নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

বিল গেটসের ১১টি ধারনা, যা স্কুল-কলেজে শিখানো হয় না এবং হবেও না ।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭





সম্প্রতি বিল গেটস একটি হাই স্কুলের উদ্বোধনী অনুষ্টানে বক্তৃতা দিয়েছিলেন । সেই অনুষ্টানে তিনি বলেছিলেন ১১ টি ধারনা যা কোনদিন স্কুলে বা কলেজে শিখানো হয় না এবং হবেও না । তিনি উল্লেখ করেন ভাল, রাজনৈতিকভাবে সঠিক শিক্ষা বাচ্ছাদের বাস্তবতার সঙ্গে কোন ধারনা তৈরী করে না এবং এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে বাস্তব জীবনে ব্যার্থ হওয়া শেখায় ।



আসুন আমরা সেই ১১ টি ধারনা জানতে চেষ্টা করি :



১। পৃথিবী সবার উপর সমান সদয় নয় , এটাতে অভ্যস্থ হওয়া শিখতে হবে ।



২। দুনিয়া আপনার আত্মসম্মান সম্পর্কে যত্নশীল হবে না। দুনিয়া চাইবে আপনে নিজের সম্পর্কে ভাল ধারনা তৈরী করার আগে সাফল্য লাভ করুন ।



৩। আপনি উচ্চ বিদ্যালয়ের গন্ডি শেষ করার সাথে সাথে বছরে ৬০০০০ ডলার কামাতে পারবেন না। আপনার কার, ফোন থাকলেই ভাইস- প্রেসিডেন্ট হতে পারবেন না । আপনার ডলার এবং শিক্ষা থাকতেই হবে ।



৪। আপনে যদি আপনার শিক্ষক কে কঠিন মনে করেন , আপনার উচিৎ আপনার অফিসের বস পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ।



৫। বার্গার বিক্রি করা আপনার গৌরব হরন করবে না । আপনার দাদা-দাদী বার্গার বিক্রি করেছিলেন কারন তাদের কাছে তখন এটা সুযোগ ছিল।

৬।আপনার কোন সিদ্বান্ত যদি ভুল হয়(বিপদে পড়েন), সেটা আপনার পিতা-মাতার ভুল নয়। তাই ভুলের জন্য একা একা কাদবেন না , ভুল থেকে শিক্ষা নিন ।







৭। আপনি জন্মাবার আগে আপনার পিতা-মাতা এতো বোরিং ছিলেন না। এখন যতোটা আছেন।তাই আপনার মা - বাবা কে সাহায্য করুন তাদের সুযোগ , সুবিধা দেখুন ।



৮। স্কুল বিজয়ী অথবা ক্ষতিগ্রস্থদের থেকে দুরে সরে আসে , কিন্তু জীবন না । কিছু স্কুল ব্যর্থতা কে মুছে দিয়েছে । আপনে ফেল করলেও আপনাকে আরও অনেক সুযোগ দিবে পাশ করার জন্য । কিন্তু বাস্তব জীবনে এর নামমাত্র প্রতিচ্ছায়া পাবেন না ।



৯। আমদের জীবন সেমিষ্টার এ বিভক্ত না । আপনে জীবনের স্কুলে গ্রীষ্মের বন্ধ পাবেন না , ঠিক তেমনি খুব কম অফিস আছে যারা আপনার পছন্দের কাজটা খুজে দিবে । তাই , সব কিছু আপনার নিজের সময়ে করুন ।



১০। টেলিভিসন বাস্তব জীবনে নয় । বাস্তব জীবনে মানুষকে কফি শপ ছাড়তে হয় এবং চাকুরীতে যেতে হয় ।



১১। যে পাঠ্যপুস্তক ছাড়া কিছুই বুঝেনা (নার্ড) তার সাথে ভাল ব্যবহার করুন । তার সাথেই হয়ত একদিন সবার কাজ করতে হবে ।



অনুবাদ করা । ভুল হলে মার্জনীয় ।



মুল লিখা : Click This Link





ধন্যবাদ ।



মন্তব্য ৬৫ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

টানিম বলেছেন: এই সব পোস্ট লিখাটা বেশ কষ্টসাধ্য । আশা করি আপনাদের মুল্যবান মন্তব্য পাব ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

ববিজী বলেছেন: গুড জব।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ ববিজী ...

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

আমি বন্য বলেছেন: ভাল লেগেছে

আরো এরকম লেখা চাই

লাইফকে এসব মানুষ সবচেয়ে ভালো বুঝে :-B

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

টানিম বলেছেন: ধন্যবাদ আমি বন্য । আমি মাঝে মাঝে অবাক হই এইসব মানুষ এতো বুঝে কেমনে ??? জীবনকে এতো বোঝার সুযোগ পায় কিভাবে ???

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

রিফাত হোসেন বলেছেন: নার্ড আর গিক দুইটা রক্স শব্দ :)

তবে গেটস সাহেব ভালই বলেছেন । :)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

টানিম বলেছেন: আপনে কি ২টাই ??? আমারও বেশ ভালো লাগে শব্দ ২ টা । ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

টানিম বলেছেন: আরেকটা লেখা অগ্রনী ব্যাংকে চাকুরীর আজব ফর্ম , আবেদন কারীরা সাবধান

পড়তে পারেন । ধন্যবাদ

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

অজয় বলেছেন: সেরাম হইছে বন্ধু .।.।। :) :) :) :)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

টানিম বলেছেন: অজয় দোস্ত !!! লোল । ধন্যবাদ

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

পুংটা বলেছেন: বিল গেটস্ এর ফাসি চাই B-))

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহাহা। তা ফাসি কৈ দিবেন ? জায়গা ঠিক করুন ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: +++++

ধন্যবাদ শেয়ার করার জন্য ......

শুভকামনা রইলো

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

টানিম বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই001 ।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

পুংটা বলেছেন: সরি ভাই, ফাসি চাওয়া অভ্যাস হয়ে গেছে। কবে যানি নিজের ফাসি চায়ে বসি, ঠিকনাই :-P

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

টানিম বলেছেন: লোল । না তা চাইবেন ন কোনদিন। সেটা আমি জানি !!!

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

সাাজ্জাাদ বলেছেন: valo laglo.priote nilam. khub gobir kicu observation.

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

টানিম বলেছেন: আপনাদের ভালো লাগলেই পোস্ট সার্থক । ধন্যবাদ

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

শ্রাবণধারা বলেছেন: প্রচেষ্টাটা বেশ ভাল লাগলো। কিন্তু শুরুতে এসেই একটু খটকা..। Life is not fair- এর বাংলা করলেন "জীবন সুষম নয়", কেমন জানি হয়ে গেল। কথাটা বোধহয় এমন হবে যে, পৃথিবী সবার উপর সমান সদয় নয়। get used to it - এর বাংলা করলেন "আপনার একে ব্যবহার করা শিখতে হবে।" এর বাংলা করাটা কিছুটা সহজ "এটাতে অভ্যস্থ হও" - এইতো কথাটা?
যাক, কিছু আবার মনে কইরেন না। আমার ইংরেজি জ্ঞানও অতি জঘন্য..।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

টানিম বলেছেন: ওকে শ্রাবনধারা আমি ঠিক করে দিচ্ছি । ওয়েট এবং ধন্যবাদ

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

ঘুমন্ত আমি বলেছেন: পুংটা বলেছেন বিল গেটসের ফাসি চাই:P

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

টানিম বলেছেন: keno ?????????????????????????

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

দিগন্ত নীল বলেছেন: ++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

টানিম বলেছেন: ধন্যবাদ দিগন্ত নীল

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আমি জানতাম এইটা বিল গেইটস এর ব্যাপারে একটা মিথ। যদিও কথাগুলাতে কোন ভুল নাই। এই লিন্কটা দেখতে পারেন Click This Link

ওহ আসল কথাই বলি নাই সুন্দর পোষ্ট। :)

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

টানিম বলেছেন: ধন্যবাদ ফয়সল রেজা ভাই ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বইয়ের পোকা বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

টানিম বলেছেন: ধন্যবাদ পোকা ।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

নিকষ বলেছেন: +++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

টানিম বলেছেন: ধন্যবাদ

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

নিশাত শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন। চেষ্টা অব্যাহত থাকুক। এ রকম লেখার ব্লগে দরকার আছে :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

টানিম বলেছেন: ধন্যবাদ নিশাত শাহরিয়ার । ভালো থাকুন ।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

আশফাক সুমন বলেছেন: অনুবাদ ভাল হয়েছে ভাই,
ভাল লেগেছে আমার।
অনেক গুলো প্লাস দিলাম ++++++++++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

টানিম বলেছেন: ধন্যবাদ আশফাক ভাই । ভালো থাকুন ।

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

0গাংচিল বলেছেন: ++++++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

টানিম বলেছেন: ধন্যবাদ

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

প্রিন্স হেক্টর বলেছেন: ++

নির্বাচিত পাতা নিয়ে মাথা ঘামায়েন না, ঐ পাতা কেউ পড়ে কিনা সন্দেহ /:)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

টানিম বলেছেন: kal apner djfi ar post a ++ disilam ,.. aj deklm post nai ... bujen apner ki labor spoiled hiolo .... Thnx for comment ...

২২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

উড়োজাহাজ বলেছেন: +++++++++++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

একজন ঘূণপোকা বলেছেন: টানিম বলেছেন: এই সব পোস্ট লিখাটা বেশ কষ্টসাধ্য । আশা করি আপনাদের মুল্যবান মন্তব্য পাব ।

দিলাম মূল্যবান মন্তব্য। ;) ;)


লেখাটা আসলেই ভালো হয়েছে

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

টানিম বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা । ভালো থাকুন ।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

রবিন মিলফোর্ড বলেছেন:
দারুন পোস্ট ।


+++

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

টানিম বলেছেন: ধন্যবাদ

২৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন, আশা করি নির্বাচিততে যাবে...

সাথে প্লাস রইল

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

টানিম বলেছেন: ধন্যবাদ

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: টেলিভিসন বাস্তব জীবনে নয় । বাস্তব জীবনে মানুষকে কফি শপ ছাড়তে হয় এবং চাকুরীতে যেতে হয় । :|

এক্সাক্টলি! প্লাস।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

টানিম বলেছেন: ধন্যবাদ লিসানি ভাই ।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

ভ্রমন কারী বলেছেন: ++++++++

সুন্দর হইছে

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

মো:ফয়সাল আবেদিন বলেছেন: ভাল লাগল । আনেক সুন্দর প্রচেষ্টা । এই প্রচেষ্টা ক্রমধারায় চলতে থাকোক ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

টানিম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ফয়সাল ভাই ,

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লাগল ।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

টানিম বলেছেন: ধন্যবাদ

৩০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

মুঘল সম্রাট বলেছেন:

এই ধরনের পোস্ট পড়ার জন্যই ব্লগে আসি। কিন্তু ব্যাথিত হই তখন, যখন ধর্ম বিদ্বেষী কিছু নোংরা পোস্ট পিন মেরে ব্লগে আটকে রাখতে দেখি।

আপনাকে ধন্যবাদ কষ্টকর পোস্টের জন্য।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

টানিম বলেছেন: সামু টা বদলে গেছে , তারা এই পোস্ট কে নির্বাচিত পাতায়ই রাখে নাই। বড় অবাক হইছিলাম । ধন্যবাদ

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর পোষ্ট। ভাল লাগল আর আপনাকে ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

টানিম বলেছেন: Thanks

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

আমি তুমি আমরা বলেছেন: +++

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

টানিম বলেছেন: ধন্যবাদ

৩৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২২

মেহেদী হাসান '' বলেছেন: সুন্দর লিখেছেন++

১৬ ই মে, ২০১৩ রাত ৯:২৫

টানিম বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.