নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

এক নজরে উপমহাদেশের সর্বাধুনিক কাশিমপুর কারাগার

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১





গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবিস্থত উপমহাদেশের অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হলো কাশিমপুর কারাগার। বলা হয় , বাংলাদেশের তথা উপমহাদেশের ভালো ও সর্বাধুনিক কিছু কারাগার এর মাঝে কাশিমপুর অন্যতম ।







আজকে এক নজরে আমরা কাশিমপুর কারাগার জানবো ও দেখবো :



মোট ব্যায়:

৭৬ কোটি টাকারও বেশি ।



খাবারের সুবিধা:

সরকারি খাবারের পাশাপাশি যদি কেউ বাইরের খাবার খেতে চায়, তার জন্য কারা ক্যান্টিন রয়েছে। বন্দিরা নিজ খরচে বাইরের উন্নত মানের খাবার খেতে পারবেন। সক্ষম বন্দিরা কারাগারে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। সে অ্যাকাউন্টে টাকা জমা হলে বাইরের ক্যান্টিন থেকে যে কোনো সময় যে কোনো খাবারের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দির কক্ষে সেই খাবার চলে যাবে।







খেলাধূলা ও বিনোদন :

প্রতিটি ভবনে দাবা, লুডু ও কেরাম খেলার ব্যবস্থাও রয়েছে। বন্দিরা সময় কাটাতে ওই সব খেলাধূলার পাশাপাশি বিনোদন হিসেবে টেলিভিশন ও দেখতে পারবেন।



অন্যান্য সুবিধা :

৬ তলা বিশিষ্ট ১০টি ভবন। প্রতিটি ভবনের আলাদা আলাদা নাম রয়েছে। নামগুলো হলো-ভাওয়াল, শতাব্দী, গাজী, চন্দ্রা, হিমেল, তমাল, মিলগিরি, তিতাস, সৈকত ও শৈবাল।

১০০০ হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন দক্ষিণ এশিয়ার আধুনিক ও উন্নত প্রযুক্তির এই কারাগারে ডবল ইউনিটের প্রতিটি ভবনের একটি রুমে ৩ জন করে বন্দি থাকবেন। প্রতিটি কক্ষে একটি করে ফ্যান, লাইট ও অ্যাটাচ্‌ড বাথরুম রয়েছে। যে কোনো বন্দি বৈদ্যুতিক ফ্যানের পাশাপাশি চার্জার ফ্যান ব্যবহার করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাকে এর খরচ বহন করতে হবে।







নিরাপত্তা ব্যবস্থা :

প্রতিটি ভবনে আলাদা আলাদা করে মোট ৩০টি সিসিটিভি বসিয়ে সার্বক্ষণিকভাবে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হয়।

নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করতে প্রতিটি ভবনে ১৮ ফুট উঁচু প্যারামিটার ওয়ালের উপর ৫ ফুট ইলেকট্রিক ওয়ারিং (বৈদ্যুতিক তার) করা হয়েছে। এই কারাগারে আর্চওয়ে মেটাল ডিটেক্টর রয়েছে। প্রতিটি ভবনের জন্য একটি করে মাইক্রোফোন সংক্ষেপে পাস রয়েছে। সুইচ রুমে ১টি নিয়ন্ত্রক পাস ও প্রতিটি ভবনের প্রতি তলায় ২টি করে মোট ১২টি পাস রয়েছে।

১০টি ভবনে মোট ১২০টি পাসের মাধ্যমে বন্দিরা তাদের আত্মীয়-স্বজন ও কারাকর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।কারাগারে ১০টি মোবাইল জ্যামার বসানো হয়েছে। এর মাধ্যমে কারাগার এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারাগারের পুরো নিরাপত্তা মনিটরিং করতে ১০টি ভবন ঘিরে রয়েছে ৩টি উঁচু ওয়াচ টাওয়ার। কোনো বন্দি বা কে কি করছেন তার সব কিছুই পর্যবেক্ষণ করা সম্ভব ওয়াচ টাওয়ার থেকে।





রেফারেন্স :



১। মধ্যরাতে স্ত্রী-সন্তান হত্যাকারীর ফাঁসি

২। কাশিমপুর কারাগার বাংলাদেশ

৩। Home Minister inaugurates Kashimpur High Security Central Jail

৪। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার উদ্বোধন

৫। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার উদ্বোধন



ধন্যবাদ

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

বর্ণান্ধ বলেছেন: ভালোই তো!! :|

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯

টানিম বলেছেন: আমি কি খারাপ বলছি ??? ধন্যবাদ

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: 1000 joner karagare thake 10000 jon....
valo to,valo na.

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

টানিম বলেছেন: না না । ২০০০ এর মতো থাকে। ধন্যবাদ

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

মুক্তকণ্ঠ বলেছেন: সব শুইনা তো কারাগারে যাইতে ইচ্ছে করতেছে :P

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

টানিম বলেছেন: লোল । হাসালেন ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: ভয় দেখালেন?

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮

টানিম বলেছেন: কৈ না তো !!!

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই হাইটেক কাকে বলে সে বিষয়ে মনে হয় ধারনা নেই এই কারাগারের উপর প্রতিবেদন কারীর। সবচেয়ে কম সিকিউরিটির কারাগার হলো কেরালার ভাইয়ুর। সেখানে ৬ স্তর সিকিউরিটি গেট স্ক্যানিং (গেটের সাথে মেটাল ডিটেক্টর, এক্সরে পুরোটাই), হাইড্রোলিক গেট, হসপিটাল যেখানে মিনি অপারেশন ফ্যাসিলিটি (বাংলাদেশের ট্রমা সেন্টারও এর কাছে ফেইল), ভিডিও কনফারেন্সের জন্য ভিপিএন সিকিউরিটি হাইটেক, ওয়ালের থেকে বিল্ডিং এর দূরত্বে ২৫০ স্কয়ার ফিটের জায়গা যেখান দইয়া পলাইতে গেলে গ্রেনেড চার্জ করা যায় ওয়াচ টাওয়ার, স্নাইপার, আর আইটি আর ইলেক্ট্রনিক্স সিকিউরিটির জন্য সবার কোড চেকার আর ওয়াচের জন্য ম্যাপিং।

থাক আর বললাম না, পরে সবাই হীনম্মন্যতায় ভুগবে এই ভেবে যে আমরা আসলে হাই টেক কি সেটাই বুঝি না।

যাই হোক, চোর চোট্টার দেশে হাই টেক দিয়াও লাভ নাই, বাটপার নেতা আর সন্ত্রাসীগুলার জন্য সরকার সদা সেবায়

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

টানিম বলেছেন: ভাইরে ডরাইছি । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৩

দিশার বলেছেন: কাশিমপুর কারাগারে এর সবচেয়ে মনোরম রুম রাখা হয়েছে বিশেষ বেক্তিদের জন্য, খাদিম থাকবেন সাকা চৌ সয়ং। সম্প্রতি আমন্ত্রণ গ্রহণ করেছেন ডিপজল , সায়ীদী . কাদের মোল্লা .

মাহমুদুর কে সাকার সেল য়ে রাখার আকুল আবেদন করা হলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

টানিম বলেছেন: হুম । সহমত পোষন করছি ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৩

শিপন মোল্লা বলেছেন: আল্লাহ্‌য় যেন না নেয় ওখানে

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

টানিম বলেছেন: আমিন । ধন্যবাদ

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

রিফাত হোসেন বলেছেন: + তবে সর্বাধুনিক কেমতায় ! তবে বাংলাদেশের লুক্সুস বেশি ! কোটি মানুষের দেশে ৩ জন সেল প্রতি মানায় না !

তবে আধুনিক বলা যায় :)

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

টানিম বলেছেন: + এর জন্য ধন্যবাদ । আধুনিক বটে !!!

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২

জাহাঙ্গীর জান বলেছেন: এই ধরনের পাঁচশো কারাগারের দরকার আছে । রাজনৈতিক নেতাদের জন্য পুরনো সব নেতা সেখানে বন্ধি থাকবে ।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

টানিম বলেছেন: ধন্যবাদ জন ভাই ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪

সৌমেন্দ্র বলেছেন: ভাই আমি জেলে যামু :(( :((

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

টানিম বলেছেন: যান, আপনাকে আটকালো কে ? আপনার জেল জীবন সুখের হোক ।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬

মুহসিন বলেছেন: কারাগারে বন্দীদের নিরাপত্তা, চিকিৎসা ও মনিটরিংএর পাশাপাশি যাতে চোর ডাকাত খুনি যারা থাকে, তাদের মানসিকতা উন্নয়নের মাধ্যমে মানুষ ও দেশের প্রতি ভালোবাসা ইত্যাদি জাগ্রত হয়, সে ব্যবস্থাও থাকা দরকার।

সাথে রাজনৈতিক বন্দীদের সাথে যাতে অপেক্ষাকৃত সদয় ব্যবহার করা হয়, সেই ব্যবস্থাপনাও থাকা দরকার। কেননা, আজকে যিনি মন্ত্রী, এমপি, সচিব এরপরের আমলে তাঁকে সেখানে যেতে হবেনা, তার নিশ্চয়তা নেই।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

টানিম বলেছেন: Apnar kotha thik Muhsin vai ... Thanks

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

আিম এক যাযাবর বলেছেন: ভাই কি কাশিমপুর কারাগারের Ad দিলেন... :D :D :D

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

টানিম বলেছেন: আরে না । হঠাৎ মনে হলো একটা পোস্ট দিব তাই এই টপিক এর উপর দিয়া চলে গেলাম । ধন্যবাদ

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

মুক্তকণ্ঠ বলেছেন: সব শুইনা তো কারাগারে যাইতে ইচ্ছে করতেছে

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

টানিম বলেছেন: আপনার শুভ বুদ্ধির উদয় হলো বুঝি ?

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

অহন_৮০ বলেছেন: ভালোই

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

টানিম বলেছেন: ধন্যবাদ

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুজুগে জাতির কাছে কবে যেন এই কারাগারও ছুটিতে বেড়ানোর জায়গায় পরিণত হয়ে যায়... :(

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

টানিম বলেছেন: লোল । ধন্যবাদ

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই তো কই, নেতারা জেলে যাইতে গেলে হাতে ভি চিহ্ন দেখায় কেন?? :P :P :P :P

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহাহাহ...

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

পেন্সিল চোর বলেছেন: জটিল পোস্ট +++++++++++++++
এই পোস্টটা দেখে আসতে পারেন

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

টানিম বলেছেন: হুম । দেখে আসলাম । ধন্যবাদ

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

শহিদশানু বলেছেন: তথ্য নির্ভর প্রতিবেদনের জন্য ধন্যবাদ।হরতাল নামক দেশ ধ্বংশকারী কর্মসূচীর ঘোষনার আগে আমাদের কৃতি রাজনৈতিকবিদদের ঐ মেহমান খানায় পাঠালেতো ভাল হতো। ঐ কৃতি সন্তানদের জন্য আদর্শ খামারবটে।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

টানিম বলেছেন: হাহাহাহাহহাহহা । ভালো বলেছেন শানু ভাই ।ধন্যবাদ

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

টেকনিসিয়ান বলেছেন: ওখানেতে বাস করে চট্টগ্রামের ফ. কার পোয়া (পুত্র) সা. কা চৌধুরী.....

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

টানিম বলেছেন: হুম । আমরা জানি ।

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

যোগী বলেছেন:
দেখি একবার জেলে যেতে হবে

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

টানিম বলেছেন: হো । যাবেন আপনারে আটকাছে কেডা ???

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

দ্রুতগামী উল্কা বলেছেন: যোগীরে সাকার সেলে বেড়াতে পাঠানো হোক। =p~

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

টানিম বলেছেন: সহমত । যোগীরে সাকার সেলে বেড়াতে পাঠানো হোক।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

িনহাজ রিমন বলেছেন: আমার আর আপনার পোস্টের মধ্যে আপনারটাকেই উপরে রাখব।কারন এইটা আমাদের দেশের জেলখানা। দেশের টান ই টানা উচিৎ
+++++++++++++

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

টানিম বলেছেন: ধন্যবাদ মিনহাজ রিমন ।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

মৃতু্চিন্তা বলেছেন: +++++++++++++++++++

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

টানিম বলেছেন: ধন্যবাদ

২৪| ১২ ই মে, ২০১৩ রাত ১১:০৭

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.