নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:১০

আশরাফুলকে নিয়ে একটা গল্প বলি।

তখন সে জাতীয় দলের ক্যাপ্টেন। এর মধ্যে কান্ট্রি ক্রিকেট খেলতে গেছে । সেখানে যাওয়ার পর দলের কোচ দেখলো এই ছেলেতো নেটে অসম্ভব ভালো ব্যাটিং করে, কিন্তু ম্যাচে এত বাজে শট খেলে আউট হয় কেন? কোচের ধারণা হলো এই ছেলের সমস্যা মানসিক। নিয়মিত অনুশীলন বাদ দিয়ে তার জন্য রাখা হলো সাইক্রিয়াটিস্ট।



আশরাফুল কান্ট্রি খেলে দেশে ফিরলেন। এয়ারপোের্ট মুন্নি সাহার মত কেউ তাকে জিগ্গেস করলো, আপনার অনুভুতি কি? আপনাকে নিয়ে ওখানে কি বলেছে? লাইভ টিভিতে আশরাফুল উত্তর দিলো,

- আমার তো খুব ভাল্লাগসে! আমারে বলসে, আমার সব কিছু ঠিকঠাক, খালি সমস্যা আছে, মানসিক।



আমার নিজের চোখে দেখা। জাতীয় দলের অধিনায়ক বলছেন তার নাকি মানসিক সমস্যা! আশরাফুল বরাবরই এমন বোকাসোকা একজন মানুষ। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল কোন নায়িকা তার পছন্দ? সে পছন্দ করেছিল, বাংলা সিনেমার একজন এক্সট্রাকে। নায়িকাকে নয়।



এমন গাধা টাইপের একজন মানুষের ম্যাচ ও স্পট ফিক্সিং সংক্রান্ত বিবৃতি এমন ডিটেইল হবে, আমি ব্যাপারটা বিশ্বাস করতে পারছিনা। আশরাফুলের অংক জ্ঞান যদি এত ভালো হত, তাহলে নিজের ক্যারিয়ার স্ট্যাট নিয়ে সে আরো অনেক বেশি সচেতন থাকতো। এই জটিল হিসাব তার করতে পারার কথা না। এখানে আরো অনেক বড় প্লেয়ার আছে, এবং তারা সবাই ক্রিকেট প্লেয়ার না। আমি নিশ্চিত ব্যাপরটা অনেকটাই পলিটিক্যাল এবং আশরাফুলের হাতের বাইরে।



বারবার ইণ্ডিয়ার নামটা আসছে এবং তাদের সাথে ম্যাচগুলোও আসছে। অন্য কিছু আসছে না। এটা কি তাদের লজ্জাজনক হারের প্রতিশোধ? ঠিক যেমন করে তারা আইসিএল করে অনেক দেশের সাথে সাথে আমাদের দেশের প্রমিসিং ক্রিকেটারদের ধ্বংস করে দিয়েছিল? আইপিএল করে মোটা অংকের টাকা দেখিয়ে অন্যান্য দেশের ক্রিকেটারদের ফিটনেসের আর কমিটমেন্টের বারোটা বাজিয়ে ছিল? কেন জানি মনে হচ্ছে একটা বিশ্রি পরিস্থিতির শিকার আমরা হবো। যেহেতু আমরা কোনদিন নিজেদের দেশের মানুষের পাশে দাড়াই না, এখানেও দাড়াবো না। আশরাফুলের জন্য খারাপ লাগছে। তার কপালে দুঃখ আছে। যারা তার পাশে থাকবে বলসে, এবং তাকে এখন বলির পাঠা বানাচ্ছে, তারা অবশ্যই তার খোঁজ খবর নিবে না। সাপোর্টাররাও তার দিকে আর মুখ ফিরে তাকাবে না। বাংলাদেশের গোল্ডেন বয়ের স্থান হবে ক্রিকেট ইতিহাসের অন্ধকারতম কোনে।





সংগৃহীত ।



ধন্যবাদ সবাইকে ।



১/ শেন ওয়ার্ন ম্যাচ পাতানোর দায়ে কোথায় ধরা পড়েছিলেন ?



উত্তর - মুম্বাইতে



২/ হার্শেল গিবস কোথায় ম্যাচ পাতিয়ে ধরা পড়েছিলেন ?



উত্তর - মুম্বাইতে



৩/ ওয়াসিম আকরাম এর সাথে কোন বুকির যোগাযোগ ধরা পড়েছিলো ?



উত্তর - মুম্বাই ভিত্তিক ডন ছোটা শাকিলের সাথে।



৪/ আযহারউদ্দিন , জাদেজা এর সাথে কোন দেশী বুকিদের যোগাযোগ ছিলো ?



উত্তর - ভারতীয় বুকিদের



৫/ আইপিএল , বিপিএল , শ্রীলংকার এসএসপিওএল এ কোন দেশী বুকিরা জড়িত ?



উত্তর - ভারতীয়



আইসিসি , এইসব বালছাল তদন্ত - শাস্তি এইসব বাদ দিয়ে ভারত নামক দেশটাকে ক্রিকেট থেকে বহিষ্কার করু , দেখবেন সব ঠিক হয়ে যাবে।

ক্রিকেট আবার কলঙ্কমুক্ত হবে। যত নষ্টের গোড়া এই ইন্ডিয়া।



সেই সাথে পাইক্কারা তো আছেই, ক্রিকেট থেকে এই ফাকিস্তান আর ভারতরে নিষিদ্ধ করা উচিত কয়েক বছরের জন্য। পুরাই নষ্ট করে দিল ক্রিকেট জগতরে ।



আর বাংলাদেশী ক্রিকেটার জড়িত থাকলে অবশ্যই কঠিন শাস্তি দেয়া হোক , যাতে আর কেউ সাহস না পায় এই কাজ করতে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:১৯

আবুল হাসান নূরী বলেছেন: খেলোয়ারদের পাওনা টাকা সময়মত পরিশোধ না করাও স্পট ফিক্সিংয়ের কারণ। অপরাধ স্বীকার করায় আশরাফুলের মত খেলোয়ারেরা শাস্তি পাবে, কিন্তু ঢাকা গ্লাডিয়েটর্সের মত মালিকপক্ষরা সবসময় নিরাপদেই থেকে যাবে।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

টানিম বলেছেন: সহমত আবুল হাসান ভাই ।

২| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২১

মাহমুদ০০৭ বলেছেন: পোস্টের সাথে একমত ।
আমিও বিশ্বাস করি না ।
আশারাফুল চাইলে অনেক আগেই এসব করতে পারত আইসিএল এর সময় >
আর কেউ না থাক জনগনের অবশ্যই আশারাফুল এর পাশে থাকা উচিত ।
আশরাফুল খারাপ খেলে গালি দেই কিন্তু আশরাফুল এরকম
যারা অকে চিনে তারা বলতে পারবে না ।
এর পিছনে অনেক গভীর ষড়যন্ত্র আছে ।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

টানিম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই । শুভকামনা থাকলো ।

৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

সাজিদনজরুল বলেছেন: আশরাফুল মানে ছাগল, আমি ওয়েই ছাগলের সাপোর্টার নই। ছাগল টা কে লাথি মারা উচিত

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

টানিম বলেছেন: হাহাহ । কিন্তু এভাবে না । সে ভালো পারফরমার না এখন । তারে তাড়ানো যাবে । এভাবে না । আমি যেটা বুঝি । ধন্যবাদ

৪| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

টানিম বলেছেন: এক ম্যাচে স্পট ফিক্সিংয়ের জন্য আশরাফুলকে কন্ট্রাক্ট করা হয়েছে। বলা হয়েছে তুমি ২০ রানের উপরে করবা, কিন্তু ৩০ রানের কম। তাহলেই তোমাকে ২৫ লক্ষ টাকা দেয়া হবে।
তো আশরাফুল যথারীতি ক্রিজে গিয়ে অনেক চেষ্টাটেষ্টা করেও ১৭ রানের বেশি করতে পারল না। বেজার হয়ে ফিরে এসে বুকিকে বলল, 'ভাই, মাপ কইরা দেন, ট্রাই করেছি, কিন্তু প্রতিপক্ষের বোলাররা এত ভালো ছিল যে কিছুই করা গেল না।'
বুকি বলল, 'না, না, ঠিক আছে। এই যে তোমার ২৫ লক্ষ টাকা।'
আশরাফুল অবাক হয়ে বলল, 'কিন্তু আমি তো ২০ রানের বেশি করতে পারি নাই!'
বুকি হেসে বলল, ' কোনো অসুবিধা নাই। বাজির শর্তটা আসলে অন্যরকম ছিল। আমি বাজি ধরেছিলাম যে আশরাফুলকে এমনকি ২৫ লক্ষ টাকা দিলেও সে ২০ রানের উপর করতে পারবে না। তুমি সেটাই প্রমান করে দেখিয়েছ।'


Arif Jebtik ...

৫| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪২

টানিম বলেছেন: কারো সময় থাকলে এই পোস্ট পড়ে আসতে পারেন । কাজে লাগবে ।
প্লেনের কোন সিটে বসবেন ? আসুন জেনে নিন

৬| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

মাজহারুল হুসাইন বলেছেন: ভারতের আইপিএলের দূর্ণিতি থেকে চোখ ফেরানোর কৌশল নয় তো ?

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৬

টানিম বলেছেন: আপনার ধারনা অনেকংশে প্রাসংগিক । ধন্যবাদ

৭| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

দি সুফি বলেছেন: এর মধ্যে কান্ট্রি ক্রিকেট খেলতে গেছে -- কাউন্টি ক্রিকেটের কথা বলছেন?

আজকের প্রথমআলোর ঘটনা যদি সত্য হয়, তাহলে আশরাফুল, সুজন, পাইলট, রফিক, ঢাকা গ্লাডিয়েটরের মালিকসহ সংশ্লিষ্ট সকলের কঠোর শাস্তি দাবি করছি।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৬

টানিম বলেছেন: জি । আপনাকে ধন্যবাদ /

৮| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:১৭

আরাফআহনাফ বলেছেন: সহমত@আবুল হাসান

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৬

টানিম বলেছেন: ধন্যবাদ

৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫০

এস বাসার বলেছেন: একদম ঠিক। বানচোত ইন্ডিয়ানরা ক্রিকেটকে জুয়ার আখড়ায় পরিনত করেছে।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০০

টানিম বলেছেন: কথা সত্য । ধন্যবাদ

১০| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:১০

হুমায়ুন তোরাব বলেছেন: ছাগলের তিন নাম্বার আচ্ছা হলে যা হয় আর কি।
জার্সির পিছে ৭৫ লিখা থাক্ত তাইলে দেখতেন কি হয় তো ।
ইন্ডিয়া একটা *দার *দ মারকা দেশ ।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১১| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

রিফাত হোসেন বলেছেন: বেটার ডাব্বা মারার কাহিনী এইটাই !

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

১২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:২২

সৌম্য বলেছেন: আইসিসি ট্রফি জেতার পড়ে প্রাইম মিনিস্টার সবাইকে একটা করে জমি আর একটা করে গাড়ি গিফট করছিলো। একজন ক্রিকেটার ঐ জমিটা দিয়ে দিছিলো এলাকায় স্কুলের জন্যে আর গাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে স্কুল ঘর তুলে দিছিলো। ব্যাপারটা আমাদের মিডিয়াতে খুব একটা আগ্রহ দেখা যায়নি। অল্প কয়েকটা পেপারে ছাপা হইছিলো। সেই ক্রিকেটার বলছিলো- ভাই আমি তো পড়া লেখা কিছু শিখিনাই। খুব গরীব ঘরের ছেলে। আমার মহল্লার ছেলে মেয়েরা যেন পড়াশুনাটা শিখে।
সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্যা ম্যাচ।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০০

টানিম বলেছেন: সার্থক । সার্থক । আপনার মন্তব্যে আমি ধন্য সৌম্য ভাই । দারুন ।

১৩| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:২৪

মেকগাইভার বলেছেন: আমাদের আশরাফুল রে কালার করতে চায়?
ইন্ডিয়াকে ১০ বছরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় দেয়া হোক।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

টানিম বলেছেন: হ । ইন্ডিয়াকে ১০ বছরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় দেয়া হোক। আর ওদের প্লেয়ার গুলাকে আমাদের ক্লাব ক্রিকেট খেলতে দেয়া হউক । বাকি মজা আমরা বুঝামু ।

১৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আইসিসি , এইসব বালছাল তদন্ত - শাস্তি এইসব বাদ দিয়ে ভারত নামক দেশটাকে ক্রিকেট থেকে বহিষ্কার করু , দেখবেন সব ঠিক হয়ে যাবে।
ক্রিকেট আবার কলঙ্কমুক্ত হবে। যত নষ্টের গোড়া এই ইন্ডিয়া।

একমত।
সেইসাথে যোগ করব বিপিএলও ভারতের মাথা ব্যাথার একটি বড় কারন।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.