নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

যে কারনে ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন আপনি

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০৫





গত দুই দিন বাংলা লায়ন অফিস এ যায়া ঝাড়ি দিছি , এতো কম স্পিড কেন ? তারা কিছুই বলতে পারছিল না । শুধু বল্ল মডেম রেখে যান পরে আমরা দেখছি ।





আমার সাথে যারা কিউবি/টেলিটক ৩জি ইউঝ করলো তখন তারাও আমাকে বল্ল স্পিড কম । তাই বিটিসিএল এ জব করে এমন ফ্রেন্ড কে জিজ্গাস করলাম কাহিনী কি ?



কাহিনী হলো :



আলেকজান্দ্রিয়া এবং মার্সেই এর মাঝখানে এসএমডাব্লিউ-৪ সাবমেরিন কেবল কাটা পড়ার কারনে বাংলাদেশের সব ইন্টারনেট ট্রাফিক বর্তমানে সিঙ্গাপুর দিয়ে রাউট করা হচ্ছে । যার ফলে ইউরোপ এবং আমেরিকাতে হোস্ট করা সব সাইটের ক্ষেত্রে গ্রাহকরা ধীর গতি, উচ্চ পিং রেট ইত্যাদি সমস্যার সম্মুখীন হচ্ছেন ।



বিএসসিসিএল সুত্রে জানা গেছে যে এই কাটা পড়া কেবল মেরামত করতে দীর্ঘ সময় প্রয়োজন।



ধন্যবাদ ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

সপ্নাতুর আহসান বলেছেন: B:-) B:-)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

টানিম বলেছেন: B:-) B:-)B:-) B:-)B:-) B:-)B:-) B:-)B:-) B:-)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

বোকামন বলেছেন: ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

টানিম বলেছেন: আপনাকেও ধইন্যা ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

নামহীন যুবক বলেছেন: বাংলা লায়ন অফিস এ যায়া ঝাড়ি দিছি , এতো কম স্পিড কেন ? তারা কিছুই বলতে পারছিল না । শুধু বল্ল মডেম রেখে যান পরে আমরা দেখছি

ভাইজান কোন এলাকার কাস্টমার কেয়ার এ গেসিলেন??? :|| :|| :| :| B:-) B:-) /:) /:) /:)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

টানিম বলেছেন: আমি সিলেট এ থাকি। চৌহাট্টা তে ওদের কেয়ার এ গেছিলাম ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৭

দুরন্ত-পথিক বলেছেন: হুম।বুঝতে পারিনাই কেন এমনটা হইতেছে।এখন বুঝলাম

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

টানিম বলেছেন: Thanks

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭

বৈরাম খাঁ বলেছেন: ভাই আপনার ফ্রেন্ড কে বইলেন বিটিসিএল এর ইন্টারনেট কানেকশন যে এক মাস ধরে বন্ধ সেটা কবে খুলবে?

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

টানিম বলেছেন: lol ... I WILL ASK HIM ...

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৮

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের কথা - Click This Link

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

টানিম বলেছেন: hmmmm .. pore deklm ....

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩০

নষ্ট ছেলে বলেছেন: বিটিসিএলের ভুদাই গুলা এখনো বুঝতাছে না একটা ব্যাকআপ লাইনের কত দরকার X(

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

টানিম বলেছেন: But ... Amader to lav nei ... Ora ki backup line nibe ???

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪

দি সুফি বলেছেন: মূলত ইউরোপ সার্ভারগুলোতে বেশি সমস্যা হচ্ছে। আমেরিকান সার্ভারে খুব একটা সমস্যা পাচ্ছি না।
এখন যলদি যলদি লাইন ঠিক করলেই হয়!

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪১

নামহীন যুবক বলেছেন: ভাই আমি নিজে ও বাংলা লায়ন এ কাজ করি.।চট্টগ্রাম এ।।আম্রা কিন্তু কাস্টমার দের কে সাবমেরিন কেবল কাটা পড়ার কারন টাই বলি.।।সিলেট এ এরকম বলে কেনো বুঝতেসি না :-& :-& :-& /:) /:) /:)

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

rakibmbstu বলেছেন: সাগরের নিচেও ক্যামনে যে কাটা পড়ে B:-) B:-) B:-) B:-) B:-)

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

বৈরাম খাঁ বলেছেন: আপনি lol বলে খালাস আমাদের কষ্ট তো আর বুঝবেন না X( X( । যা ও দ্রুত গতির ইন্টারনেট পাইছিলাম সেটা ও বন্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.