নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

ভারতের বিহারে গণধর্ষিতা বান্ধবীকে বিয়ে করলেন এক যুবক

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২৪





বিহারে গণধর্ষিতা বান্ধবীকে বিয়ে করলেন এক যুবক। দিন চারেক আগে ওই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বান্ধবী। তিন যুবক তখন গণধর্ষণ করে বছর বাইশের বান্ধবীকে ও তাঁদের দুজনকেই লুট করে। মেয়েটির সঙ্গে থাকা এই বন্ধুর উপরও হামলা চালায় ধর্ষকেরা। ঘটনাটি ঘটেছিল বিহারের বাঁকা জেলায়।



বান্ধবী সুস্থ হতেই শুক্রবার মন্দিরে গিয়ে সেই বান্ধবীকে বিয়ে করলেন তাঁরই সঙ্গে থাকা বন্ধু। বিয়ের আসরে উপস্থিত ছিল দশ-বারো জন আমন্ত্রিত এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। স্থানীয় সমাজকর্মী হিরালাল মণ্ডল জানান, ধর্ষিতার আত্মীয় ও গ্রামবাসীরা এই বিয়েতে সক্রিয় সমর্থন জানিয়েছেন। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ওই যুবক পুলিশকে জানান, "আমি মেয়েটিকে জীবনসঙ্গীনী করতে চেয়েছিলাম। জানি ও ধর্ষিতা। আমার চোখের সামনেই ওর উপর অত্যাচার করা হয়। কিন্তু ওকে ভালবাসি বলেই সসম্মানে বিয়ে করেছি।"



বিয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন মেয়েটির বাবা, তিনি নিজে হাতে 'কন্যা সম্প্রদান' করেন। মন্দিরের অনুষ্ঠানিক বিয়ের আগেই তারা কোর্টে রেজিস্ট্রিও করেন। জেলাশাসক ও পুলিশকর্তারা আশ্বাস দিয়েছেন, উক্ত দম্পতির নিরাপত্তার জন্য সবরকম সাহায্য করা হবে।



উল্লেখ্য, কিছুদিন আগে ওই যুবতী তাঁর বন্ধুর সঙ্গে বাঁকা জেলার মন্দার পর্বতে বেড়াতে যান। সেখানে তিন জন মেষপালক তাঁদের তুলে নিয়ে যায় একটি নির্জন জায়গায়। সেখানে ছেলেটিকে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে ওই তিন মেষপালক। প্রায় তিন ঘন্টা ধরে আটকে রাখা হয় তাঁদের। ছেড়ে দেওয়ার আগে তাঁদের জিনিসপত্রও লুট করে ওই দুষ্কৃতীরা। পরে বরাহাট থানায় পৌঁছে ওই অভিযোগ জানান তাঁরা দু'জন।



নব দম্পতির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

টানিম বলেছেন: অনেক চোখ সয়ে আসা অসঙ্গতির ভিড়ে যখন পেয়ে যাই একটি মন ভালো করে খবর। জয় হোক মানবতার। জয় হোক এই নবদম্পতির।.

ধন্যবাদ সবাইকে ।

২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

নূর জামাল বলেছেন: দোয়া করি ওরা সুখে থাক ও ভালো থাক এই শুভ কামনায় রইল ওদের জন্য.

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ

৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো খবর! তা সেই ধর্ষনকারীদের কি ধরতে পেরেছিল নাকি??

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২২

বোকামন বলেছেন:






জয় হোক মানবতার।
শ্রদ্ধা এই মানুষদের জন্য যারা যারা যুগ যুগ ধরে মানবতার ঝাণ্ডা তুলে ধরে উপরে।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

টানিম বলেছেন: জয় হোক মানবতার।

৫| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: নব দম্পতির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

টানিম বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৭

মোঃ জুম্মা বলেছেন: এই ভালোবাসা শেষ পর্যন্ত টিকে থাকার মাঝেই সার্থকতা ।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

টানিম বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭

সুহাস শিমন বলেছেন: ভাল খবর। আরো ভাল লাগবে যেদিন এধরনের খবর কাউকে বিন্দুমাত্র আশ্চর্য করবে না, খুব স্বাভাবিক একটা ঘটনা হবে। অন্যথা হলে সেটাই হবে খবর। দম্পতির জন্য শুভকামনা।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

টানিম বলেছেন: জি । ঠিকই বলেছেন ।

৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

নূর আদনান বলেছেন: সুহাস শিমন বলেছেন: ভাল খবর। আরো ভাল লাগবে যেদিন এধরনের খবর কাউকে বিন্দুমাত্র আশ্চর্য করবে না, খুব স্বাভাবিক একটা ঘটনা হবে। অন্যথা হলে সেটাই হবে খবর। দম্পতির জন্য শুভকামনা।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নব দম্পতির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।


২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

টানিম বলেছেন: শুভ কামনা । ধন্যবাদ

১০| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

এস আর সজল বলেছেন: জয় হোক মানবতার, মনুষ্যত্বের। শুভ কামনা রইলো এই দম্পতির প্রতি।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

টানিম বলেছেন: ধন্যবাদ

১১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

টেকনিসিয়ান বলেছেন: নব দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

টানিম বলেছেন: শুভকামনা রইল । আপনাকে ধন্যবাদ

১২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

অদ্বিতীয়া আমি বলেছেন: জয় হোক মানবতার

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

টানিম বলেছেন: জয় হোক মানবতার । ধন্যবাদ

১৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪

বটবৃক্ষ~ বলেছেন: ব্রাভো.....! হ্যাটস অফ.....।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

কালোপরী বলেছেন: শুভ কামনা

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

টানিম বলেছেন: ধন্যবাদ কালোপরী ।

১৫| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

তিতুন বলেছেন: আসলে একজন নারী যত না ব্যক্তি কর্তৃক ধর্ষিত হয়, তার চেয়েও বেশি ধর্ষিত হয় সমাজ দারা। এ দেশের ধর্ষিত নারীদের সমাজের রোষানল থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। ধর্ষণ হওয়া মানেই একজন নারীর সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, তারও রয়েছে বেঁচে থাকার পরিপূর্ণ অধিকার।
খবরটি পড়ে মনে হল মানবতার মৃত্যু এখনো হয় নি। কারো মনে আছে কিনা জানি না, এ ধরনের একটি ঘটনা কিন্তু আমাদের দেশেও হয়েছিল। সেখানে এসিড দগ্ধ প্রেমিকাকে বিয়ে করতে তার প্রেমিক কোন আপত্তি করে নি।
একটি অনুপ্রেরণামূলক ঘটনার উল্লেখ করতে চাই। বিশ্বের সবচেয়ে ধনী নারীদের একজন অপরাহ উইনফ্রের কথা অনেকেই শুনে থাকবেন। টেলিভিশনে একজন অতি জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি শৈশবে হয়েছিলেন ধর্ষণের শিকার মাত্র নয় বছর বয়সে। কিন্তু এঘটনা তাঁর জীবনের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে নি তাঁর দীর্ঘ মনোবলের কারণে আর তার সমাজব্যবস্থার সহনশীলতার কারণে। যার ফলে তিনি বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন। আর এ দেশে কত জন নারী আছে যারা মূলত সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, আত্মগ্লানিতে নয়। কারণ আত্মগ্লানি সময়ের সাথে ফিকে হয়ে যায়, যা হয় না তা হল তার প্রতি সমাজের কটাক্ষ ও দৃষ্টিভঙ্গি যার কারণে অনেক সম্ভাবনাময় প্রাণ অচিরেই ঝড়ে যায়।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

টানিম বলেছেন: ধন্যবাদ তিতুন । খুব সুন্দর মন্তব্য করলেন । ভালো থাকুন ।

১৬| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

হুমাযুন কবির সবুজ বলেছেন: শুভ কামনা রইল এই নব দম্পতির জন্য।

২৭ শে মে, ২০১৩ সকাল ১১:২৩

টানিম বলেছেন: ধন্যবাদ

১৭| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩২

সংবিৎ বলেছেন: Click This Link

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৮| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

সংবিৎ বলেছেন: ধর্ষণের মনস্তত্ত্ব এবং আইনের পরিহাস: Click This Link

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

টানিম বলেছেন: ধন্যবাদ

১৯| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

২০| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪২

ফারজানা শিরিন বলেছেন: অনেক সুন্দর একটা খবর ! ঃ)

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৬

টানিম বলেছেন: ধন্যবাদ ফারজানা শিরিন । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.