নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

সি এন জি চড়বেন , খিয়াল কৈরা ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯





আমরা অনেকেই ঢাকা শহরে নগদে সি এন জি তে উঠি । যেমন : আমার কথাই বলি, সিলেট থেকে যখনই ঢাকা যেতাম, সায়েদাবাদ থেকে সি এন জি নিতাম সরাসরি আমার বাসা গুলশান নর্দ্দা পর্যন্ত । যেখানে বাস ভাড়া ছিল ২৩ টাকা আর সি এন জি কে দিতাম ১৬০ টাকা + । একটাই কারন ছিল, একটু আরাম এবং যেখানে সেখানে যাতে না দাড়ায় । আপনার এই আরামকে মাটি করে দেয়ার জন্য এখন সি এন জি ওয়ালারা যথেষ্ট পাকা ।







এখন কি হয় :



ধরুন আপনি একটা সি এন জি নিলেন সায়েদাবাদ থেকে , ভাড়া ফুরালেন(যদিও মিটার থাকলেও লাভ নেই ) । সি এন জি ওয়ালা আপনাকে গাড়ী তে তুলবে কিন্তু কিছুদুর যাবার পর বলবে মামা সি এন জি তে গ্যাস নাই । একটু নিয়া নিই । আপনার সময় ও যাবে এবং অনেক কিছুই যেতে পারে ।









আপনার জন্য আমার ব্যাক্তিগত পরামর্শ :




যারা সি এন জি যাতায়াত করেন তাদের কে বলছি। সি এন জি চালক যদি মোবাইল এ কথা বলেন আর গন্তব্যের কথা মুখে উচ্চারন করেন তাহলে সে ছিনতাইকারীর সহযোগী । আবার যদি দেখেন ফাঁকা রাস্তায় বার বার গাড়ি নষ্ট হচ্ছে আর পেছনের গাড়ি এসে সামনে দিয়ে যাবার কালে আপনার দিকে দেখছেন।আর যদি দেখেন সি এন জি র কভার পাতলা।সহজেই কেটে ফেলা যায়।আর আগে থেকেই কভার কাতা আর বার বার সেলাই করা...।তাহলে বুঝবেন অনেকবার এই গাড়িতে ছিন্তাই হয়েছে।আমার আজকের অভিজ্ঞতা থেকে এসব বলছি।



গলায় চেইন পরার দরকার নাই

হাত ব্যাগ যত্ন করে কোলের উপর শক্ত করে ধরে রাখুন

একা থাকলে একপাশে না বসে মাঝ খানে বসুন

চলতি পথে যাতে গ্যাস স্টেশন এ না দাড়ায় আগেই বলে রাখবেন ।



জানি না , আপনাদের কেমন লাগলো । কিন্তু নিজের মনের কথা গুলা প্রকাশ করলাম । আপনারা সচেতন থাকুন । সুস্থ থাকুন ।



ধন্যবাদ

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

কালোপরী বলেছেন: হুম

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

টানিম বলেছেন: কালোপরী সাবধান । আপনে পরি , তাই সাবধান । ভালো থাকুন । ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

চৌধুরী_সাহেব বলেছেন: সাবধান করার জন্য ধন্যবাদ। তবে আজকের অভিজ্ঞতা টা কি ছিল? ধরা খেয়েছিলেন নাকি? :-/

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

টানিম বলেছেন: চৌধুরী_সাহেব এক ক্লোজ ফ্রেন্ড এর মা কে প্রায় ধরে ফেলছিল । :-/
ধন্যবাদ

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম। সাবধানে থাকা ভালো।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

টানিম বলেছেন: Thanks ...

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

মেহেদী হাসান মানিক বলেছেন: সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ঢাকাবাসী বলেছেন: দরকারী একটা পোষ্টের জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

টানিম বলেছেন: ঢাকাবাসী , ধন্যবাদ

৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

shfikul বলেছেন: ঠিক বলেছেন।ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ । আপনার প্রো পিক এতো মলিন কেন ?

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

সপ্নীল আমি বলেছেন: মেহেদী হাসান মানিক বলেছেন: সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

টানিম বলেছেন: ধন্যবাদ সপ্নীল আমি । ভালো থাকুন ।

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

শাকিল ১৭০৫ বলেছেন: ধইন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

টানিম বলেছেন: আপনাকেও ধইন্যা । ভালো থাকুন ।

৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
রাতের বেলায় সি এন জিতে না উঠাই ভাল

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

টানিম বলেছেন: আমি সেটাই করি লিনকিন ভাই । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

নাহিদ সৈকত বলেছেন: অটো রিক্সা আবার গ্যাস(সি. এন. জি) হইলো কবে?? :-* :-* B-) B-)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

টানিম বলেছেন: ভাবেন , ভাবতে থাকেন ।

১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

শামীম 776 বলেছেন: ভালা একটা পোষ্ট করছেন। ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

টানিম বলেছেন: ধন্যবাদ

১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

সুলাইমান হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টানিম ভাই।

:) :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

টানিম বলেছেন: ভাইরে ধন্যবাদ আপনাকে । কেউ তো এইসব পোস্ট পড়ে না । গুজুবে ৫০০+ হিট পড়ে কিন্তু এইসব পোস্টে ২০০ হিট পড়া টা অনেক !!!

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

এস এইচ খান বলেছেন: ভাল পোস্ট +

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ খান সাহেব ।

১৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

আকরাম বলেছেন: ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

মামুন্‌ বলেছেন: facebook e post korte chai mamla korle koiren

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

টানিম বলেছেন: কোন সমস্যা নাই । করেন । ধন্যবাদ

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

বোকা_ছেলে বলেছেন: জনগুরুত্বপুর্ন পুস্ট ধইন্যা

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আহসানভাই বলেছেন: ঠানকূ!

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

টানিম বলেছেন: ওয়েল কু ।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: ধইন্যা

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.