নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

এবার পায়ে হেটে লংমার্চে যোগ দিবে হেফাজতে ইসলাম

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

সারাদেশে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ ।



অন্য বিভাগ গুলোর আপডেট:



সারাদেশের কোথাও থেকে ঢাকা অভিমুখে গাড়ি ছাড়ছে না। শুক্রবার সকাল থেকেইবন্ধ করে দেয়া হয়েছে সব জেলা থেকে ঢাকা রুটের বাস। আবার ঢাকা থেকেও বিভাগ বা জেলা শহরে কোনো বাস ছেড়ে যায়নি।

ফলে দেশের বিভিন্ন স্থান থেকেলংমার্চে অংশ নিতে ইচ্ছুকদের ঢাকায় পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানাগেছে, সরকার ও দলীয় লোকজনের ভয়ে বাস মালিকরা গাড়ি বন্ধের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে শুক্রবার সকাল থেকে ঢাকামুখী কোন গাড়ি ছেড়ে যায়নি। ফলে লংমার্চে অংশ নিতে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিতে পারছেন না। এদিকে সারাদেশে গাড়ি বন্ধ করে দেয়ায় ঢাকার লংমার্চ ও সমাবেশ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। কেউ

কেউধারণা করছে, ঢাকায় মানুষের সমাগম আশানুরূপ হবে না।

তবে বাস না ছাড়লেও দেশের কোন কোন জায়গায় বিকল্প বাহনে লংমার্চে যোগ দিতে শুরু করেছেন অংশগ্রহণকারীরা। সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনেকেই ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে।

হেফাজতের নেতারা দাবি করেন, তাওহীদি জনতাকে কোনোভাবেই

ঠেকানো যাবে না। তারা যেভাবেই হোক ঢাকার লংমার্চে যোগ দেবেন।

বন্দরনগরী চট্টগ্রামে চিত্রও সারাদেশের মতোই। শুক্রবার জুমার

নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ চত্বর থেকে সহস্রাধিক

গাড়ি ঢাকা অভিমুখে যাওয়ার কথা ছিল। কিন্তুসকাল থেকেই বাস মালিক সমিতি সব ঢাকা অভিমুখে গাড়ি বন্ধ করে দেয়। এতে করে লংমার্চে অংশ

নিতে না পেরে হাজার হাজার মানুষ জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে বিক্ষোভে ফুঁসে উঠেছে। সিলেট থেকে জানা গেছে, গাড়ি না পেয়ে সেখানকার হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জুমার নামাজের পর পায়ে হেঁটে ঢাকা অভিমুখে রওয়ানা হবেন। তাদের এ যাত্রা কেউ ঠেকাতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তারা। বরিশাল, খুলনা, বগুড়া, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন শহর থেকেও ছাড়া হচ্ছে না গাড়ি। এ বিষয়ে বাস মালিকদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। নাম প্রকাশেরঅনিচ্ছুক এক নেতা বলেন, ‘আমরা বাস ছাড়লে আমাদের বাসের নিরাপত্তা কেদেবে? একটা গাড়ির দাম কোটি টাকার মতো।গাড়ির কিছু হলে তো আমাদেরই ক্ষতি হবে।’

সরকারের পক্ষ থেকেও বাস ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানান তিনি।



উপরের তথ্য গুলো সংগৃহীত । নিয়মিত আপডেট জানাই দিব ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

বোকা_ছেলে বলেছেন: নারায়ে তাকবীর
আল্লাহু আকবর
ধ্বনি তে প্রকম্পিত হবে বাংলার আকাশ বাতাস

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

টানিম বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: লং মার্চ সফল হোক

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

এম.এস. রানা বলেছেন: সরকার লংমার্চে সহযোগিতা করবে বলেছিল, আর এ হল লংমার্চে সহযোগিতার নমুনা। সরকারের কঠোর নির্দেশ ছাড়া বাসমালিকরা এমনটা কখনোই করতে পারে না। সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মারল আমার মতে। সরকার চোরকে চুরি করতে বলছে আর গৃহস্থকে বলছে সজাগ থাকতে।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

টানিম বলেছেন: ঠিকই বলেছেন এম এস রানা । চরম অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে দেশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.