নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

১ জিবি প্যাকেজে ১৯২৫ % মুনাফা । হায়রে মোবাইল অপারেটর ।

২৪ শে মে, ২০১৩ রাত ১:০৪

এই পোস্ট পড়ে দয়াকরে যারা ১ জিবি প্যাকেজ ইউঝ করেন তারা এই প্যাকেজ বর্জন করবেন ।



অনেকে প্রশ্ন করছেন, ৪৮০০ টাকায় ১এমবিপিএস কিনে অপারেটরগুলো ৫০ থেকে ১০০ টাকায় ১জিবি কিভবে দিবে? এমন দাবী কি যৌক্তিক? তাই, কয়েকটা হিসেব কষে বিষয়টা পরিস্কার করা প্রয়োজন।



১ মেগাবিট প্রতি সেকেন্ড × ৩০ দিন × ২৪ ঘন্টা × ৬০ মিনিট × ৬০ সেকেন্ড

= ২৫৯২০০০ মেগাবিট

= ২৫৯২ গিগাবিট



যেহেতু, ৮ বিট = এক বাইট,

২৫৯২ গিগাবিট ÷ ৮ = ৩২৪ গিগাবাইট



অর্থাৎ, অপারেটরগুলো প্রতি ১ এমবিপিএস ডেডিকেটেড চ্যানেল থেকে সর্বোচ্চ ২৫৯২ গিগাবিট বা ৩২৪ গিগাবাইট ডাটা ড্র করতে পরে। এবং, বড় অপারেটর মাত্রই এর সম্পূর্ণ বা অধিকাংশই ড্র করতে সক্ষম হয়।এ হিসেবে প্রতি গিগাবাইটের ক্রয় মূল্য পড়ে ১৪.৮১ টাকা:



৪৮০০ টাকা ÷ ৩২৪ জিবি = ১৪.৮১ টাকা (ক্রয়: প্রতি জিবি)

৩০০ টাকা - ১৪.৮১ টাকা = ২৮৫.১৯ টাকা (মুনাফা: প্রতি জিবি)

২৮৫.১৯ টাকা / ১৪.৮১ টাকা = ১৯.২৫ বা ১৯২৫% (মুনাফা হার)



অর্থাৎ, প্রতি জিবি প্রায় ১৫ টাকায় ক্রয় করে অপারেটরগুলো ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রয় করে থাকে। এতে মুনাফা থাকে ১৯২৫%।



অন্যদিক থেকে হিসেব করলে, এই ৩২৪ গিগাবাইট ডাটা অপারেটারগুলো কিনে থাকে ৪৮০০ টাকায়, আর গ্রাহকদের কাছে গড়ে ৩০০ টাকায় ১ জিবি হারে বিক্রয় করে প্রায় ৯৭২০০ টাকায়। এতেও তাদের সর্বোচ্চ লাভের হার ১৯২৫% থাকে:



৩২৪ জিবি × ৩০০ টাকা (গড়ে) = ৯৭২০০ টাকা (বিক্রয়: প্রতি এমবিপিএস)

৯৭২০০ টাকা - ৪৮০০ টাকা = ৯২৪০০ টাকা (মুনাফা: প্রতি এমবিপিএস)

৯২৪০০ টাকা ÷ ৪৮০০ টাকা = ১৯.২৫ গুন বা ১৯২৫% (মুনাফা হার)



বিষয়টি পরিস্কার হলে লাইক দিয়ে জানান। না হলে কমেন্টে প্রশ্ন করুন। আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানান। এটি সবার কাছে পরিষ্কার হওয়া জরুরী।



এদের কি শাস্তি দেয়া যায় বলেন তো ? এমন ভাবে শোষন এর মানে কি হয় ???



বিস্তারিত পেলাম এইখানে : Click This Link



ধন্যবাদ

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১:০৭

এন এফ এস বলেছেন: এটি সবার কাছে পরিষ্কার হওয়া জরুরী

২৪ শে মে, ২০১৩ রাত ১:১৫

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১৮

ইচ্ছে বলেছেন: অপারেটিং কস্টটা ধরতে হবে, তার পরও অনেক লাভ থাকবে...

২৪ শে মে, ২০১৩ রাত ১:২২

টানিম বলেছেন: অপারেটিং কস্ট কি একেক গ্রাহক এর জন্য একেক রকম ???

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১:২৯

মিজভী বাপ্পা বলেছেন: এই অপারেটরদের এমন রক্তচোষা রেটের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।যেখানে ব্যান্ডউইথের দাম দফায় দফায় কমানো হয়েছে সেখানে তারা ওদের আগের রেটেই স্থির রয়েছে।তাছাড়া যে বাজে নেটের সার্ভিস+খরচ এর পরে আলাদা কাস্টমার কেয়ারের জ্বালাতন তো আছেই।

২৪ শে মে, ২০১৩ রাত ১:৩৪

টানিম বলেছেন: উফ । ভাইরে আমি তো দেখে পুরাই থো হয়া গেছি । শালারা পাইচে কি আমাদের ???

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১২

বাংলার হাসান বলেছেন: কাজের পোষ্ট।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৫

টানিম বলেছেন: ধন্যবাদ

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ২:২২

গোবর গণেশ বলেছেন: ধন্যবাদ আপনাকে,
৫০ টাকায় এক জিবি চাই।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৫

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৬| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:৩৩

নানাভাই বলেছেন: ৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।
৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই।৫০ টাকায় এক জিবি চাই। X( X( X( X( X( X( X( X( X( X(

২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:১৮

দি সুফি বলেছেন: এখানে হিসাবে বেশ কিছু মিসিং পয়েন্ট আছেঃ

১) ব্যান্ডউইডথের দামে ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট আছেঃ ১০০Mbps ফুল ডুপ্লেক্সের খরচ পরে ডিসকাউন্টসহ (ভ্যাট ছাড়া) ৩ লাখ ১২ হাজার টাকা

২) প্রতি ১০০Mbps লাইন = ৩০ টেরা বাইট ডাটা প্রতি মাসে (সাধারন হিসেবে)।
সাধারনত ৯৫% এর বেশি ব্যবহার করা যায় না। সেই হিসেবে ব্যবহারযোগ্য ডাটা হল ২৮.৫ টেরা বাইট প্রতি মাসে।
সুতরাং প্রতি জিবি ডাটার দাম পরে ১০ টাকা ৭০ পয়সা (সাথে ১৫% ভ্যাট যোগ হবে)।
কিন্তু এখানেই শেষ নয়। ডাটা গ্রাহক পর্যায়ে পৌছাতে খরচ অনেক বেড়ে যায়। সাধারনত যেসব খরচ যোগ হয়ঃ ডাটা পরিবহন খরচ (অনেক বেশি), হার্ডওয়্যার খরচ (সেটাপ ফি + মেইনটেন্যান্স খরচ), টাওয়ার খরচ, চাকুরীরত কর্মীদের বেতন ইত্যাদি। এসব মিলে প্রতি জিবি ডাটার খরচ ৩০ টাকার উপরে চলে যায়।

সুতরাং যতই আন্দোলন হোক না কেন, কোন প্রভাইডারই ৫০ টাকায় ১ জিবি দিবে না। এটাই বাস্তবতা।
আমেরিকায় ১৪৫ Mbps (হাফ ডুপ্লেক্স) লাইনের খরচ মাসিক ১০০ ইউএস ডলার, সাথে স্যাটেলাইট টিভি কানেকশন এবং টেলিফোন বিল ফ্রি!!! মানে আমাদের ২ Mbps এর দামে ওরা ১৪৫ Mbps পায়!!!
মূল দাবিটা হওয়া উচিত মিনিমাম ১০ Mbps মাসিক ২০০০ টাকায়!
এর পরে আমরা প্রোভাইডারদেরকে চাপ দেব ১০ টাকায় ১ জিবি।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩

টানিম বলেছেন: ধন্যবাদ সুফি ভাই । দারুন মন্তব্যের জন্য ।

৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০৩

ঢাকাবাসী বলেছেন: কাজের পোষ্ট, তবে কাজ হবে টবে না তা বলতে পারি।

২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৮

টানিম বলেছেন: হুম । সেটাই কথা ঢাকাবাসী ।

৯| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:১০

েবনিটগ বলেছেন: +

২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৯

টানিম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.