নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস এর মেয়েরা দুপুরে কী খায় ?

২১ শে মে, ২০১৩ রাত ১:৫৬

এটা কি কোন প্রশ্ন হল ?



হা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মেয়েরা দিন রাত পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখে যাদের উছিলায় ব্যাঙ্ক, বীমা, শিপিং লাইন্স, ট্রান্সপোর্ট কোম্পানি চলে তারা দুপুর কী খায় তা আপনাদের জানার অধিকার রয়েছে।



লাঞ্চ আওয়ারে আমি অনেক সময় ফ্লোরে ঘোরাঘোরি করি। মাঝে মাঝে খেয়াল করি কে কি খায়। সুইং অপারেটর যারা সেলাই করে তাদের মাসিক বেতন ৫ থেকে ৬ হাজার টাকা। তারা নিয়মিত ভাতের সাথে একটা ভাজি খায় কখনো কখনো ভাজির বদলে ভর্তা খায়। তারমানে তারা একই সাথে ভর্তা ভাজি খেতে পারে না। আপনারা হয়ত ভাবছেন ভর্তার সাথে ডাল অথবা ভাজির সাথে ডাল হলে তো খাওয়াটা খারাপ হয় না। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে তাদের বেশিরভাগ ডাল খায় না মানে ডাল কেনার সামর্থ্য নেই। তারমানে ওদের খাবার শুধুমাত্র ভর্তা+ভাত আর ডালের পরিবর্তে অনেকে লবন পানি মেশায় যাতে খাওয়াটা গলা দিয়ে নামে। শুকনো খাবার সহজে গলা দিয়ে নামে না।

যেসব অবিবাহিত মেয়েদের বেতন ৫ থেকে ৬ হাজার টাকা তারা টাকা পেয়ে প্রথমে বাড়ি ভাড়া দেয়, আশুলিয়া অঞ্চলে সিট ভাড়া ১০০০ টাকার নিচে নেই। ছেলেরা যেকোন স্থানে থাকতে পারে কিন্তু মেয়েরা একটু নিরাপদে থাকতে চায়। এজন্যই ওদের একটু বেশি ভাড়ায় থাকতে হয়। যে আইটেমের খাবারের কথা বলেছি এই আইটেম আপনি যদি নিজে রান্না করেন তাহলেও কম হলেও বিশ থেকে পঁচিশ টাকা খরচ হবে। তাহলে ঘুরে ফিরে মাসে দুই হাজার টাকা খাওয়ার পেছনে চলে যাবে। এইসব মেয়ের প্রত্যেকের টার্গেট থাকে মাসে কপক্ষে দুই হাজার টাকা বাড়িতে পাঠাবে, তা না হলে বাড়ির লোকজন কষ্টে থাকবে।

এক মেয়েকে লাঞ্চে কখনো খেতে দেখতাম না অথচ সে লাঞ্চের সময় ফ্যাক্টরিতেই থাকে। যারা লাঞ্চের সময় ফ্যাক্টরিতে থাকে তারা সাধারণত খাবার নিয়ে আসে। বাকিরা বাসায় গিয়ে ভাত খায়। ঐ মেয়েকে জিজ্ঞেস করলাম এ ব্যপারে।

সে উত্তরে জানাল দুপুর হলে সে পাঁচ টাকার বাদাম খায়। বাদাম খেলে নাকি খিদা লাগে না। সন্ধ্যা সাতটায় ছুটি হলে বাসায় গিয়ে রাতের খাবার খায়। সকালে বাসা থেকে বেশি করে খেয়ে আসে যাতে দুপুরে সহজে খিদা না লাগে।

একজন মানুষ সকাল সাত টায় যতই পেট ভরে খাক কাজ করতে করতে দুপুর একটায় তার ভাল খিদা লাগবে। মেয়েটার কথায় যুক্তি নেই। অবশ্য যুক্তি থাকলেও কিছু করার নেই, কারণ তার বাড়িতে বাবা অসুস্থ, ইনকাম করতে পারে না। এই মেয়েকে বাড়িতে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমান টাকা পাঠাতে হয়। এই টাকা পাঠাতে হলে তাকে একবেলা না খেয়ে কাটাতে হয়।

সন্ধ্যা সাতটার পর ডিউটি করলে যেকোন ফ্যাক্টরি টিফিন দেয়। সেই টিফিন হল সাধারন এক পিস বন রুটি, একটা কলা আর একটা সেদ্ধ ডিম। ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেদে এই টিফিন ভিন্ন হয়। এই টিফিন খেয়ে তাদের ৯টা পর্যন্ত ডিউটি করতে হয়। অনেকে আছে এই টিফিন খেয়ে রাতে আর ভাত খায় না শুধু টাকা বাঁচানোর জন্য। আবার অনেকে এই টিফিন বাসায় নিয়ে যায়। টিফিনের সময় পেট ভরে পানি খায়। বাসায় গিয়ে রাতে ভাতের বদলে এই টিফিন খায়। কিছু মেয়ে দেখেছি যারা সকালে বাসায় কিছু খায় না ফ্যাক্টরিতে ভাত নিয়ে আসে। এই ভাত তারা এগারটার দিকে দশ মিনিট ছুটি নিয়ে খায়। তাতে সকালের খাবার হল আর দুপুরের খাবারও হল।



এটা হল বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের একটা অংশের খাদ্য তালিকা। ভবিষ্যতে সুযোগ পেলে অন্যান্যদের খাদ্য তালিকার একটা বর্ণনা দিব।



সংগৃহীত ।



*** ইচ্ছা করে ছবি দিলাম না । পড়ে খারাপ লাগলো, ছবি দিলে মন আরও খারাপ হতো । আল্লাহ পাক এদের মংগল করুন ।



সবাইকে ধন্যবাদ ।

মন্তব্য ৫১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ২:০২

টানিম বলেছেন: আমার এই পোস্ট টা দেখতে পারেন ।
"এখানে বাংলাদেশে বানানো কোন কাপড় নেই!" এই কষ্ট কোথায় রাখবেন ?

২| ২১ শে মে, ২০১৩ রাত ২:০৬

শাওণ_পাগলা বলেছেন: দীর্ঘ শ্বাস!!!

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০১

টানিম বলেছেন: দীর্ঘ শ্বাস । এাট ফেলে কি হবে ?

৩| ২১ শে মে, ২০১৩ রাত ২:১৬

আমি ব্লগার হইছি! বলেছেন: কষ্ট লাগলো পড়ে। কিছু বলার নেই।

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০১

টানিম বলেছেন: আমার অনুভতিও এমন । ধন্যবাদ

৪| ২১ শে মে, ২০১৩ রাত ২:৩৯

ছািব্বর বলেছেন: এরপরেও পুজিবাদের খোড়ায় আমেরিকার শুয়োরগুলো এদেশ ছাড়বেনা ।
যত যাই বলুক পোষাক এরা এদেশ থেকেই নিবে ।

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

টানিম বলেছেন: সেটা নিক , কিন্তু ভালো দামে নিবে। গরীবের পেটে লাথি দিয়া এদের ফায়দাটা কি ???

৫| ২১ শে মে, ২০১৩ রাত ২:৫৫

খেয়া ঘাট বলেছেন: জীবন বড়ই দুঃখময়, কারো কারো সারা জীবন কেঁদেই যেতে হয়।

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

টানিম বলেছেন: ঠিকই বলেছেনখেয়া ঘাট । ধন্যবাদ

৬| ২১ শে মে, ২০১৩ রাত ৩:০৭

শ।মসীর বলেছেন: সেলাই দিদি মনি.........।

ডালের কাজি ১৪০........

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৪

টানিম বলেছেন: হুম । ৮০ টাকায় পাওয়া যায় একটা মোটেও ভালো না ।

৭| ২১ শে মে, ২০১৩ রাত ৩:২৬

নূর আদনান বলেছেন: koster opor kosto pelam....

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৪

টানিম বলেছেন: হুম ।

৮| ২১ শে মে, ২০১৩ ভোর ৪:২৪

আলফা-কণা বলেছেন: Jodi konodin Allahpak somortho den, durbol ke sahajo korbo, ameen.

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

টানিম বলেছেন: ধন্যবাদ আলফা-কণা ।

৯| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:২৭

কালোপরী বলেছেন: :(

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

টানিম বলেছেন: হুম।

১০| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:৩১

নতুন বলেছেন: দাস প্রথা দুনিয়া থেকে যায়নাই... নতুন রুপ ধারন করেছে মাত্র....

বাইরের দেশেও অনেক শ্রমিক আছে যারা মানবেতর জীবন জাপন করে....

এই সেলাই দিদিমনিদের বেতন ১০হাজার টাকা করলেও কিছুদিন পরে... বাড়ী ভাড়া ৩০০০টাকা হবে... ৩০০০ টাকা খাবার খরচ হবে...

বাকী যা থাকবে তা বাড়ী পাঠাতে হবে... এবং তখনো তাদের দুপুরে খাবার কিছু থাকতে না...

দুনিয়া টা বড়ই নিস্ঠুর জায়গা... :(

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

টানিম বলেছেন: দুনিয়া টা বড়ই নিস্ঠুর জায়গা । ধন্যবাদ নতুন ।

১১| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: কিছু করা উচিত এটলিস্ট। আন্দোলন করতে পারে সব শ্রমিক একযোগে। কিন্ত সেই ঘুড়ে ফিরে ইভেঞ্চুয়ালি কন্ডিশন তেমন ইম্প্রুভ হবেনা ।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

টানিম বলেছেন: আমাদের ও কিছু করার নাই । তাদের জীবনের মান ভালো না হলে এইভাবে মৃত্যু বাড়তেই থাকবে । ধন্যবাদ আপনাকে ।

১২| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:১৪

সেফানুয়েল বলেছেন: ছািব্বর বলেছেন: এরপরেও পুজিবাদের খোড়ায় আমেরিকার শুয়োরগুলো এদেশ ছাড়বেনা ।
যত যাই বলুক পোষাক এরা এদেশ থেকেই নিবে ।

কষ্ট পেলাম আপনার মন্তব্যে। যদি কাজ না থাকে তাহলে এই নারী শ্রমিক দের জীবিকার কি হবে?? কেন আমরা বলছি না তাদের বেতন বৃদ্ধি করা হোক?? সর্বনিম্ন বেতন ৮০০০ করা হোক?? এমন নয় যে বায়ার গুলো গার্মেন্টস মালিক দের পর্যাপ্ত টাকা দেয় না। কিন্তু মালিক দের অতি লোভের মানসিকতা শ্রমিক দের কে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করে। কই স্কয়ার এর মত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগ নেই?? তাহলে কিভাবে তারা পারছে এবং অন্যান্যরা পারে না?? সবচেয়ে বড় হলো মানসিকতা। আমি আমার এলাকার অনেক আমার বন্ধু যারা এখন গার্মেন্টেস এ কাজ করে তাদের সাথে কথা বলেছি ছুটিতে যখন এলাকায় আমাদের দেখা হয়। তাদের প্রত্যেকের আকাংখা থাকে একদিন কোনভাবে যাদি স্কয়ারে ঢুকতে পারে। কেন?? কারণ স্কয়ার ভালো বেতন দেয়, কাজের পরিবেশ ভালো। অন্যেরা কেন তা পারে না??

আমার দাবি শ্রমিক দেরকে তাদের প্রাপ্য মজুরী দেওয়া হোক!!!!

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

টানিম বলেছেন: র্গামেন্টস এে মেয়েদের জন্য আলাদা বাস স্থান থাকতে হবে । মানে হলো মালিকদের আবাসন ব্যবস্থা করে দিতে হবে । এবং নুন্যতম মজুরী ৮০০০ টাকা করা হউক ।

১৩| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:১৯

সেফানুয়েল বলেছেন: সেফানুয়েল বলেছেন: ছািব্বর বলেছেন: এরপরেও পুজিবাদের খোড়ায় আমেরিকার শুয়োরগুলো এদেশ ছাড়বেনা ।
যত যাই বলুক পোষাক এরা এদেশ থেকেই নিবে ।

কষ্ট পেলাম আপনার মন্তব্যে। যদি কাজ না থাকে তাহলে এই নারী শ্রমিক দের জীবিকার কি হবে?? কেন আমরা বলছি না তাদের বেতন বৃদ্ধি করা হোক?? সর্বনিম্ন বেতন ৮০০০ করা হোক?? এমন নয় যে বায়ার গুলো গার্মেন্টস মালিক দের পর্যাপ্ত টাকা দেয় না। কিন্তু মালিক দের অতি লোভের মানসিকতা শ্রমিক দের কে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করে। কই স্কয়ার এর মত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগ নেই?? তাহলে কিভাবে তারা পারছে এবং অন্যান্যরা পারে না?? সবচেয়ে বড় হলো মানসিকতা। আমি আমার এলাকার অনেক আমার বন্ধু যারা এখন গার্মেন্টেস এ কাজ করে তাদের সাথে কথা বলেছি ছুটিতে যখন এলাকায় আমাদের দেখা হয়। তাদের প্রত্যেকের আকাংখা থাকে একদিন কোনভাবে যাদি স্কয়ারে ঢুকতে পারে। কেন?? কারণ স্কয়ার ভালো বেতন দেয়, কাজের পরিবেশ ভালো। অন্যেরা কেন তা পারে না??

আমার দাবি শ্রমিক দেরকে তাদের প্রাপ্য মজুরী দেওয়া হোক!!!!

ভবিষ্যতে কি ঘটতে শুরু করেছে জানতে এই লিংক এ যান...
Click This Link

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫০

টানিম বলেছেন: ধন্যবাদ পড়ে আসবো ।

১৪| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:২১

রাখালছেল০০৭ বলেছেন: সকল ফ্যাক্টরীতে শ্রমিকদের দুপুরের খাবার সরবরাহ করার নিয়ম বাধ্যতামূলক করা হোক ।

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫০

টানিম বলেছেন: এক মত । আপনাকে ধন্যবাদ

১৫| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:৪২

মতিউর রহমান১০০ বলেছেন: খারাপ লাগলো

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

টানিম বলেছেন: হুম ।

১৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৩৩

হেডস্যার বলেছেন:
কথা সত্য। নিজের চোখে দেখি এসব প্রতিদিন। :( :(
কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম কেন চাকরি করে এত কষ্ট করে...বর্ননা শুনলে চোখে পানি চলে আসে।

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

বাবলু বাবলু বলেছেন: দীর্ঘ শ্বাস!!!

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫২

টানিম বলেছেন: দীর্ঘ শ্বাস

১৮| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:২৮

আিম এক যাযাবর বলেছেন: আল্লাহ পাক এদের মংগল করুন আর সাথে আমাদের নীতি নির্ধারকদের একটু হেদায়েত দান করুন- যেন তারা এই সব কোনো মতে বেঁচে থাকা মানুষদের জন্য ভাল কিছু করার চেষ্টা করেন, শুধু যেন নিজেদের স্বার্থের কথা না ভাবেন। আমিন।

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫২

টানিম বলেছেন: আমিন।

১৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: একালের দাসপ্রথা

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩

টানিম বলেছেন: নারে ভাই । এটা আমাদের মালিকদের দোষ । বায়ার রা তো বিশাল টাকা দিয়ে কিনে নিচ্ছে সব । কিন্তু টাকা তো শ্রমিকদের পকেটে আসছে না ।

২০| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:২৩

সোহেল১৯৭৫ বলেছেন: একবার চিন্তা করে দেখুন গার্মেন্টস বন্ধ হয়ে গেলে ওরা কি খাবে ?

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

টানিম বলেছেন: বুঝি সেটা । ধন্যবাদ

২১| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

নতুন বলেছেন: মালিকদের লাভের লাগাম একটু টেনে ধরলেই কিন্তু এদের অবস্হা ভাল হয়...


সামনে তো মনে হয় পাটের মতন অবস্হা হতে চলছে এই সেক্টরের :(

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

টানিম বলেছেন: আপনার কথা ঠিক । ধন্যবাদ আপনাকে ।

২২| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

s r jony বলেছেন: পড়ে খারাপ লাগলো, আল্লাহ পাক এদের মংগল করুন ।

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭

কাফের বলেছেন: কি অসীম সহ্যশক্তি এদের অবাক হয়ে যাই
একটু উনিশ বিষ হলেই এদের শুনতে হয় বিশ্রী গালিগালাজ
প্রচন্ড শিতের সময় কাপতে কাপতে বাসায় যায় নেই কোন শিতের কাপড়।
ঝড় বৃষ্টির সময় মুড়গীর বাচ্চার মত ভিজে ভিজে কয়েক মাইল পর্যন্ত পথ হেটে বাসায় যায়।

২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

২৫| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৩

েবনিটগ বলেছেন: +

২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৭

টানিম বলেছেন: ধন্যবাদ

২৬| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: মন টা খুব খারাপ হয়ে গেল ভাই ।
হায়রে জীবন ! হায়রে কষ্ট ।
দুবেলা দুমুঠো ভাত , তাই জুটেনা ।
অদের নিয়ে কেউ কথা বলবেনা রে ভাই ।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

টানিম বলেছেন: হুম । ওদের নিয়ে কে কথা বলবে ? সবাই তো ওদের ইউঝ করতে ব্যাস্ত । আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য । অনেক দিন পর পোস্টে ঢু মারলেন ।

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

আরিফ আহমেদ বলেছেন: টক লট ব্যবসায়ীদের জন্য সাইট লট হাট ভিজিট করার আমন্ত্রন রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.