নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

অগ্রনী ব্যাংকে চাকুরীর আজব ফর্ম , আবেদন কারীরা সাবধান

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

অগ্রণী ব্যাংকে যারা নতুন নিয়োগে আবেদন করেছেন তারা সাবধান । অনলাইনে আবেদন করার পর নতুন ঝামেলায় আছেন অনেক। তাই কতৃপক্ষের সাথে এখনই যোগাযোগ করুন ।



দেখুন কি অবস্থা :









অগ্রণী ব্যাংকের অনলাইন ফরম পূরনে চাকুরী প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরও অগ্রনী ব্যাংকে অনলাইনে ফরম সাবমিট করা যাচ্ছে না। ক্রমাগত চেষ্টার পর যদিও সাবমিট হয়। তারপর এক আজব ফরম ডেলিভারি হয়। ওদের হেল্প লাইনের ফোন নাম্বারও বন্ধ করে রেখেছে। এইটা কি ধরনের ফাইজলামি চাকুরী প্রার্থীদের সাথে ? এই আজব দেশের গজব কাহিনীর শেষ কোথায় ?





ধন্যবাদ

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

বিডিফয়ছল বলেছেন: 2 দিন ধরে ট্রাই করার পর ও ব্যর্থ। আপনি ফশল হয়েছেন এটা ত অনেক বড় পাওয়া

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

টানিম বলেছেন: সফল হয়ে লাভ কি বলেন ??? সমস্যা তো সফল হবার পর !!!

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মমবাতি বলেছেন: আমি সফল হইছি।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আক্তার হোসেন বলেছেন: ভাই আর বইলেন না। আমি টানা ৪ দিন চেষ্টা করার পর শেষ করতে পারছি। কোন আবাল চোদের দল যে সাইট ডিজাইন করছে আল্লাহ মালুম। ঢাবি বা বুয়েটের সিএসসির ফোর্থ ইয়ারের ৫ টা স্টুডেন্টকে বসায় দিলেও ৭ দিনে এদের চেয়ে ভালো সাইট বানায়ে দিতে পারবে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

টানিম বলেছেন: এই সব সরকারী কাজ কারা করে কে জানে । তাও যে আপনে সফল হলেন । ধন্যবাদ

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
ভাই আমি ২ তারিখ টাকা জমা দিয়ে কেবল আজ রাত ৩ টার দিকে সফল হলাম ! হটলাইন নাম্বার বন্ধ দেখে গতকাল কমপ্লেইন করতে ব্যাঙ্কে গেলে ওরা বলে আমাদের কাছে এসে কোন লাভ নেই। সার্ভারে চাপ বেশি। ট্রাই করতে থাকেন হয়ে যাবে !
যাক কোন মতে শেষ করলাম।

এখন পরবর্তীতে কি করতে হবে তা কি আপনি জানেন ভাই?
যদি জানেন তবে জানালে উপকৃত হবো।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

টানিম বলেছেন: আমি যদি আপডেট পাই তবে অবশ্যই আপনাদের জন্য পোস্ট দিব । ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

মির্জা জুনায়েদ বলেছেন: bhai ami agrani bank e asi.. Asole eta DU er MIS department kortese.. Tara kono software company ke diye koracche.. Ekhane amader kono control nai.. Amra only payment information DU ke pass kori.. Pura recruitment er contract nise DU er MIS dept.. Jara apply koresen tara 15th april er pore admit download korte parbe.. 10th april porjonto server e application fill up kora jabe..

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

মির্জা জুনায়েদ বলেছেন: bhai ami agrani bank e asi.. Asole eta DU er MIS department kortese.. Tara kono software company ke diye koracche.. Ekhane amader kono control nai.. Amra only payment information DU ke pass kori.. Pura recruitment er contract nise DU er MIS dept.. Jara apply koresen tara 15th april er pore admit download korte parbe.. 10th april porjonto server e application fill up kora jabe..

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

টানিম বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭

মিষ্টি মেয়ে বলেছেন: ঠিক কইছইন আজব দেশর গজব কাহিনী... :|| :|| 8-|

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

টানিম বলেছেন: হুম। ধন্যবাদ

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আক্তার হোসেন বলেছেন: মির্জা জুনায়েদ ভাই , DU এর সিএসসি থাকতে MIS কে এইটা কেন দেওয়া হইলো বলতে পারেন ???!!!

এইসব কাজের জন্য কি সিএসসিই কি ভালো না ?!!!!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

টানিম বলেছেন: হুম । ভালো প্রশ্ন ।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

মির্জা জুনায়েদ বলেছেন: এতদ্বারা অগ্রণী ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার ও অফিসার (ক্যাশ) পদে আবেদনকারী প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনপত্র জমা শেষে কর্তৃপক্ষ কম্পিউটারের মাধ্যমে প্রার্থীদের প্রদানকৃত তথ্য যাচাই, বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করেছে এবং বাছাই এ যোগ্য বিবেচিত অফিসার (ক্যাশ) পদে আবেদনকারীগণ এই ওয়েবসাইট থেকেই PIN এবং AID ব্যবহার করে ২৪ এপ্রিল ২০১৩ তারিখ, দুপুর ১২:০০ টা হতে এবং সিনিয়র অফিসার পদে আবেদনকারীগণ এই ওয়েবসাইট থেকেই PIN এবং AID ব্যবহার করে ২৯ এপ্রিল ২০১৩ তারিখ, দুপুর ১২:০০ টা হতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারেবন।

উল্লেখ্য যে, অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষা ০৩ মে ২০১৩, বিকাল ৪:০০ টায় এবং সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা ১০ মে ২০১৩, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশাবলী প্রবেশ পত্রে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন পূর্বে অনলাইন সিস্টেমের এই ওয়েবসাইটে জানানো হবে

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

টানিম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.