নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

চোখের বদলে চোখ : আমিনি বাহরামী (ইরানী নারী)

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫









আমিনি বাহরামী । জন্ম ১৯৭৮ তেহরান । যার দুটো চোখ মুখ এসিডে ঝলসে দিয়েছিল মাজেদ মোভাহেদী নামের এক নরপশু । আমিনি আন্তর্জাতিক বির্তকে আসেন তার তার চোখের বদলে চোখ নীতির কারনে । তিনি আদালতে তার মামলা চলার সময় আর্জি করেন যে তাকে এসিড মেরেছিল তাকে যেন ঠিক একই ভাবে এসিডে চোখ ঝলসে দেয়া হয় । তার প্রার্থনা আদালত মন্জুর করেন শরিয়া আইনের কিসাস নীতির আলোকে । কিসাস নীতি হচ্ছে : সমান প্রতিশোধ ।




তেহরান বিশ্ববিদ্যালয়ে আমিনি এর সহপাঠী ছিল মাজেদ (নরপশু)। মাজেদের প্রেমের প্রস্তাবে আমিনি সাড়া না দেয়ায় সে এসিড এ ঝলসে দেয় আমিনির সুন্দর মুখশ্রী । যার ফলে তার দুই চোখ অন্ধ হয়ে যায় । ইরান সরকার ২৩ হাজার ডলার খরচ করেছিল তার উন্নত চিকিৎসার জন্য ।







অপরাধী মাজেদ ।



ট্রায়াল এবং আমিনি :



আমিনি তার ট্রায়ালে মাজেদের বিপক্ষে সাক্ষ প্রমান দেন এবং তার সাথে এমন অপরাধের জন্য মাজেদের চোখ এসিডে ঝলসে দেয়ার জন্য প্রার্থনা করেন । আমিনি বলেন , নরপশু মাজেদের চোখে ২০ ফোটা এসিড ঢালা হউক ।



ইরানের পাবলিক প্রসিকিউটর, মাহমুদ সালারকি সেটা মন্জুর করেন এবং তিনি সেটার পাবলিক মিডিয়া এক্সেস দেন যাতে এই ধরনের সামাজিক অপরাধ কমে । এই ধরনের অপরাধের যাতে সর্বোচ্ছ শাস্তি হয় সেটা তিনি সবাইকে সচে্তন করতে চেয়েছিলেন । যদিও মানবাধিকার সংঘটন এই শাস্তির তীব্র নিন্দা জানায় (গান্জুটিও গুলার তো কোন কাম কাজ নাই )







শাস্তি এপ্রিল ১৫, ২০০৯ এই দিন ধার্য করা হয় । মাজেদ উচ্ছ আদালতে আ্যাপিল করেন , সেটা নামন্জুর হয় পরের বছর । নতুন তারিখ ধার্য করা হয় মে ১৪, ২০১১। কিন্তু কোন এক কারনে সেটা অনির্দষ্ট কারনে পিছিয়ে যায় ।



জুলাই ৩১, ২০১১ তে আমিনি বাহরামী তাকে ক্ষমা ভিক্ষা দেন এবং বলেন তার এই সিদ্ধান্ত তার দেশের জন্য নিয়েছেন ।





সালাম তোমায় আমিনি বাহরামী । তুমি চিরদিন বেচে থাকবে ।



ধন্যবাদ

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

টানিম বলেছেন: আমার আরও কিছু লেখা : পড়ে আসতে পারেন ।
১। পুরাই অস্থির ১০টি ছবি । ফটোগ্রাফি চিন্তা করলে ভুল করবেন -২

২। বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানীদের কথা কতটা মনে রাখি ?

3. প্রানের শহর ঢাকার খাবার সমগ্র । আমি দিলাম ,কিছু বাদ পড়লে আপনারা দিবেন

২| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৯

তুষার আহাসান বলেছেন: পোস্টে প্রথম ভাল লাগা।

১১ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

টানিম বলেছেন: Dekcen je atai onk/// samu te aisob post kew dekhe na ... ai post a jodi sunodri kono niyakar pic ditam tobe dekten kmn hit porto ... hotash ..

৩| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: বীভৎস :(

অমানুষগুলর সাথে অমানবিক আচরন না করলে আমার মতে মানবিকতা হারায়

আর ইন্টারন্যাশনাল , মানবাধিকার সার্কাস ছাড়া আর কিছু বলে মনে হয় না :( :(

১১ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: ইস এই আইনটা এক্ষুনি এদেশে চালু করতে পারতাম সাথে সেইরকম বিচারক। কত্তো ভালই না হতো। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।

১১ ই জুন, ২০১৩ রাত ১০:১৫

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ ঢাকাবাসী । পোস্ট অনেকেই এড়িয়ে গেলেন বুঝলাম না কি সমস্যা ।

৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

শুঁটকি মাছ বলেছেন: ক্ষমা শব্দটা মহৎ মনের মানুষের জন্যেই সংরক্ষিত!
সালাম আমিনি!

১২ ই জুন, ২০১৩ রাত ১:০০

টানিম বলেছেন: Thanks ....

৬| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

এরিস বলেছেন: ক্ষমা!! একটি ক্ষমা কি পারবে আনাচে কানাচে লুকিয়ে থাকা হাজার মাজিদের মানসিকতা বদলে দিতে?? একটি ক্ষমাতে যদি একটি মাজেদ ভালো হয়, আমিনি সার্থক, আমিনি মাজেদের মতো হিংস্রতার পথ খুঁজে পেয়েও কাজে লাগায়নি।

১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

টানিম বলেছেন: ধন্যবাদ এরিস ।

৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৭

নীল_সুপ্ত বলেছেন: পোস্ট পড়ে অনেক ভালো লাগলো... একটা অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে এই ঘটনাপ্রবাহে... দারুণ সেটা...

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.