নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

নাসা-র পুরস্কার পাচ্ছে অষ্টম শ্রেণির অমিক

১৪ ই মে, ২০১৩ রাত ১:২১





মহাকাশযানে মানুষের বসবাসের স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা করা যেতে পারে কী ভাবে? সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কাছে উত্তর চেয়েছিল ন্যাশানাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। সারা বিশ্ব থেকে যে ৫৯২টি উত্তরপত্র জমা পড়েছিল, তার একটি দুর্গাপুরের অষ্টম শ্রেণির ছাত্র অমিক মণ্ডলের। তার উত্তর পছন্দ হয়েছে নাসা-র। ডাক এসেছে পুরস্কার নিতে। এ রাজ্য থেকে সে-ই একমাত্র পুরস্কার প্রাপক।

নাসা ও ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ‘এএমইএস রিসার্চ সেন্টার’ যৌথ ভাবে সারা বিশ্বের স্কুল পড়ুয়াদের জন্য ‘নাসা স্পেস সেটলমেন্ট কনটেস্ট’ আয়োজন করে আসছে ১৯৯৪ সাল থেকে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা একা বা দলগত ভাবে তাতে যোগ দিতে পারে। প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কার দেওয়া হয়। ২০১১ সালে মহাকাশে আস্ত শহরের পরিকল্পনা করে পুরস্কৃত হয়েছিল ব্যান্ডেল বিদ্যামন্দিরের শ্রীজাতকিশোর ভট্টাচার্য। শংসাপত্র ছাড়াও বিজয়ীরা পায় ‘ইন্টারন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট কনফারেন্স’-এ যোগ দেওয়ার সুযোগ। এ বার ২৩-২৭ মে ওই কনফারেন্স হবে সান দিয়েগোয়।



অমিক জানায়, এ বার উত্তর পাঠানোর শেষ দিন ছিল ১৫ মার্চ। মার্চের প্রথম সপ্তাহে হঠাৎ ইন্টারনেটে প্রতিযোগিতার বিষয়টি নজরে আসে তার। হাতে সময় কম, তাই রাতদিন এক করে কম্পিউটারে কাজ করেছে অমিক। পৃথিবীর সঙ্গে যোগাযোগ না রেখে কোনও মহাকাশযানে কী ভাবে বসবাসের স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যেতে পারে, ১৬ পাতায় তা ব্যাখ্যা করে একেবারে শেষ মুহূর্তে পাঠিয়েছিল সে। লিখেছিল, জল, বাতাস, সুর্যালোক, গাছএ সব থাকলেই জীবন চলবে। বাষ্পীভূত জলও বিশেষ পদ্ধতিতে ব্যবহারের উপযোগী করা যাবে। তাতে মানুষ ছাড়া নানা প্রাণীও বাস করতে পারবে। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের ছাত্র অমিক বলে, “কল্পনাও করিনি, পুরস্কার পাব। কিন্তু দিন কয়েক আগে ইন্টারনেট খুলে দেখি, অষ্টম শ্রেণি বিভাগে তৃতীয় হয়েছি।”



এ বার প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার জিতেছে ফ্লোরিডার একটি স্কুল দল। এ দেশ থেকে অনেক পড়ুয়া একা বা দলগত ভাবে যোগ দিয়েছিল। পুরস্কার পেয়েছে দেশের দশটি স্কুল দল। তবে একাকী বিভাগে পুরস্কার পেয়েছে অমিক-সহ ছ’জন। তার স্কুলের অধ্যক্ষ সৌমেন চক্রবর্তী বলেন, “অমিক সব সময় নানা উদ্ভাবনী চিন্তার মধ্যে থাকে। এই সাফল্যের পুরো কৃতিত্ব তার নিজের।”



আনন্দের মধ্যেও খানিকটা দ্বিধায় অমিক ও তার পরিবার। অমিকের বাবা, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী অসিতবরণ মণ্ডল জানান, ছেলের সান দিয়েগো যাতায়াত ও অন্য খরচের পুরোটা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। অনেকের কাছে সাহায্য চেয়েছেন। খরচের কতটা বহন করতে পারবেন তা জানিয়ে তাঁকে দেখা করতে বলেছে যুব কল্যাণ দফতর। ১৫ মে সেখানে দেখা করবেন, জানান অসিতবাবু। দুর্গাপুরের মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “এত বড় সুযোগ পেয়েছে অমিক। তাকে সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা হবে।”



আশায় বুক বাঁধছে অমিকও।তার কথায়, “এত দূর যখন ঠিকঠাক হয়েছে, শেষটাও নিশ্চয়ই ভাল ভাবেই হবে।”



ঢু মারতে পারেন : নাসা-র পুরস্কার পাচ্ছে অষ্টম শ্রেণির অমিক



সবাইকে জানালাম। আগামীবার আমাদের দেশের কেউ যাতে পুরস্কার টা পায় । ধন্যবাদ

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: অমিককে অনেক অনেক অভিনন্দন।

১৪ ই মে, ২০১৩ রাত ১:২৯

টানিম বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৩০

ম্যাভেরিক বলেছেন: আপনি কোন দেশের, অমিত কোন দেশের, বুঝতে পারলাম না।

১৪ ই মে, ২০১৩ রাত ১:৩৪

টানিম বলেছেন: নামটা অমিক । সে কলকাতার মানুষ ।

৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: অমিককে শুভেচ্ছা

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার ।

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ২:৫৭

দাইমারু বলেছেন: Congratulate to Amit

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: অমিক কে অভিনন্দন!

৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: অভিনন্দন।
অমিক কি সামুর খবর জানে? না জানলে জানিয়ে দিন।
শুভেচ্ছা।

৮| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৪৭

প্রজন্ম৮৬ বলেছেন:
I couldn't understand at first if it was a Bangladeshi or Indian blog!!!

৯| ১৪ ই মে, ২০১৩ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: দাদারাও সামুতে ঢু মারে দেখছি। অমিককে অভিনন্দন। বাংলাদেশ কলকাতা বলতে কিছু বুঝি না। সারা পৃথিবীর বাংগালি সবই এক।

১০| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
সাবাস

১১| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:২৮

বটবৃক্ষ~ বলেছেন: ব্রাভো !!

১২| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

বিভ্রান্ত মানুষ বলেছেন: মালু

১৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

বিভ্রান্ত মানুষ বলেছেন: মালু

১৪| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

সুফিয়া বলেছেন: অভিনন্দন অমিটকে। ওর জীবনের অগ্রযাত্রা কামনা করছি।

১৫| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৩৩

শিপু ভাই বলেছেন: অমিককে অনেক অনেক অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.