নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সচেতন নাগরিক

মুরশীদ

মানবতা এবং সুন্দর ভবিষ্যত এর আশাবাদী একজন

মুরশীদ › বিস্তারিত পোস্টঃ

Blogging as I see it

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

Apology for not being able to type in Bangla



Blog is the contemporary media where everybody has access and can write or show whatever they like. Its inbuilt moderating system tries to ensure ethics of public sharing of information, comments and views. This is a friendly medium to write and express, indeed a great development. This gave my wife a new life; she started writing travel accounts, poems, short stories etc. and writes numerous comments encouraging other blogger writers, consciously maintaining neutrality and respecting others right. By blogging she could overcome her long depressed condition; doing nothing except household works and looking after our kid. She enjoys and feels great when other bloggers comment on her blogs all the positive things. She feels proud introducing herself as a blogger. Some of her write-ups even published in print media. She no more says “I am a housewife”.

This is indeed a great development in human communication. It helps accomplishing one of the important human needs, which is “every man and women wants to be listened, their creation to be seen by others, and above all, wants appreciation.” Blog is a wonderful platform for that. It gives people the opportunity to express and finally freedom.

But, this freedom does not mean that I can write anything. I must adhere to ethics and human rights, not only mine, but also others. Authority should not obstruct the media for few who violate ethics and abuse freedom of writing, rather should work out ways to control and castigate them.

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আহমেদ জী এস বলেছেন: মুরশীদ,
আপনার বক্তব্য সঠিক । ধন্যবাদ দিয়ে রাখছি ।

পাশাপাশি উদাহরন দিয়ে বলি - ব্লগ হলো ক্লাসরুম-বোর্ডের মতো । ক্লাসরুমের এই বোর্ডের উপর বিভিন্ন শিক্ষক বিভিন্ন বিষয়ের উপরে লিখে নিজের আহরিত জ্ঞান তার ছাত্রদের সাথে ভাগ করে নিয়ে তৃপ্তি পেতে চেষ্টা করেন তাদের শেখানোর মাধ্যমে । এটিই নিয়ম । এর বাইরে চ্যাংড়া ছেলেপিলেরা বোর্ডের উপরে মাঝে মাঝে অনেক অশালীন কথাও লিখে থাকে শিক্ষকদের অনুপস্থিতিতে । তাই বলে স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুম-বোর্ড সরিয়ে ফেলেনা দেয়াল থেকে । এটা একটা আহাম্মকী কাজ । বুদ্ধিমানের কাজ হলো ঐ চ্যাংড়া ছেলেপিলেদের শোধরানো কিমবা একান্ত তা না পারা গেলে স্কুল থেকে বহিস্কার ।কারন ক্লাসরুম-বোর্ডই হলো শিক্ষক-ছাত্রের মাঝে “টুলস অব কমিয়্যুনিকেশান” ।
তাই আপনি যখোন লেখেন – “This is a friendly medium to write and express..” তখন সত্য কথাটিই বলেন ।

সম্ভবত ব্লগে বর্তমান আস্তিক-নাস্তিক নিয়ে বাদানুবাদ দেখেই হয়তো আপনি এই সুন্দর লেখাটি লিখেছেন । ভয়.. সামুর কি হয়.. ! ভয় পাবেন না । মানুষের কন্ঠ চেপে রাখা যায়না । তা কোনও না কোনও ভাবে উচ্চকিত হয়ই ! সত্য মরেনা কখোনও । আপনার এবং আপনার স্তীর মতোন শুদ্ধতম ব্লগাররাই সকল ব্লগের প্রান ।

তরুন প্রজন্মের প্রতি আপনার একটি অনুচ্চারিত আহ্বানকে সম্ভ্রম জানাই আর -
Authority should not obstruct the media for few who violate ethics and abuse freedom of writing, rather should work out ways to control and castigate them. এই লাইনগুলোতে আপনি যা লিখেছেন যথাযথ কর্তৃপক্ষকে তা ভেবে দেখতে বলার জন্যে আপনার কন্ঠে আমিও কন্ঠ মেলাচ্ছি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

মুরশীদ বলেছেন: চমৎকার উদাহরণ আহমেদ জীএস ! অনেক ধন্যবাদ আপনাকে বক্তব্যটিকে আরো সহজ ভাবে তুলে ধরার জন্য যা আপনার সহজাত গুন। আমি মনে প্রানে বিশ্বাস করি যোগাযোগের এই মাধ্যমটি মানুষ, সমাজ এবং রাস্ট্রের কল্যানে যথাযথ ব্যবহৃত হবে এবং গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লিখেছেন।
লেখার স্বাধীনতা মানে এই না যে অন্যের অনুভূতি কিংবা বিশ্বাসে আঘাত হানবো।
সব মিলিয়ে আমরা সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাবো কিভাবে?

আপু, ব্লগার হিসেবেই পরিচয় দিতে পছন্দ করে, ভালো লাগলো বিষয়টা।
এই ব্লগের মাধ্যমেই অনেকের অন্তঃস্থ প্রতিভাগুলো একটু হলেও প্রকাশ পাচ্ছে।
একটা ব্যস্ত কিংবা হতাশ অবস্থানের মাঝে ও প্রাণ খুলে নিঃশ্বাস নেয়ার একটা উপায় বেরুচ্ছে।।

শুভকামনা।
ভালো থাকুন।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

মুরশীদ বলেছেন: স্বাগতম আমার ব্লগে, সেই সাথে অসংখ্য ধন্যবাদ আশরাফুল ইসলাম সুন্দর মন্তব্য ও একমত প্রকাশের জন্য।
শুভকামনা আপনার জন্যও ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

মুরশীদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

রুদ্র মানব বলেছেন: দারুণ বলেছেন ++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মুরশীদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রুদ্রমানব ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মাহমুদা সোনিয়া বলেছেন: well said brother. :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মুরশীদ বলেছেন: Thanks sonia

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

বটবৃক্ষ~ বলেছেন: +++

খুব দারুন বলেছেন....:)):)

শুভকামনা~~~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মুরশীদ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ বটবৃক্ষ
শুভরাত্রি

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

তাইনূর বলেছেন: If non be leaver can write in General media,then why not in Samu ?
I respect ur opinion however I think this not wise to moderate/block them. may be switch to other blog . we should defend them in their way.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

মুরশীদ বলেছেন: Thank you Tainur. I too respect your views. I think Moderators are like Traffic Police. They would block if somebody walks through the middle of the road. We have freedom to walk but not through the middle.

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জুল ভার্ন বলেছেন: Dear Morsed bhaia;

Blogs! The word stands for ’web log’ and they’re effectively online diaries. Anyone can set one up, that’s the easy part. Thinking of something interesting to say each time you blog is the tricky bit.
Assuming you don’t understand or want to learn about writing websites in code, you’re probably best off looking at one of the sites that offers free blogging. A couple of the more popular are WordPress, LiveJournal and Blogger. Others are available. :P

Simple Definitions of Blog:

If you find these to be good enough for you then you’re done reading this post!
You can think of it as an online journal or diary, although blogs are used for much more now, like online journalism.
A blogger is someone who blogs, or writes content for a blog.
Blogging is the act of writing a post for a blog...... :P :P

Got it? That was easy, and that’s all you might need to know to get started........ :P :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মুরশীদ বলেছেন:
Great! I learned more about blog. Thank you Julevern. But I liked Ahmed GS’s example of Class room board. Just want to add that blog board is much wider with multiple dimensions, powerful and alive! That is why it is friendly as well as sensitive.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.