নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি আল্লামা শফি ! ও ২টি ছবি

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২





গতকালের লং মার্চ এর নিউজ :



আল্লামা শাহ্ আহমেদ শফিকে রাষ্ট্রপতি করার দাবী তুলেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে আল্লামা শফিকে দেশ পরিচালনার দায়িত্বভার তুলে দেবার জন্য শ্লোগান দেয়া হচ্ছে মতিঝিলের সমাবেশ এলাকায়।



সকালে যখন সমাবেশ শুরু হয়, এর কিছুক্ষণ পরই একজন নেতা সরকার পরিচালনায় থাকা অধিকাংশকেই নাস্তিক আখ্যায়িত করে তাদের পদত্যাগের দাবী জানান।এরপর তিনি আল্লামা শাহ্ আহমেদ শফিকে রাষ্ট্রপতি নির্বাচন করার মাধ্যমে ইসলামী চেতনায় দেশ পরিচালনার জন্য হেফাজতে ইসলামের সরকার কায়েমের আহবান জানান। সাথে সাথেই সমাবেশস্থলে হেফাজতে ইসলামের কর্মীরা নারায়ে তকবির, আল্লাহু আকবার শ্লোগানে কম্পিত করে তোলে গোটা এলাকা।



সমাবেশ স্থলে দলের নেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা বাংলাদেশকে ইসলাম ও কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চান। নারী নেতৃত্ব বা নাস্তিকদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য তারা হেফাজতে ইসলামের সরকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছেন।



আসুন দেখি নিই তিনি রাষ্ট্রপতি হলে কি হবে আমাদের দেশের :





দয়া করে সিরিয়াস হবেন না । নিছক মজা করার জন্য দিলাম । ধন্যবাদ



মূল লিখা : রাষ্ট্রপতি আল্লামা শফি



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ.......তুমি জামাত শিবির ও কিছু নাস্তিক ব্লগারের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

টানিম বলেছেন: নন্দনপুরী আপনার মন্তব্যটা চরম সত্য । আমার তরফ থেকে আপনাকে অসংখ্যা ধন্যবাদ ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

অন্য পুরুষ বলেছেন: হে আল্লাহ.......তুমি জামাত শিবির ও কিছু নাস্তিক ব্লগারের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর



প্রধাণমন্ত্রি ইমরান H সরকার !!! আল্লামা শফি রাষ্ট্রপতি হইলে আর কি লাভ?


:P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

টানিম বলেছেন: ইমরান H সরকার কে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে বলুন। উনা কে দেখলেই মনে হয় এখন উনার ঘোর কাটে নাই । আমাদের ইমরান H সরকার ও আল্লামা শফি কাউকে দরকার নেই । আমাদের মাহাথির এর মতো সুদুরদৃষ্টি সম্পন্ন মানুষ দরকার। বড় দরকার ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

টানিম বলেছেন: কোন অশালীন মন্তব্য কাম্য না । দয়া করে পোস্টা টা বুঝুন ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

কাজের কথা বলেছেন: তার মানে আমরা রাস্তাঘাটে আর মাল দেখতে পাব না। আমাদের পরবর্তী বংশধরেরা রাস্তাঘাট শিপংমলে কি দেখতে যাবে? তারা তো আমাদের অভিশাপ দিবে" তোমাদের বয়সে তোমরা ঠিকই দেখলা, আমাদের বেলায় হেফাজৎ?"

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

টানিম বলেছেন: লোল । কাজের কথা বলছেন ভাইযান ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

প্যারাসিটামল বলেছেন: . আপনি একটা ক্যাচালবাগী। অনুমান মারকা পোস্ট. দিয়া সবার. মধ্যে ক্যাচাল লাগাইতে চান

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

টানিম বলেছেন: ঐ মিয়া প্যারাসিটামল , মূল লেখার লিংকে ক্লিক করেন। ফান পোস্ট দিলাম আর ক্যাচাল মনে করেন নাকি ??? যত্তসব !!!

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

মুহসিন বলেছেন: কবরে খবর আছে!

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

টানিম বলেছেন: Allah amake apnk khoma korun ...

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

শিরোনাম বলেছেন: ভুয়া খবর/ বিভ্রান্ত করার অপচেষ্টার কারনে আপনাকে ভার্চুয়ালী জুতাপেটা করলাম।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

টানিম বলেছেন: কিসের বিভ্রান্ত করার ট্রাই করলাম !!! লিংকে ক্লিক দেন । আশা করি বুঝবেন ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাহমুদুর রাহমান বলেছেন: ৪. ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
কাজের কথা বলেছেন: তার মানে আমরা রাস্তাঘাটে আর মাল দেখতে পাব না। আমাদের পরবর্তী বংশধরেরা রাস্তাঘাট শিপংমলে কি দেখতে যাবে? তারা তো আমাদের অভিশাপ দিবে" তোমাদের বয়সে তোমরা ঠিকই দেখলা, আমাদের বেলায় হেফাজৎ?"



হা হা প গে

যাই হোক। লেখক এর প্রাপ্য ৫, ৬, ৭ এর কমেন্ট থেকে অনুমান করা যায়। ইসলাম এলারজি থেকে এই ধরনের অনুমান করা হয়। পুর ইসলামি না হলেও কিছুটা ধারনা ইরানি মেয়েদের থেকে দেখতে পারেন। বিভক্তি না ভাই, ঐক্যের কথা বলুন।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

টানিম বলেছেন: ধন্যবাদ আমিও ঐক্যের পক্ষে আছি ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ফেরদাউস দেশী বলেছেন: কেন ভাই, ইমরান তো বাম, ডান, লিগ, নাস্তিক এক মঞ্চে নিয়ে এসেছে।তাকে কেন দরকার নাই - -

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.