নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

কোথায় আমাদের দেশের শিক্ষাবিদেরা ?

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৬

পোস্টে মোটেও ১৮+ কোন উপাদান নেই , বা নেই কোন রগরগে কথা । যা আছে তা আমাকে /আপনাকে তুচ্ছ করবে । যদি পারেন পড়ে যাবেন ।



গতকাল রোববার, ২৬ মে, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক ছিল। সেখানে কমিটির সভাপতি রাশেদ খান মেনন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সরকারের জন্য বিব্রতকর এক প্রশ্ন তোলেন। তিনি দেখান নবম ও দশম শ্রেণীর বাংলা বইতে সম্প্রতি ১৩ জন ভারতীয় কবির বাংলা কবিতা ঠাই পেয়েছে। তখন যুক্তি দেয়া হয়, ভারতীয়রা যেহেতু বাংলার চর্চা করে যাচ্ছেন_ ফলে তাদের কবিতা নেয়ার ভিত্তি রয়েছে। এ পর্যায়ে মেনন জানতে চান বাংলাদেশের কোন কবির কবিতা ভারতের বাংলাভাষী এলাকায় কোন পাঠ্য পুস্তকে কখনো অন্তর্ভুক্ত হয়েছে কি না?



[উল্লেখ্য, সম্প্রতি মাধ্যমিকের বাংলা বই থেকে রাশেদ খান মেননের ভাই প্রয়াত কবি আবু জাফর ওবায়দুল্লাহ'র ‌`মাগো ওরা বলে' কবিতাটিও বাদ পড়েছে।]



নবম ও দশম শ্রেণীর বাংলা বইয়ে এবার ১৩ জন ভারতীয় আধুনিক কবির কবিতা ছাপা হয়েছে ।



ভারতের পাঠ্য বইয়ে কি আমাদের কবিদের কবিতা স্থান পায় ?




শুনলাম নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক বাংলা সাহিত্যের বই থেকে কবি আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি বাদ দেয়া হয়েছে।এই দুই কবির কবিতা বাদ দিয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কবিতা সংযোজন করা হয়েছে। বইয়ে স্থান পাওয়া ‘সাহসী জননী বাংলা’ নামের কবিতাটি তিনি কামাল চৌধুরী নামে লিখেছেন !



ডাউনলোড লিংক : পাঠ্যবই ডাউনলোড



ধন্যবাদ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১১

মোঃ মামুনুর রশীদ বলেছেন: এ জাতির কল্যাণ কবে হবে! সুন্দর পোস্ট। শুনলাম বঙ্গবাণী ও মাগো ওরা বলে কবিতাদুটো সংযোজন করার কথা?

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৯

টানিম বলেছেন: ধন্যবাদ । আমিও শুনেছি ।

২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৪

পানকৌড়ি বলেছেন: মেনন সাহেবের ফিলিংসের সাথে আমি একমত । কবি জসিম উদ্দিন, মাইকেল মধুসুদন দত্ত, সিকানদার আবু জাফর, বন্দে আলি মিয়া সহ আরও অনেক কবি নিয়ে কোন আলোচনাও হয়না কোন চর্চাও হয়না ।

ভারতের কোন চ্যানেলে দেখবেন না বিশেষ দিনগুলিতে কবিদের ছবি টি.ভি কর্ণারে ৩দিন তো দুরের কথা ১দিনও ঝুলায় না । আর আমাদের চ্যানেলগুলো ৩দিন কেন পারলে ৭দিন ঝুলায় তাও আবার ভারতীয় কবিদের ছবি ।

সত্যিই খুবই দু:খজনক ।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৫

টানিম বলেছেন: অনেক ধন্যবাদ পানকৌড়ি । পোস্ট টা দেখেছেন বলে ।

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

বিবর্ণ সময় বলেছেন: ভাই কবিতার ইস্যুটাই এতো গায়ে লাগল? আজকে দেখি হাসান মাসুদ এই ব্যাপারে স্ট্যাটাস দিতেছে। আমি সাইন্সের সাবজেক্ট পড়াইতে গিয়া হিমশিম খাইতেছি এইদিকে। এতোদিন কানতাছিলাম। কেউ কিছু বলে না কেন? সাইন্সরে লুলা বানায় দিতেছে। আগেই তো আধা লুলা ছিল।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

টানিম বলেছেন: ভাইরে বলেন না কেন ? আওয়াজ দেন না কেন ? সব ধংস্ব করে দিচ্ছে ।

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

আমি শুধুই পাঠক বলেছেন: বন্দে মাতরম কবে লাগাবে???

২৮ শে মে, ২০১৩ রাত ১:১৫

টানিম বলেছেন: এটাই তো বাকী শুধু । তাই না ???

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মনে হচ্ছে ভবিষ্যতে ইন্ডিয়া যেতে আর ভিসা লাগবে না... ;) ;)

২৮ শে মে, ২০১৩ রাত ১:১৭

টানিম বলেছেন: হুম ।কথা সত্য । ধন্যবাদ

৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১:২৬

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

েফরারী এই মনটা আমার বলেছেন: ভাইরে বলেন না কেন ? আওয়াজ দেন না কেন ? সব ধংস্ব করে দিচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.