন একাউন্ট খুলতে "Create an account" এ ক্লিক করুন।





৫ম ধাপঃ "Create an account" এ ক্লিক করলে নিবন্ধন ফর্ম আসবে।

ফর্ম এ প্রয়োজনীয় তথ্য দিয়ে "I agree- Continue" ক্লিক করুন।













আপনারই মেইল চেক করে স্কাইপি একাউন্ট ভেরিফাই করে নিন।



এছাড়া আপনি আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করেও সাইন ইন করতে পারেন।

SkyPe একাউন্ট'ত হলো এখন SkyPe ডাউনলোড ও ইনস্টল করবেন যেভাবেঃ

২য় ধাপের ছবিটা দেখুন ওখানে "Download" অপশন আছে।

"Download" এ ক্লিক করুন। পরের পাতাতে নিচের ছবির মতো

"Get Skype for Windows Desktop" অপশন আসবে।

"Get Skype for Windows Desktop" এ ক্লিক করলে ডাইনলোড শুরু হবে।





ছবিতে ডাউনলোড ও ইনস্টল করার উপায়ঃ











ইনস্টল হয়ে গেলে আপনার ডেস্কটপে নিচের ছবির মতো "SkyPe" আইকন দেখাবেঃ





এবার "SkyPe" আইকন এ ক্লিক করলে নিচের ছবির মতো অপশন আসবেঃ



এখানে আপনার ইউজার-নেম ও পাস-ওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন।













মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট, অনেকেরই কাজে লাগবে ।

২| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

:D

৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

নীল আকাশ ২০১৩ বলেছেন: আমার পিসিতে যে স্কাইপে ইন্সটল করা আছে, ঐটার ইউজার নেইম পাসওয়ার্ড ভুলে গেছি। কখনও যদি লগিন করতে বলে উইন্ডোজ সেটাপ দিতে হয়, তাইলে সর্বনাশ। বলেন তো দেখি, এইটার ইউজার নেইম পাসওয়ার্ড উদ্ধার করে কেম্নে?

কম্পিঊটার ওপেন করলেই স্কাইপে ওপেন হইয়া থাকে। এইটারে বন্ধ করার উপায় কি লগ আউট না কইরা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.