নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

হ্যাশ রেসপেক্ট

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬





আমাদের নতুন স্পীকার মাননীয় ড. শিরিন শারমিন চৌধুরীর একাডেমিকাল স্ট্যাটাসটা আসেন একটু দেখিঃ



PhD. University of Essex, UK

LL.M. University of Dhaka (First Class First)

LL.B University of Dhaka (First Class First)

H. S. C. (Second Position in Combined Merit List)

S.S.C. Dhaka Board (First Position in Combined Merit List.)



আমাকে সারা জীবন এই পজিশনগুলো আকর্ষণ করছে(আইন বিষয়টা নয়, শুধু এই ধরনের প্রোফাইল), তার সবগুলোই উনি এচিভ করেছেন। দুনিয়ার তাবৎ মেধাই দেখি তার! এই রকম কুয়ালিফাইড কোন মানুষ আমাদের সংসদে সদস্য হিসেবে আছে এটা চূড়ান্ত বিস্ময়ের। পলিটিশিয়ান মানেই যেখানে আমাদের ধারণা ঊনশিক্ষিত-ধুরন্ধর-দুর্নীতিবাজ হবে!!!



উনার আরও ক্রেডেনসিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম।





নতুন স্পীকার মাননীয় ড. শিরিন শারমিন চৌধুরীর





ধন্যবাদ ।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

আহলান বলেছেন: এরা ঐ মূর্খদের হাতেই জিম্মি ...

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

টানিম বলেছেন: ঠিকই বলেছেন আহলান ভাই। ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

টানিম বলেছেন: এটা পড়ে দেখবেন , আশা করি ।

হুমায়ূন আহমেদ ও উনার মৃত্যু নিয়ে নতুন ব্যবসা

ধন্যবাদ

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

ম্যানিলা নিশি বলেছেন:

নিচে দুইজন প্রধানমন্ত্রী দেখতে পাইতেছেন,একজন অষ্টম শ্রেণী পাশ আরেকজন ডজন খানেক ডিগ্রিধারী,দেখেন তো কিছু বাইর করতে পারেন কিনা ...........

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

টানিম বলেছেন: নো কমেন্ট নিশি । আমরা নিরুপায় । ধন্যবাদ আপনাকে

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

সৌমেন্দ্র বলেছেন: হুমম্মম আসলেই সন্মানের যজ্ঞ।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

টানিম বলেছেন: হুম । আমি তাই পোস্ট টা দিলাম , খুব ভালো লাগলো পড়ে ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

পোকেমোন০০৭ বলেছেন: শুধু মেধা থাকলেই হবেনা সেই মেধাকে দেশের কাজে ব্যবহার করতে হবে।
ম্যানিলা নিশি যথার্থ উদহারন দিয়েছেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

টানিম বলেছেন: হুম। পোকেমন ও নিশি আপনাদের ধন্যবাদ ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

জহির উদদীন বলেছেন: এই বাংলাদেশে আপনি যত বড় শিক্ষিতই হন কেন ঐ মূর্খ রাজনীতিবিদের হাতেই জিম্মি ...

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহ । ১০০ ভাগ সত্য কথা ভাই ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: স্বাগতম ম্যাডামকে আমাদের সংসদে, আশা করি উনি নিজে কিছু উদ্ধোগ নিয়ে হলেও সংসদ কার্যকর করবেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

টানিম বলেছেন: আমাদের এখন সেটাই কাম্য । ধন্যবাদ

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

নিমচাঁদ বলেছেন: রফিকুল্লাহ চৌধুরীর এবং প্রফেসর নাইয়ার সুলতানার মেয়ে ইনি । রফিকুল্লাহ চৌধুরী একজন নামকরা সি এস পি অফিসার ছিলেন , যার কাজে ও কর্মে অত্যন্ত দক্ষতার পরিচয় ছিলো । আর প্রফেসর নাইয়ার সুলতানার হাতে রিক্রট বি সি এস এর অসংখ্য মেধাবী অফিসার , আর উনি পাবলিক সার্ভিস কমিশনের chairman কিংবা এই টাইপের কিছু একটা ছিলেন ।
এদের মেয়ে এই রকম কিছু একটা তো হবেই ।আমি যতোদূর শুনেছি , ডঃ শিরিন খুব মেধাবীনি একজন ছাত্রী ছিলেন । স্পীকার র জন্য এটা বেষ্ট চয়েজ কিন্তু আমাদের কলুষিত রাজনীতিতে তিনি কি করবেন এটা দেখার বিষয়।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

টানিম বলেছেন: কুলষিত রাজনীতি তে তারমতো স্পিকার আমাদের দরকার ছিল, এখন দেখার বিষয় তিনি এই পাগলদের সাথে কতক্ষন ভালো ভাবে ঠিকে থাকেন ।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

সজিব তৌহিদ বলেছেন: অসাধারণ শিরিণ শারমিন। স্যলুট আপনাকে। কিন্তু আপনি ভালো কথা বলতে পারেন না। এটাই বুঝি আপনার দুর্বলতা।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

টানিম বলেছেন: বুঝলাম না ????

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

চোরাবালি- বলেছেন: যে পদে থেকে সত্যের পক্ষে থাকা যায় না সে পদে শিক্ষিত দের গিয়ে কাম নাই আর যেতে পারলে অবশ্যই যুদ্ধ করতে হবে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

টানিম বলেছেন: সেটাই সত্য চোরাবালি । ধন্যবাদ

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সাহাদাত উদরাজী বলেছেন: তার সাফল্য কামনা করি। যদিও পড়াশুনা সব কিছু নয়। একে তিনি মেধাবী তার উপর সুযোগ পেয়েছেন। কাজে কাজেই ভাল করেছেন। সামনে কাজে পরিচয় হবে এবার।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

টানিম বলেছেন: ধন্যবাদ সাহাদত ভাই আপনার মন্তব্যের জন্য ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিজয় বেষ্ট বলেছেন: বাংলাদেশের সংসদ এ যে এইরকম যোগ্যতা সম্পন্ন লোক আছে এটা আগে জানতাম না। তার মেধাকে কাজে লাগালোর মধ্যে সফলতা নির্ভর করচে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

টানিম বলেছেন: হুম । আপনাকে ধন্যবাদ

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কান্টি টুটুল বলেছেন:

আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগে সেলিনা হায়াত আইভির চাইতে শামিম ওসমানদের কদর বেশী। ড. শিরিন শারমিন চৌধুরী তার নিজস্বতা বজায় রাখতে পারেন কিনা সেটা সময়ই বলে দিবে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

টানিম বলেছেন: আমরাও মুখিয়ে আছি সেটা দেখার জন্য ।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মুহাম্মদ ফয়সল বলেছেন: জহির উদদীন বলেছেন: এই বাংলাদেশে আপনি যত বড় শিক্ষিতই হন কেন ঐ মূর্খ রাজনীতিবিদের হাতেই জিম্মি ... -- কথাটা তিক্ত হলেও এটাই সাদা সত্য।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

টানিম বলেছেন: সদা সত্য ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

ঢাকাবাসী বলেছেন: যতই উচু মানের শিক্ষায় শিক্ষিত হোননা কেন ঐ অশিক্ষিত লোভী নীচু মানের লোকদের কথামতই চলতে হবে। বাই দ্যা ওয়ে HSC আর SSC তে কম্বা্ইনড মেরিটে সেকেন্ড আর ফারস্ট বুঝলুমনা, কারণ উনি যখন পাশ করেন (১৯৮৫) তখন ঐ সিস্টেম ছিলনা ।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

টানিম বলেছেন: Thanks to all ...

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

টানিম বলেছেন: কেউ রেটিং দিলেন না । আজিব ।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১

সুপান্থ সুরাহী বলেছেন:
তিনি তার মেধার সাথে মনুষ্যত্বের বিকাশ করবেন এই আশা করি........

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.