নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

গুগোল ডুডল নিয়া হালকা ভ্রান্ত ধারনা। আমরাও খুশী হয়ে গেলাম। আপডেট সহ

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

আমি অনেক খুশী গুগোল ডুডল বাংলাদেশ এর স্বাধীনতা দিবস মনে রেখেছে । অসাধারন একটা ডুডল তৈরী করেছে । অনেকেই মনে করছেন বাংলার স্বাধীনতা সারা বিশ্বের কাছে পৌছে গেছে । সারা বিশ্বের সবাই গুগোল এ লগ ইন করার সাথে সাথে আমাদের স্বাধীনতা দিবস এর ডুডল দেখবে । কিন্তু না । কাহিনি মোটেও সেরকম না ।









আরেকটু গভীরভাবে দেখি :



যারা কম্পু প্রকৌশল এর সাথে জড়ি্ত তারা জানেন .co নামে একটা সেকেন্ড লেভেলের ডোমেইন আছে । যা শুধু রেজিস্টার্ড গ্রাহক রা ইউঝ করতে পারেন । ঠিক তেমনি Google এর বাংলাদেশ এর আ্যাড হলো google.com.bd. যা শুধু বাংলাদেশ এ কাজ করে । অথবা বিশ্বের অন্য কেউ যদি google.com.bd ইউঝ না করে তবে সেটা সে দেখতে পাবে না । ধরুন , ইন্ডিয়া তে গুগোল যারা দেখছে তারা অটোমেটিক্যালি http://www.google.co.in দেখতে পাবে । সেখানে বাংলাদেশের ডুডল তারা ভুলেও দেখবে না । । বিশ্বাস না হলে নগদে ক্লিকান । http://www.google.co.in



শেষ কথা : যাই হোক আমি/ আপনি সে মহা খুশী যে ডুডল হিসাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস এর পিক পেলাম। আমিও অনেক খুশী কিন্তু ইস্টার সানডে/সেন্ট পেট্রিকস ডে/আমেরিকার দিবস হলে গুগল সারা বিশ্বে সব ডোমেইনে সেই ডুডল গুলা রাখে , আমাদেরটাও রাখলে পারত । আগামীবার হবে আশা রাখি । ইনশা-আল্লাহ ।



কেউ বাহির থেকে যদি বাংলার গুগোল ডুডল দেখতে চান তবে google.com.bd কে হোমপেইজ হিসাবে সিলেক্ট করুন ।



ধন্যবাদ । ভালো থাকুন ।



যারা আমাকে এখনও বিশ্বাস করেন নাই ক্লিকান :

Click This Link





মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুধু বাংলাদেশে হলেও খুশি। জয় বাংলা।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

টানিম বলেছেন: হুম । কিন্তু ডট কম এ দিলে আরও ভাল লাগতো । বুঝেন তো আফা ।

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

ফার্ুক পারভেজ বলেছেন: হাছাই তো.......

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

টানিম বলেছেন: হাছা নি ? ওকে ধইন্যা ।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

সরোজ রিক্ত বলেছেন: জানি

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

টানিম বলেছেন: ভালো । ধন্যবাদ

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাংলাদেশে গুগল.কম থেকেও এই ডুডল দেখা যাচ্ছে ।

তবে বাংলাদেশের বাইরের সার্ভার থেকে দেখা যাচ্ছে না ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩

টানিম বলেছেন: মহোদয় আপনাকে ১০০ খানা লাইক । কথা বুজছেন। আপনার আগামী পোস্টে আমি + দিয়া রাখলাম । ধন্যবাদ

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

শুভহাবিব বলেছেন: google.com e to thik ase.

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

েমঘবালকিস বলেছেন: .com e to tikh ei dekha jasse. Ami tor browser dia dekhci .com domain e dekha jasse.

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

টানিম বলেছেন: জি না । গুগল ডট কম যখন দিচ্ছেন তখন সেটা google.com.bd নিচ্ছে । ট্রাই করেন http://www.google.co.uk/

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

স্বপ্নসমুদ্র বলেছেন: আন্তাজি কথা কন ক্যান ভাই। আপনে দেশি আই পি ইউজ করেন তাই সার্চ দেয়া মাত্র .bd হয়া যাইতাছে। আমি স্পেন থেকে কল পাইছি। এক বন্ধু দেখেই কল দিছে। তাও যদি সন্দেহ হয় তাইলে এই ওয়েব টা ভিউ করেন। আর বক্স এ ইউ আর এল টাও খেয়াল করেন।
https://www.google.com/webhp?hl=en&sa=N&tab=lw

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

টানিম বলেছেন: ট্রাই করেন http://www.google.co.uk/ অথবা http://www.google.ca/ । তারপর কথা বলেন । আগে দেখে আসুন ।

৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩

েমঘবালকিস বলেছেন: Eta tikh je local domain e dekha jasse na. But ami Netherland er ip dia dukhci first e .nl e domain e nia gechilo. Pore jokhon .com e asci tokhn doodle dekha jasse.

৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: থিংক পজেটিভ..

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

টানিম বলেছেন: হাহ হাহাহহাহাহ.। ভাইরে হাসালেন । আমি পজেটিভ চিন্তা করছি । শুধু জানালাম, আমি/আপনি দেখছি , কিন্তু অন্য প্রান্তের মানুষ গুলা দেখছে না ।

১০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

দি সুফি বলেছেন: স্বাভাবিকভাবেই তাদের সকল পেইজে বাংলাদেশের স্বাধীনত দিবসের ডুডল দেয়ার কথা না।
ধরেন, গুগল যদি বাংলাদেশি ওয়েব সাইট হত, তাহলে কি তারা আমেরিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড - এইসব দেশের কোনো বিশেষ দিবসে ডুডল দিত??
উত্তর খুবই সহজ - না!

১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

েমঘবালকিস বলেছেন:

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

টানিম বলেছেন: বাংলাদেশে গুগল.কম থেকেও এই ডুডল দেখা যাচ্ছে ।তবে বাংলাদেশের বাইরের সার্ভার থেকে দেখা যাচ্ছে না । বিশ্বাস করেন । মিছা বলছি না ।

১২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

রুদ্র মানব বলেছেন: হুম , পরবর্তীতে সারা বিশ্বে গুগল এর ডুডল দেখার আশার রইলাম ।


জয় বাংলা

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

টানিম বলেছেন: সেটাই রুদ্রমানব । ধন্যবাদ ।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬

শায়েরী বলেছেন: পরবর্তীতে সারা বিশ্বে গুগল এর ডুডল দেখার আশার রইলাম ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯

টানিম বলেছেন: জি ভাই । আমিও । এই বছর টোটাল ৪ জন গুগল এ জয়েন করছে । দেখা যাক ।

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

টানিম বলেছেন: সবাইকে ধন্যবাদ ।

১৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪

দেশান্তর বলেছেন: ভাইজানের কথা সত্য। যে কেউ চাইলেই প্রক্সি সার্ভার দিয়া জিনিসটা টেস্ট করতে পারেন। প্রক্সি সার্ভার যে দেশের ডোমেন; গুগল ডুডল সেই দেশের টাই দেখাচ্ছে।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭

টানিম বলেছেন: এই তো ভাই আপনারা কামের পাবলিক । ইশারা ইংগিত বুঝেন সব । ধইন্যা ।

১৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

এইচ আর খান বলেছেন: http://www.google.com/ncr

কিন্তু এটা হলো গুগলের জেনারেল সাইট। যাতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলই দেখাচ্ছে। কিন্তু কান্ট্রিওয়াইজ না।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ

১৭| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

তর্পন বলেছেন: http://oi45.tinypic.com/jfb1nk.jpg

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪০

তর্পন বলেছেন: আপনার লেখার লিঙ্ক এড করে দিয়েছি: Click This Link

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

টানিম বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২১

সবুজ-ভাই বলেছেন: পৃথিবীতে ২০০ থেকে ২৫০ দেশ আছে সবার স্বাধীনতা দিবসের ইতিহাস শুনতে গেলে বছর শেষ হয়ে যাবে। কি নাই তা নিয়ে দুঃখ না করে কি আছে তা নিয়ে সন্তূষ্ট থাকতে পারাও কম কথা নয়।

স্বাধীণতা দিবস কে যথেষ্ট পরিমান শ্রদ্ধাই জানিয়েছে গুগল। গুগল কোন সংগঠন না একটি আমেরিকান ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই হিসেবে যতটুকু করেছে সেটাও আসা করা যায় না। ভাষা শহীদ দিবস কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করা হয়েছে ইউএনও থেকে সেটা নিয়ে একটা আশা বা আবেদন করা যায়। কিন্তু নিজেদের অন্যান্য ব্যাপারে আবদারের একটা সীমা থাকা উচিৎ।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

টানিম বলেছেন: আমি জানি ভাই । আমিও খুশী । ধন্যবাদ

২০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৮

সবুজ-ভাই বলেছেন:

সত্যি যেদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ স্বাধীন হবে সেদিন না হয় গুগল কেন সকল ডোমেই সার্ভারে অনুড়োধ করে মেইল পাঠাবো যেন বোশ্বে যে কোন সাইট খোলার আঘে বাংলাদেশের পতাকা দেখা যায়।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

টানিম বলেছেন: ধন্যবাদ । আপনার মন্তব্যের জন্য ।

২১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

তাসিম বলেছেন: এটাকেও একটা অর্জন বলা যেতে পারে।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

টানিম বলেছেন: আমি অবশ্যই অর্জন বলছি । শুধু সীমাবদ্ধতা আপনাদের জানালাম । ধন্যবাদ

২২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

শীতের সকাল বলেছেন: http://www.google.com.sg/

http://www.google.com.my/

http://www.google.es/

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: প্রথম বার যতটুক দিয়েছে তাতেই খুশি হওয়া কি উচিত নয়???

তারা কিন্তু অনেক শ্রদ্ধার এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেটাতে।

আমার চির সবুজের প্রকৃতি তুলে ধরা হয়েছে যেমন, তেমনি সেই চির সবুজের বুকে গেথেঁ আছে গুগল। আমার লাল সবুজের উজ্জল পতাকিটিকেও সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে বর্তমান প্রজন্মের হাতে যেমন, তেমনি নতুন প্রজন্মের হাতেও। সুখী পরিবারের জন্য ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট সেটাও সুন্দর করে তুলে ধরেছেন। আবার আমাদের ঐতিহ্যটাও কিন্তু তুলে ধরেছেন নারীদের শাড়ী আর পুরুষদের পাঞ্জাবীর পোষাকটা দিয়ে।

সব মিলিয়ে সুন্দর একটা হোম পেজ দিয়েছে গুগল আমাদের অন্তত আজকের জন্য হলেও। সেটাতে যেমন আনন্দিত, গৌরাবান্বিত বোধ করছি, তাদের ধন্যবাদও দেয়া উচিত।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

টানিম বলেছেন: aI, আমিও আনন্দিত, গৌরাবান্বিত বোধ করছি, গুগোলকে ধন্যবাদও দিয়েছি । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আশফাক সুমন বলেছেন: রুদ্র মানব বলেছেন: হুম , পরবর্তীতে সারা বিশ্বে গুগল এর ডুডল দেখার আশার রইলাম । ------ আমিও আশায় রইলাম ।,

টানিম ভাই, আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানলাম।
ধন্যবাদ আপনাকে

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

টানিম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই । আপনারা পড়লে আমার খুশী লাগে । আপনারা পড়েন দেখেই এই সব পোস্ট দিই । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.