নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের খন্ডচিত্র

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫


- ভাই কত হইছে ?
- ছে-চল্লিশ...
- কত ?
- ছে-চল্লিশ, মানে ফর্টিসিক্স
- ও আইচ্ছা

- ভাই কত নিলো ?
- ছেচল্লিশ
- কত হইছে ?
- ভাই ছে-চল্লিশ হাজার।

- ভাইয়া এখন থেকে আটচল্লিশ বলবি, দুই হাজারতো হাশিল গেছে, তাই আটচল্লিশ হাজার বল্লে ভুল হবে না। ছেচল্লিশ হাজার বল্লে লোকজন উচ্চারনের কারনে বুঝতে পারে না, ফলে দুই-তিন বার বলতে হয়.....

- ভাই কত নিলো ?
- ভাই, আটচল্লিশ
- কত ? একচল্লিশ ?
- না ভাই, আটচল্লিশ হাজার, মানে ফর্টি এইট
- ও আচ্ছা, ঠিক আছে।

- ভাইয়া, এটাওতো বুঝেনা লোকজন, আচ্ছা পঞ্চাশ হাজার বলবি, অসুবিধাকি , একটা বললেই হলো, লোকজন বুঝলেই হলো। তাছাড়া পঞ্চাশ উচ্চারন করাটা সহজ।
- ঠিক আছে, তাইলে এখন থেকে পঞ্চাশ হাজারই বলবো

- ভাই গরু কত নিলো ?
- পঞ্চাশ হাজার
- ও আচ্ছা, ভাই ঠকছেন।
- হ, তাইতো মনে হয়

- ভাই কত ?
- পঞ্চাশ
- ও পঞ্চাশ ? দাম বেশী হইছে

- ভাইয়া থাক্ , পঞ্চাশ হাজার বলা দরকার নাই
- কেনো দরকার নাই ?
- না পঞ্চাশ হাজার বললে লোকজন বলে ঠকেছি, তাছাড়া পঞ্চাশ হাজার দিয়েতো কিনিনি, ছেচল্লিশই বলবো, অার না হয় কোন উত্তর দিবো না........
- ঠিক আছে........

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা .......

মানুষকে বোঝানো কখনো কখনো কঠিন!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই তাই.....

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের একটা গরু বিক্রি হয়েছে আটচল্লিশ হাজারে। লোকজন অবশ্য বলছে জিতেছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার ভাগের্টা রকেট করেন

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


এবার কি পরিমাণ গরু কোরবাণী করা হয়েছে, আনুমানিক?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কোন সঠিক পরিসংখ্যান মনে হয় না কারো কাছে আছে .......

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... গোপাল ভাঁড়ের গল্প পড়েছিলাম যেখানে ইলিশ মাছ কিনলে পথে পথে লোকজন দাম জানতে চাইতো। সে কালচার এখন শুধু কোরবানীর গরুতে দেখা যায়..........

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, গোপাল ভাাঁড়ের পদ্ধতিটা এপ্লাই করা যেতো, তাহলে হয়তো কেউ দাম জিজ্ঞেস করতো না ;)

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

রায়হানুল এফ রাজ বলেছেন: হাহাহা। ভালো ছিল কথোপকথনটা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটু কম বা বেশী ছিলোনা মূল কথোপকথনটা..............

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

@চাঁদগাজী বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) ধারণা এবার ৩০ লাখ গরু ও
৫৫ লাখ খাসি
কোরবানি করা হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: @ চাাঁদগাজী, যদিও আমি অপারগ ছিলাম, তবে এখন উত্তর পেয়েছেন নিশ্চই.........

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

সুমন কর বলেছেন: অার না হয় কোন উত্তর দিবো না........
- ঠিক আছে........
B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উত্তর না দিয়ে পারাটা কঠিনই ছিলো...........

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
:D :D :D

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: :D :P

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: উত্তর না দিয়া থাকা মুশকিল ।
হাহাহাহাহাহাহা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই, উত্তর না দিয়ে পারিনি..........

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

শায়মা বলেছেন: কোরবানীর গরুর দাম মিথ্যা বললে কিন্তু .......

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি তো..............তবে আগামীবার গরু কেনার সময় আপুনি তোমায় নিয়ে যাবো, তাপ্পর দেখবো, সত্যবাদিনী কি করে..... :D

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: গরু কিনতে আমি!!!!!!!!!!

সত্যবদীতার আগেই তো মরে যাবো!!!!!!!


কারণ কি জিগাসা করিবেক না!!!!!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এবারের ওভারঅল অভিজ্ঞতা থেকে অাগামীবার বেঙ্গল মিটকে এই দায়িত্ব দেয়া যায় কিনা তা দেখব, তবে তারা যদি সেইম ডে'তে মিট সাপ্লাই দিতো তাহলে এবারই তাদেরকে দিয়ে দিতাম............ দোয়া করো, অাগামীবার তোমার যেনো গরুর হাটে না যাইতে হয়.......... ;)

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১১

শায়মা বলেছেন: জীবনেও যাবোনা .......যাইও নি জীবনেও!!!!!! :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হাতে এক বছরের মত সময় আছে, নিয়মিত নামাজ পড়ে দোয়া কইরো, তোমার যেনো গরুবাজারে যেতে না হয়........ ;)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: /:)

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দামকি বেশী হইছে ? :((

১৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: সবাইকে সন্তষ্ট করা সম্ভব হয় না কখনো।। আবার অনেক সময় মুখ বুজে থাকাও যায় না।। যেমন গরুর দামের ব্যাপারে!!

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রতিবারই ঈদের সময় এই ঝামেলাটায় ঠিকই পড়ি, আসলেই সবাইকে সন্তুষ্ট করাই দুনিয়ার সবচাইতে কঠিনতর কর্ম।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: কোরবানি ঈদের আগে এইটাই মজা, যারা গরু কিনে ফেরে তাদের কাছে দাম জানতে চাওয়

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি বলছেন মজা, অার আমার দাম বলতে বলতে মুখ বাঁকা হয়ে যাচ্ছিলো........... :((

১৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৭

কালীদাস বলেছেন: সম্ভবত টু এন্ড হাফ ম্যানের একটা পর্বে দেখেছিলাম ২৪/৭ কে ৩১ লিখতে; কারণ ২৪ আর ৭ যোগ করলে ৩১ হয় =p~
গরুর দাম দেখে কেন জানি ঐটার কথাই মনে পড়ল।
গোপালের ইলিশ মাছ কেনার গল্পটা মনে আছে? কোরবানীর ঈদের সময় গরুর দাম কেনাও সেরকম কালচার হয়ে গেছে।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হা.হা.হা., আসলেইতো ৩১ ই। তবে দেখিনি।

আগামীবার চিন্তুা আছে, গোপালের পদ্ধতি এপ্লাইয়ের, দোয়া রাইখেন.......... ;)

১৭| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: =p~

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: :D :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.