নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

হ্যাশ রেসপেক্ট - ২ (যিনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন)

২৮ শে মে, ২০১৩ রাত ৩:৩৫



সকাল থেকে বুকের বাম পাশটা ব্যাথা করছে মাহাথির মোহাম্মদ এর। প্রধানমন্ত্রী হয়েছেন আজ আট বছর ধরে। আগেও বেশ কয়েকবার এমন হয়েছে। শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। আগে ব্যাথাটাকে গুরুত্ব না দিলেও আজকের ব্যাথাটা ক্রমশঃ বাড়ছে। শেষ পর্যন্ত ব্যাথা এতটাই অসহ্য হয়ে উঠলো যে তাকে দ্রুত কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। সারা মালয়েশিয়ায় এখানেই আছে হৃদরোগের সবচেয়ে ভালো চিকিৎসা। পরীক্ষা করা হলো। ধরা পড়লো চর্বি জমে হৃদযন্ত্রে বন্ধ হয়ে গেছে তিনটি শিরা। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় ব্লক। করতে হবে এনজিওপ্লাস্টি (শিরার মধ্যে বেলুন ফুলিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা)।কিন্তু হাসপাতালে নেই এনজিওপ্লাস্টি করার সুবিধা। যেতে হবে পাশের দেশ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ।কিন্তু মাহাথির মোহাম্মদকে এ কথা জানাতেই বেঁকে বসলেন তিনি। এমনিতেই সিঙ্গাপুরের সাথে খাবার পানি এবং একটা দ্বীপ এর মালিকানা নিয়ে বিরোধ তার উপর প্রবল আত্মসম্মানবোধ। মাহাথির মোহাম্মদ ডাক্তারদের বললেন,"কোন দেশের প্রধানমন্ত্রীর অন্য দেশে চিকিৎসা নিতে যাওয়ার অর্থই হলো সেই দেশের চিকিৎসা ব্যাবস্থা একদমই ভালো না। আমি তো অন্য দেশকে এটা জানাতে চাই না। আপনারা বলুন কত দিনের ভিতর এনজিওপ্লাস্টির প্রযুক্তি দেশে আনতে পারবেন? বিদেশে গিয়ে আমি চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের তো সে সামর্থ নেই। প্রধানমন্ত্রী হয়ে আমি এটা পারবোনা। প্রযুক্তি দেশে আনুন।সেই প্রযুক্তিতেই আমার চিকিৎসা হবে।" ডাক্তাররা অনেকবার তাকে বুঝালেন।কিন্তু মাহাথির মোহাম্মদ তাঁর সিদ্ধান্তে অটল। এর কিছুদিন পর এনজিওপ্লাস্টি না করায় অবস্থা আরো খারাপ হলো মাহাথিরের। হার্ট এটাক হলো তাঁর।উপায়ন্তর না দেখে মালয়েশিয়ার চিকিৎসকরা করলেন হার্ট বাইপাস সার্জারী।সুস্থ হলেন মাহাথির মোহাম্মদ।



এই ঘটনারও তিন বছর পর মাহাথির মোহাম্মদ এর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়েছিলো ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট মালয়েশিয়া।আরো দুই বার হার্ট এটাক হয়েছিল দেশপ্রেমী এ মানুষটির।প্রতিবারই তিনি চিকিৎসা নিয়েছিলেন তাঁর নিজের প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশনে।



বিনম্র শ্রদ্ধা রইল এই মানুষটির প্রতি । বাংলাদেশে এমন একজন শাসকের আজ বড়ই প্রয়োজন ।



আমার হ্যাশ রেসপেক্ট সিরিজ এর প্রথম লেখা পড়তে পারেন । ক্লিক করুন ।

হ্যাশ রেসপেক্ট -

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল এই মানুষটির প্রতি । বাংলাদেশে এমন একজন শাসকের আজ বড়ই প্রয়োজন ।

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:৪২

আমিই মিসিরআলি বলেছেন: স্যালুট ওনাকে

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

টানিম বলেছেন: স্যালুট ওনাকে

৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: আর এদেশের শালার গরুচোরগুলাও দেশের স্বাস্থ্যসেবার গুষ্ঠি উদ্ধার করে ইন্ডিয়া আর সিঙ্গাপুরে যায় বিচি চেকাপ করতে......... X(( X(( X((

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

টানিম বলেছেন: হাহাহাহাহহা ।

৪| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: মাহাথীর মোহাম্মদ একটাই হয়। ইস বাংলাদেশে যদি এমন একজন নেতা থাকতো।আমার সম্মান কনভোকেশনে তিনি ছিলেন প্রধান অতিথী।মুগ্ধ হয়ে তাকে দেখছিলাম আর তার কথা শুনছিলাম।

যোগ্য নেতৃত্ব একটা দেশকে উন্নয়ণের শিখরে তুলতে পারে।তার দৃষ্টান্ত কিন্তু তিনি।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

টানিম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।

৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬

ড. জেকিল বলেছেন: আর আমরা সর্দি হলেও সিঙ্গাপুর যাই :( :( :( :(

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

টানিম বলেছেন: হাহাহাহাহাহা । ঠিক বলেছেন ।

৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্যালুট মাহাথির মোহাম্মদ ,,,,,,,আপনার মতোই যোগ্য নেতা বড়ই দরকার দেশে দেশে,,,,,,,, মোর নিজ দেশে

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

টানিম বলেছেন: Thanks Layla ...

৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬

মোতাব্বির কাগু বলেছেন: বাইপাস ছিল আর এনজিও প্লাস্ট এর ব্যবস্থা ছিল না!!!!
অতি উৎসাহীদের ইতিহাস বিকৃত লেখা না হলেই হয়.।.।।।

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

টানিম বলেছেন: হায়রে মানুষ । আপনারা বেশী জানেন , বুঝেন তাই এই অবস্থা ।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:০২

ঢাকাবাসী বলেছেন: শ্লা আমাদের একটা মাহাথীর বছর বিশেক থাকলেই হত। বড়ই দুর্ভাগা আমরা, আর চান্স নাই। ওরকম মালয়েশিয়াতেও আর আসবেনা।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:১৭

টানিম বলেছেন: আপনে ঠিক বলেছেন ঢাকাবাসী । ধন্যবাদ

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:২৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভালু লোক এইদেশে থাকে নাহ্

২৯ শে মে, ২০১৩ রাত ৩:৩৭

টানিম বলেছেন: সত্য বলেছেন । আপনাকে ধন্যবাদ

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১১

ফারজানা শিরিন বলেছেন: সালাম ।

ধন্যবাদ । ভালো একজন মানুষের সাথে পরিচয় করায় দিলেন ।

৩০ শে মে, ২০১৩ রাত ২:১২

টানিম বলেছেন: ধন্যবাদ শিরিন । আপনার মন্তব্যের জন্য । ভালো থাকুন ।

১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪৮

গ্রীনলাভার বলেছেন: "কোন দেশের প্রধানমন্ত্রীর অন্য দেশে চিকিৎসা নিতে যাওয়ার অর্থই হলো সেই দেশের চিকিৎসা ব্যাবস্থা একদমই ভালো না।" - মনে হল রুপকথার কোন উক্তি। আমরা অভাগা। :( :(

০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৮

টানিম বলেছেন: আমরা তো শুধু আজকে থেকে অভাগা না । হাজার বছর ধরে অভাগা । ধন্যবাদ

১২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট টু হিম।

পোস্টে +++ :)

০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৮

টানিম বলেছেন: ধন্যবাদ ডাক্তারনী । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.