নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল, মেসি ,বিশ্বকাপ ও আমার কন্যা সমাচার

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অনুপস্হিতিতে আমি ও আমার কন্যা ব্রাজিলের সমর্থক। যদিও আমাদের দল হেরে গেছে সেই কবেই। আজ আমি অনেকটাই লিবারেল। টিম জার্মানীর দিকে আমার সমর্থন হেলে থাকবে কিছুটা। আর ওয়ান এন্ড অনলী মেসির প্রতিও সাপোর্ট কোন অংশে কম থাকবে না। তবে আমার ৫ বছরের কন্যা আর্জেন্টিনাকে কোনভাবেই সাপোর্ট করছে না, তার কথা হলো যেহেতু আর্জেন্টিনার সাথে জার্মানী খেলবে তাই আজ সে জার্মানী। সে কোন ভাবেই মানতে রাজী না মেসি সবচাইতে ভাল প্লেয়ার। তার একটাই কথা নেইমারকে না মারলে তার ব্রাজিলই জিততো। আসলেই শিশুদের মন ও মুখ একই থাকে, যত অভিনয় সবই বড়দের জন্য............



আজ যে দলই জিতুক সুন্দর ফুটবল খেলে জিতুক সেটাই কামনা করি। আজ সুন্দর ফুটবলের জয় হবে সেটাই আশা করি।





আপডেট:

ক্লোজিং সেরিমনিটা আমার কন্যা সহই দেখেছিলাম। তারপরই ফাইনাল ম্যাচ এর আগেই যথরীতি উনি আমার কোলে মাথা রেখেই ঘুম। সকালে উঠেই জিজ্ঞেস করল কে জিতেছে বাবা ? আমি বল্লাম জার্মানি। সাথে সাথেই বলে উঠলো, বলেছিলাম না জার্মানি জিতবে। মেসিতো একটুও ভাল খেলেনি। নেইমার হলে খেলতো........

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: ব্লগে পুনঃস্বাগতম।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থেম্কু, থেম্কু.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.