নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

অনন্য সুন্দরী ক্ষনস্থায়ী এক মুসলিম মেধাবী অভিনেত্রী

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯





তাকে নিয়ে লিখার আগে আপনাদের কিছু তথ্য দিলাম :



১। তিনি হূদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্মেছিলেন । এই রোগের আধুনিক নাম ventricular septal defect । ১৯৫০ সালের দিকে ইন্ডিয়াতে এই রোগের চিকিৎসা ছিল বিরল , হার্ট সার্জারি নাই বল্লেই চলে ।

সোর্স : Click This Link



২। শুধুই জীবিকার তাগিদে তিনি অভিনয় জগতে পা রাখেন। বাবা বেকার হওয়ার পর সাত ভাইবোনের সংসারে এক মধুবালাই ছিল ভরসা। আর জীবিকার তাগিদে এসে একসময় এ জগতের সবচেয়ে বড় তারকা হয়ে যান তিনি।

সোর্স : Click This Link



৩। তিনি যখন খুব ছোট, তখন এক সুফি দরবেশ তাকে দেখে বলেছিলেন, এ মেয়ের ঘরে আসবে অনেক খ্যাতি। কিন্তু সুখ তার জীবনে অধরাই থেকে যাবে। আর জীবনটাও হবে তার খুব অল্প দিনের।



৪। মাত্র ৩৬ বছরের জীবনে মধুবালার বলিউড ক্যারিয়ার ছিল ২৯ বছরের। কাজ করেছেন প্রায় ৭০টি চলচ্চিত্রে।



সংক্ষেপে মধুবালা :



উনার পুরো নাম , মুমতাজ জাহান দেহলভী। জন্ম ১৪ ফেব্রুয়ারী ১৯৩৩ এবং মৃত্যু ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ । অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। মূল নারী চরিত্রে মধুবালা অভিনয় শুরু করেন ১৪ বছর বয়সে। কাজ করেছেন প্রায় ৭০টি চলচ্চিত্রে। শিশুশিল্পী হিসেবে তার বলিউডে যাত্রা। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সময় থেকেই মধুবালার রূপের প্রশংসা ছড়িয়ে পড়ে পুরো বলিউডে। তবে এখনো অনেক বলিউডবোদ্ধাই বলেন, ওটাই ছিল মধুবালার অভিনয় জীবনের একটি অন্যতম প্রতিকূলতা। কারণ সবসময়ই মধুবালার অভিনয় দক্ষতা চলে যেত তার সৌন্দর্যের আড়ালে। এজন্যই তো ইন্ডাস্ট্রিকে এতগুলো সফল চলচ্চিত্র উপহার দেয়ার পরও সেরা অভিনেত্রী হিসেবে তিনি জীবদ্দশায় কোনো পুরস্কার পাননি। একসময় পাকিস্তানি রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সংগে প্রেমের গুজব ছড়িয়েছে তাকে নিয়ে ।



সোর্স : http://en.wikipedia.org/wiki/Madhubala



মধুবালার সাথে প্রেম ছিল দিলীপ কুমারের। পাঁচ বছর প্রেমের পর দিলীপ কুমার দুটো শর্ত দিয়েছিলেন মধুবালাকে। প্রথমত. নিজের পরিবার ছাড়তে হবে। দ্বিতীয়ত. ছাড়তে হবে অভিনয়ও। বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা-বাবাকে ছাড়তে নারাজ ছিলেন মধুবালা। এর পরই দিলীপ কুমার-মধুবালার ভালোবাসা গড়ায় দ্বন্দ্বে।



এমনিকি মিথ্যে ভালবাসে শুধু দিলীপ বাবুকে দেখানোর জন্য বিয়ে করেছিলেন কিশোর কুমারকে । সোর্স : Click This Link



নিজের অসুস্থতার কথা কখনো তিনি কারো কাছে প্রকাশ করেননি। শুটিং সেটে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। ১৯৬০ সালে কিশোর কুমারকে বিয়ের পর লন্ডন যান মধুবালা। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, বড়জোর এক বছর সময় আছে মধুবালার। কিন্তু দৃঢ় মনোবলের জোরে এরপর ৯ বছর বেঁচে ছিলেন তিনি। উনার শেষ দিন গুলোতে পাশে ছিলেন না কিশোর কুমার।







ছবিটি খুব দুর্লভ । লাইফ ম্যাগাজিনের জন্য জেমস বার্ক তুলেছিলেন।













সোর্স:



১। Click This Link

২। http://madhubala.net/

৩। Click This Link



ধন্যবাদ । বিনম্র শ্রদ্ধা এই মেধাবী সুন্দরী মধুবালা কে ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

কালোপরী বলেছেন: ++++++++++

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টানিম বলেছেন: ধন্যবাদ । পরীর হাত থেকে কিছু পাওয়ার সৌভাগ্য কখনই হয় নি আমার । আপনার মাধ্যমে সেটা পুর্ণ হলো ;) ;) ;) । ভালো থাকুন ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বেপারিবাজ বলেছেন: দারুন লিখা। মধুবালা আসলেই খুবি সুন্দর ছিলেন। অনেক কিহুই জানতাম না।জানানোর জন্য ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

টানিম বলেছেন: ধন্যবাদ বেপারিবাজ ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: +++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ ডাক্তারনী । ভালো থাকুন। আপনারে স্বাস্থ্য আপা ডাকতে ইচ্ছা করছে !!! B-) B-) B-) B-) B-)

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

বলাক০৪ বলেছেন: প্রথম ছবিটি অপূর্ব, মনে হয় যেন খুব চেনা কেউ। পোস্টে প্লাস।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

টানিম বলেছেন: ধন্যবাদ । বলাক ০৪ কি কন মিয়া ভাই ??? আপনে তো মানুষ সুবিধার না ..

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

রওনক বলেছেন: ++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

টানিম বলেছেন: ধন্যবাদ . ধন্যবাদ ধন্যবাদ

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

এম আর সুমন বলেছেন: ভার প্রচেষ্টা। আপনাকে ধন্যবাদ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

এম আর সুমন বলেছেন: সরি ভাই, ভাল প্রচেষ্টা বলতে চেয়েছি।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

টানিম বলেছেন: স্যরি হবার দরকার নেই । বানান এ এমন সমস্যা হ্য় । ধন্যবাদ আপনাকে ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

হেডস্যার বলেছেন:
মধুবালা আর পোষ্ট দুইটাতেই +

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

টানিম বলেছেন: লোল । হেডস্যার । ভালো । মজা পেলাম ।

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

রুদ্র মানব বলেছেন: দারুণ লিখেছেন । এসব কিছুই জানতাম না । পোস্টে ++++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

টানিম বলেছেন: রুদ্র মানব ধন্যবাদ আপনাকে ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।উনার মুগল-ই-আযম ছবি এখনও জগৎ খ্যাত।আর ঐ গানটা(পেয়ার কিয়া তো.........) তো বলারই অপেক্ষা রাখে না।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

শুভ জািহদ বলেছেন: মুসলিম শব্দটা বাদ দিয়া দেন। ক্ষণজীবনে যেই আকাম করে গেছে, পুরো জীবন থাকলে ছেলেদের ধ্বংস করে যেত। সেক্সি লেংটা ছবি দিয়ে, হিন্দুদের বিয়া করার পরও সে নাকি মেধাবী মুসলিম? পতিতালয়ের পতিতা বলাটাই যৌক্তিক। এই নারী তো দেহ ব্যবসায়ী। দেহ বেঁচে খায়। তার ব্যবসা সফল না। কারণ বেশীদিন বেঁচতে পারে নাই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

টানিম বলেছেন: আপনার মন্তব্যের আ্যনসার দিতে খারাপ লাগছে । অনেক বাজে ভাষা ইউঝ করলেন ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

গ্যাম্বলার বলেছেন: আমি তার ফ্যান (পাখা নয়) :):) ++++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

টানিম বলেছেন: ধন্যবাদ গ্যাম্বলার । ভালো থাকুন।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

টানিম বলেছেন: লেখাটা নির্বাচিত পাতায় গেলো না !!!!! মডুরা এতো নির্দয় কেন ??? পাঠক সমাজ জানতে চায় ।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

গ্রীনলাভার বলেছেন: মডুরা মনে অয় গুমায়। নির্বাচন করব কেডা? যাই অউক মধুবালারে বালা পাই। :)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

টানিম বলেছেন: ধন্যবাদ গ্রীনলাভার । এখন মডুরা পোস্ট পড়েন না সম্ভবত ।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

সাদা রং- বলেছেন: একদম খাটি মদুর মত।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

টানিম বলেছেন: ঠিকই বলেছেন সাদা রং- ধন্যবাদ আপনাকে ।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

পরে পড়ে যাবো।
প্লাস।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে আশরাফুল ইসলাম ।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

টানিম বলেছেন: Thanks ... Mahtab

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

রুদ্র ছায়া বলেছেন: ++++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট।

প্রিয়তে।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

টানিম বলেছেন: আপনাকে ধন্যবাদ আরমান ভাই । ভালো থাকুন

২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

টানিম বলেছেন: ধন্যবাদ সামু ব্লগ । এই লেখার অপরাধ কি বুঝলাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.