নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন এক বড় মহাজন

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

মুনযুর-ই-মুর্শিদ

মুনযুর-ই-মুর্শিদ › বিস্তারিত পোস্টঃ

পাহাড়কে হার মানানো একজন দশরথ

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

বউ কউ গেলি তুই।
এই যে এই হানেই আছি ।আইতাসি।
দশরথ মাঝি অপলক দৃষ্টিতে বউকে দেখছে।

বউঃ অমন কইরা কি দেহেন!
দশরথ মাঝিঃ তোরে দেহি।(মনে মনে দশরথ ভাবে সেই ছোট্ট পুতলার মতো বউটা আইজ আমার কত্ত যত্ন নেয়া শিখছে হুহ)
পেটের টানে প্রেম প্রেম রেশ কেটে যায়।
দশরথ ছুটে চলে পাহাড়ে জীবিকার সন্ধানে।

কোন এক দুপুরে পাহাড়ে দশরথের খাবার পৌঁছে দিতে যেয়ে পা পিছলে গভীর খাতে পরে মারাত্নক আহত হন ফালগুনী।দশরথের বুকটা খাঁ খাঁ করে ওঠে কেমনে বউটারে বাঁচানো যায়।কেমনে বউটারে মরার ঘর থিকা ফিরাইয়া আনা যায়।

কিন্তু কোন ভাবনাই কাজে আসে না কারণ দশরথের গ্রাম থেকে পাহাড়ি পথে ৫৫ কিমি পথ গেলে তবেই শহর ।এক সময় দশরথের প্রাণ প্রিয় স্ত্রী মৃত্যুর কোলে ঢোলে পড়ে।



দশরথের পাহাড়ের প্রতি ঘৃণা আর বউয়ের প্রতি ভালোবাসায় শোককে শক্তিতে পরিণত করে কঠিন এক ব্রতে নেমে পড়ে। সে পাহাড় কেটে গ্রামের মানুষের জন্য শহরে যাওয়ার সহজ রাস্তা বানাবে যাতে আর কোন ফালগুনী বুক খালি করে দিয়ে হারিয়ে না যায়। দিন নয় মাস নয় ২২ বছর সময় ধরে সে কাক্ষিত রাস্তা তৈরিতে সক্ষম হন উত্তর বিহারের বাসিন্দা দশরথ মাঝি।



দশরথ আবার ও প্রমান করলেন মানুষের অদম্য ইচ্ছা,পরিশ্রম, অধ্যবসায়,ভালোবাসার কাছে দুনিয়ার যে কোন বাঁধা মাথা নত করতে বাধ্য। স্যালুট দশরথ!!

সম্প্রতি "Manjhi-The Mountain Man" নামে দশরথের দিন গুলোকে বলিউডের পাতায় তুলে ধরা হয়েছে:




দশরথকে Dedicate করেঃ


[বিঃদ্রঃলেখাটাতে কিছুটা কল্পনার রং মেশানো হয়েছে]
dailymail.co.uk

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

বিজন শররমা বলেছেন: পৃথিবীর মানুষের একটা বিরাট উপকার হতো যদি, জনাব হাবিব সুরকার বা সঙ্গীত প্রযোজক হতেন । কথাটা শুনতে খারাপ হলেও জনস্বার্থে এ কথা বলতে বাধ্য হচ্ছি ।সবার সব কিছু হয় না, বিশেষতঃ শিল্পীদের নিজস্ব গুন না থাকলে আত্মীয় বনধুদের সহায়তা আনুকূল্য কিছুই কাজে আসে না । তার বাবা বিখ্যাত গায়ক হলেও তার সেই গলা নেই । এমতাবসথায় সাধারণ মানুষকে খালি খালি কষ্ট দেয়া কেন ?

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: বিজন দা যদিও স্বীকার করছি হাবিব ভালো শিল্পী না,তথাপি ওর গান কিন্তু ভালো লাগে কি আর করা :p

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

মো: আশিকুজ্জামান বলেছেন: প্রেমের মূর্ত প্রতীক দশরথ মাঝিঃ। বিরল ঘটনা ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.