নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

এরশাদ সাহেব কি মাঝে মাঝে ইয়াবা সেবন না করে কথা বলেন ?

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৩



১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর সময় এরশাদ ছুটিতে রংপুর ছিল। কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে সে পাকিস্তান চলে যায় এবং পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে,৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর কমান্ড্যান্ট হিসেবে। এবং ১৯৭২ পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য পাকিস্তানে থেকে চেষ্টারত বাঙালি অফিসার ও সৈনিকদের বিচারের জন্য ‘পশ্চিম পাকিস্তানে’ গঠিত সামরিক আদালতে বিচারকের দায়িত্বও পালন করেছিল।



জানা যায় যুদ্ধের সময়ও সে অসুস্থ পিতাকে দেখার জন্য একবার বাংলাদেশে এসে আবার পাকিস্তানে ফিরে যায় এবং বাঙ্গালীদের শাস্তি দেবার কাজই চালিয়ে যায়।



হ্যাঁ, একজনের বিচার সে করতে পারেনি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যিনি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমানবাহিনীর বিমান ছিনতাই করে দেশের পথে ফেরার সময় শহীদ হন।



আর সেই লোক , সেই বিশ্ববেহায়া খুনি, মীরজাফর এরশাদ প্রায় এক দশক বাংলাদেশকে নির্মম ধর্ষণ করে আজও দাড়িয়ে আছে ক্ষমতার গুরুত্বপূর্ণ গুটি হিসেবে।



আমরা তাকে নিয়ে হাসি ,সার্কাসের জোকার ভাবি কিন্তু ভুলে গেছি তার ক্ষমার অযোগ্য নিযুত অপরাধের কথা।



আমরা আর কতকাল গোল্ডফিশের স্মৃতিশক্তি সম্পন্ন জাতি থাকব !!!



এরশাদ দেখি আপনে কিভাবে জিতেন । এই সব ব্রিফিং দেয়ার সময় কি একবারও অতীত মাথায় আসে না ।



আমি শান্তি চাই । ধন্যবাদ

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২০

বিবর্ণ সময় বলেছেন: এরশাদ দেখি আপনে কিভাবে জিতেন । এই সব ব্রিফিং দেয়ার সময় কি একবারও অতীত মাথায় আসে না ।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৪

টানিম বলেছেন: হাহাহাহ । ধন্যবাদ

২| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩১

নতুন বলেছেন: আপনার টেকা নাই তাই কেউই আপনার কথা সুনবেনা.. :(

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৫

টানিম বলেছেন: জি । আপনার কথা ঠিক । ধন্যবাদ

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৭

মুক্তকণ্ঠ বলেছেন: কন কী! ঘটনা কি হাছা নাকি? B:-)

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৯

টানিম বলেছেন: জ্বি হ্যা । ধন্যবাদ

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৪

রাজীব বলেছেন: উনিতো জিতেই আছেন। আপনি কি ভুলে গেছেন তিনি মহাজোটের একজন বড় অংশীদার

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮

টানিম বলেছেন: জি আমি ভুলে গেছিলাম । ধন্যবাদ

৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮

রাতুল রেজা বলেছেন: এটা কি সত্যি? তাই যদি হয় তাহলে এরশাদ তো গোআ , নিজামীর থেকেই বড় রাজাকার

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৯

টানিম বলেছেন: তা আর বলতে মশাই । ধন্যবাদ আপনাকে ।

৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১:১০

জিয়া চৌধুরী বলেছেন: এরশাদ দেখি আপনে কিভাবে জিতেন । এই সব ব্রিফিং দেয়ার সময় কি একবারও অতীত মাথায় আসে না

০২ রা জুন, ২০১৩ রাত ১:১১

টানিম বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১:৩৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
নতুন ইতিহাস শিখতে হয় প্রতিনিয়ত -

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

টানিম বলেছেন: সেটাই ভাই । ধন্যবাদ

৮| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:৫৬

নানাভাই বলেছেন: রাতুল রেজা বলেছেন: এটা কি সত্যি? তাই যদি হয় তাহলে এরশাদ তো গোআ , নিজামীর থেকেই বড় রাজাকার

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

টানিম বলেছেন: কেন সত্য নয় ? জানতে পারি ? ধন্যবাদ

৯| ০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: তথ্যগুলা তো জানা ছিলনা - যদি এসব সত্য হয় তাহলে এরকম একটা মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হয় কেমনে ??? !!!! সারপ্রাইসড!

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

টানিম বলেছেন: হুম সারপ্রাইসড! আরও সারপ্রাইসড হবার বাকী আছে । ধন্যবাদ

১০| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

নীল সুমন বলেছেন: কথা সত্য....সূত্র: Click This Link

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৫

টানিম বলেছেন: ধন্যবাদ নীল সুমন । ভালো থাকুন ।

১১| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাইন রানা বলেছেন: তাই নাকি? তাহলেতো যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৬

টানিম বলেছেন: তাই নাকি আবার কি ??? বুঝেন না ??? কি হচ্ছে ? ধন্যবাদ

১২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.