নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

সাভারে সামর্থ্য না থাকা তরুনেরাও নায়ক

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

পরপর তিনটা ঘটনা ছবি সহ দিলাম । আমি দেখে কত্ত খুশী হইছি আপনাদের বোঝাতে পারব না ।





১। রানা প্লাজার ধংসস্তুপের পাশে সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দাড়িয়ে থাকতে দেখা গেছে এই মহান দুই তরুনকে ....



দামী দামী ত্রান তহবিল দেওয়ার সামর্থ্য না থাকায় নিজেরা নিজেদের স্বল্প টাকা মোবাইলে লোড করে রানা প্লাজায় দিয়ে গিয়েছিলো ফ্রী কলিং সুবিধা ....



তারা সাহায্য করতে চেয়েছে হতাহতদের ,তাদের আত্নীয়দের এবং সেখানকার উদ্ধারকর্মীদের ...



বড় বড় দেশপ্রেমের কথা বলা মোবাইল কোম্পানিগুলোও এই দুই তরুণের কাছে ম্লান হয়ে গেছে।





২। আমি অনেককে বলতে শুনেছি গণজাগরণ মঞ্চের সবচেয়ে ডেডিকেটেড এবং কর্মঠ ছেলেটার নাম বাঁধন স্বপ্নকথক। এর আগে ফেসবুকেও দেখেছি তীব্র শীতে গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে। বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো যাবে না, সে আন্দোলনেও সামনে থেকে বাঁধন। আজ একটু আগে ফেসবুকে দেখলাম সাভারে উদ্ধার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বাঁধনের ছবি। দেখে খুব খারাপ লাগছে তখন থেকে।





৩। উনি সাভার দুর্গতদের জন্য ১ বোতল পানি, ১ প্যাকেট বিস্কুট আর ১ প্যাকেট স্যালাইন এনেছিলেন। লজ্জা পাচ্ছিলেন এত কম বলে। কিন্তু আমার মনে হয়, তিনি আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতা আর সবচেয়ে ধনী ব্যক্তিদের চাইতে অনেক অনেক অনেক বেশী ধনী।

আপনাদের কি মনে হয়?



ধন্যবাদ সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে বাচিয়ে যাচ্ছেন আধমরা মানুষদের । কেউ আপনাদের সাহায্য করুক না করুক , আল্লাহ আপনাদের সাহায্য করবেন । ধন্যবাদ

মন্তব্য ৬২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

এই আমি সেই আমি বলেছেন: ওরা কোটি টাকা খরচ এড দিতে পারে আর ১০ তা ফ্রি কলের বুথ দিতে পারল না । তরণ রা বেনিয়া নয় , এটাই পার্থক্য ।

ছবি গুলি দেখে চোখে পানি চলে আসে ।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

টানিম বলেছেন: সব হারামিদের হাতে আমরা জিম্মি । কুত্তার বাচ্চা ফোন কোম্পানী গুলা একটারেও দেখলাম না । কি যে করতে ইচ্ছা করতাছে । শালাদের কাছে বেশ ভালো ভালো ইকুইপমেন্ট আছে , ছিল ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

টানিম বলেছেন: সব হারামিদের হাতে আমরা জিম্মি । কুত্তার বাচ্চা ফোন কোম্পানী গুলা একটারেও দেখলাম না । কি যে করতে ইচ্ছা করতাছে । শালাদের কাছে বেশ ভালো ভালো ইকুইপমেন্ট আছে , ছিল ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই করে দেখালো,
এদেরকে স্যালুট

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

টানিম বলেছেন: এদেরকে স্যালুট । ধন্যবাদ হাবিব

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই করে দেখালো,
এদেরকে স্যালুট

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই করে দেখালো,
এদেরকে স্যালুট

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

আকরাম বলেছেন: এরাই আসল হীরো। স্যালুট জানাই এই মানবতাকে!

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

টানিম বলেছেন: ধন্যবাদ আকরাম । এদের স্যালুট জানাই আমিও । আমার নিজের সার্মথ্য থাকার পরও পাশে দাড়াতে পারলাম না । খুব ঘৃনা লাগছে নিজেকে ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই করে দেখালো,
এদেরকে স্যালুট

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

টানিম বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪

যোগী বলেছেন:
এদেরকে দেখে নিজের অক্ষমতার লজ্জায় চোখে পানি চলে আসলো

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

টানিম বলেছেন: আমারও । ধন্যবাদ

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯

বন০০৭ু বলেছেন: ওরা কোটি টাকা খরচ এড দিতে পারে আর ১০ তা ফ্রি কলের বুথ দিতে পারল না । তরণ রা বেনিয়া নয় , এটাই পার্থক্য
সহমত।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

টানিম বলেছেন: ধন্যবাদ

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

জাতির চাচা বলেছেন: সত্যই এরাই আসল হীরো। স্যালুট জানাই এই মানবতাকে!

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

টানিম বলেছেন: এদেরকে স্যালুট । ধন্যবাদ

১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

লিংকন১১৫ বলেছেন: ভাই নিজের চোখ কে বিশ্বাস করতে পারছিনা
আমি কি আসলেই সত্য দেখছি , এখনো তাহলে অতি মানব আছে ।
ঘুম ঘুম চোখে আপনার পোস্ট টি পরছিলাম , হটাত ঘুম উধাও হয়ে গেল সুধু
আপনার এই লিখাটা পরে

'' উনি সাভার দুর্গতদের জন্য ১ বোতল পানি, ১ প্যাকেট বিস্কুট আর ১ প্যাকেট স্যালাইন এনেছিলেন ''

মনের গভীর থেকে তাদের কে স্যালুট জানাই ।

আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিষয় টি তুলে ধরবার জন্য ।

আর ফোন কোম্পানির কথা বলে লাভ নেই , ওরা যেখানে যাবে সেখানেই বাল মার্কা এডভারটাইজ করে থাকে ।

লেখক বলেছেন: সব হারামিদের হাতে আমরা জিম্মি । কুত্তার বাচ্চা ফোন কোম্পানী গুলা একটারেও দেখলাম না । কি যে করতে ইচ্ছা করতাছে । শালাদের কাছে বেশ ভালো ভালো ইকুইপমেন্ট আছে , ছিল ।
''সহমত '

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

বাংলাদেশী দালাল বলেছেন:
চোখে পানি চলে আসলো
স্যালুট জানাই এই মানবতাকে!

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

টানিম বলেছেন: স্যালুট জানাই এই মানবতাকে ।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
তোমাদের সালাম।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

টানিম বলেছেন: তোমাদের সালাম । ধন্যবাদ

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

জাহিদ বেস্ট বলেছেন: এই পোষ্টটি সুন্দর করে করার জন্য আপনাকে ধন্যবাদ। এই সাত সকালে আপনার পোষ্টটি পড়ছি আর অফিসে বসে কাদছি।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ , আজ যারা সাভারের সাহায্য দিচ্ছে আল্লাহ যাতে তাদের বিপদে তাদের পাশে থাকেন, এই দোয়াটা রাইখেন । ধন্যবাদ আপনাকে ।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

প‌্যাপিলন বলেছেন: বাংলাদেশকে বলা হয় 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ;- আসলেই গণ বা জনগণরাই এখন দেশটাকে বাচিয়ে রেখেছে। রাষ্ট্রযন্ত্র নামক বস্তুটা কোনদিনই এখানে কার্যকর ছিলনা বরং দেশকে পিছিয়ে নেয়ার জন্য এই যন্ত্রটার অবদান আছে

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

টানিম বলেছেন: অনেক দামী একটা কথা বলেছেন ভাই । কি ভাবে আপনাকে ধন্যবাদ জানাবো বলেন ? আমাদের রাষ্ট্রযন্ত্র টা পুরাই বিকল ।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩

আরািফন বলেছেন: স্যালুট জানাই এই আজানা নায়কদের...............মানবতার জয় হোক

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

টানিম বলেছেন: ধন্যবাদ আরাফিন।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

রাইসুল সাগর বলেছেন: স্যালুট জানাই এই আজানা নায়কদের...............মানবতার জয় হোক

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

টানিম বলেছেন: ধন্যবাদ

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

রানিং ফ্ল্যাশ বলেছেন:

এইসব মানুষরা আছেন বলেইতো আমরা আজো নিজেদেরকে নিয়ে গর্ববোধ করি।

সাভারের এই ভয়াবহ বিপর্যয়ে সাহায্য সহযোগিতায় অনেক ব্যক্তি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, জেনেছি।

তাদেরকে সালাম।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

টানিম বলেছেন: তাদেরকে সালাম।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

মুহিব বলেছেন: ৩ জন নি:স্বার্থ সেবক দেখে লজ্জাই পেলাম। শেশের জন থেকে আমাদের শিখতে হবে। যার যা কিছু আছে........। আমাদের খলিফারাও এভাবেই দান করতেন। শুনেছি, হজ্জের সময়ও এভাবেই অনেকে হাজীদের সেবা করে।
আল্লাহ তাদের মঙ্গল করুন।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

টানিম বলেছেন: আল্লাহ তাদের মঙ্গল করুন।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

সমকালের গান বলেছেন: আল্লাহ তাদের মঙ্গল করুন।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

টানিম বলেছেন: আল্লাহ তাদের মঙ্গল করুন।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

টানিম বলেছেন: আল্লাহ তাদের মঙ্গল করুন।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

টেকনিসিয়ান বলেছেন: আমিও আপনার সুরে গালি দিয়ে নিজেকে একটু হালকা করে নিতে চাই

সব হারামিদের হাতে আমরা জিম্মি । কুত্তার বাচ্চা ফোন কোম্পানী গুলা একটারেও দেখলাম না ।

ঐ হারামিরাতো আস্ত ডাকাত প্রতিদিন বিভিন্ন ম্যাসেজ পাটিয়ে, মিনি মেগাবাইট নেট সার্ভিসের নাম করে সার্ভিস না (নেট স্লো)টাকা কামাই করে যাচ্ছে .........
কিন্তু কোন কোম্পানীকেউ ধারে কাছে পেলাম না।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .

রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

টানিম বলেছেন: কোন লাভ নাই । সবাই আমাকে আপনাকে নিয়া হাসা হাসি করবে ।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মাইন রানা বলেছেন: তাদেরকে অভিনন্দন

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২

টানিম বলেছেন: আল্লাহ তাদের মঙ্গল করুন।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: তারা এই সময়কার মহানায়ক তাদের লাল ছালাম।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২

টানিম বলেছেন: লাল সালাম । ধন্যবাদ

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

তন্দ্রা বিলাস বলেছেন: আমি গর্বিত আমি বাংলাদেশী। আমি আনন্দিত আমি এ দেশে জন্মেছি বলে। আমি আরো গর্বিত কারণ ওরা আমার স্বদেশী ভাই। আমরা গরীব হতে পারি কিন্তু আমরা মানবিকতায় বিশ্বের সেরা জাতি।
আমরা করব জয়... একদিন।



তারা এই সময়কার মহানায়ক তাদের লাল ছালাম।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

টানিম বলেছেন: লাল সালাম । ধন্যবাদ

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

ইয়ার শরীফ বলেছেন: কেউ আপনাদের সাহায্য করুক না করুক , আল্লাহ আপনাদের সাহায্য করবেন । ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

টানিম বলেছেন: কেউ আপনাদের সাহায্য করুক না করুক , আল্লাহ আপনাদের সাহায্য করবেন । ধন্যবাদ

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

টানিম বলেছেন: Thanks to All ...

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: এই মানুষগুলোর মহত্ত্ব দেখলে নিজের কাছেই নিজেকে ক্ষুদ্র লাগে, তাদের মঙ্গল কামনা করি।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

টানিম বলেছেন: ধন্যবাদ

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

বাংলার হাসান বলেছেন: লাল সালাম।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

টানিম বলেছেন: ধন্যবাদ

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

স্যালুট ।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেশের নেতা খেতাদের থেকে ওরাই আমার কাছে অনেক বেশী গর্বের!

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

টানিম বলেছেন: আমার কাছেও । ধন্যবাদ

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

বটবৃক্ষ~ বলেছেন: জাতির চাচা বলেছেন: সত্যই এরাই আসল হীরো। স্যালুট জানাই এই মানবতাকে......

চমতকার শেয়ার!! ধন্যবাদ এই নায়কদের চেনানোর জন্যএ

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.