নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

নিকৃষ্টতম পঁচিশ দেশের মধ্যে ভারত আছে , বাংলাদেশ নাই ।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২২





শান্তির মাপকাঠিতে পৃথিবীতে বসবাস যোগ্য নিকৃষ্টতম পঁচিশটি দেশের মধ্যে স্থান করে নিল ভারত। মঙ্গলবার দ্য গ্লোবাল পিস ইনডেক্সের (জিপিআই) প্রকাশিত তালিকা অনুযায়ী ২০১২তে বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তির নিরিখে ভারতের স্থান ১৪১। এই তালিকা অনুযায়ী প্রতিদিন ভারতে অভ্যন্তরীণ হিংসার শিকার হয়ে প্রাণ হারান দুদজনের বেশি মানুষ। জীবন বিপন্ন হয় অন্তত ৭৯৯ জনের। তবে নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিন্তু এই তালিকায় বেশ খানিকটা এগিয়ে ভারতের থেকে।



২০১২ তম ভারতে ক্রমবৃদ্ধিমান রাজনৈতিক হিংসা, কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিবেশ, জঙ্গী হানা, সাধারণ মানুষের অপরাধমনস্কতা, প্রতিরক্ষা খাতে ভারতের প্রচুর অর্থব্যয়, মাওবাদী সমস্যা এবং সীমান্তে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির জেরে জিপিআইয়ের শান্তিপূর্ণ দেশের তালিকায় নীচের দিকে ঠাঁই মিলেছে ভারতের। তবে ২০১১-এর তুলনায় এই তালিকায় তিন ধাপ এগিয়ে এসেছে ভারত। প্রত্যাশিত ভাবেই এই তালিকায় ভারতের থেকেও বেশ খানিক নীচে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ভারতীয় উপমহাদেশের মুখ রক্ষা করে পৃথিবীতে বসবাসযোগ্য সেরা ২০টি দেশের মধ্যে ঠাঁই করে নিয়েছে ভুটান। জিপিআই এর তালিকা অনুযায়ী পৃথিবীর সর্বাধিক শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। মধ্য আফ্রিকা রিপাবলিকান এই তালিকায় সবথেকে নীচের জায়গাটি দখল করে আছে। তবে সারা পৃথিবীতেই ২০১১-এর তুলনায় শান্তি কমেছে ৫%।



ভালো দেশের মাঝে ১ নাম্বারে আছে , আইসল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড, কানাডা,জাপান, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, স্লোভানিয়া, ফিনল্যান্ড। ... বাংলাদেশ আছে - ১০৫ নাম্বারে , মোট দেশ ১৫৮টির মাঝে ।





সোর্স :

নিকৃষ্টতম পঁচিশ দেশের মধ্যে ভারত আছে , বাংলাদেশ নাই ।



View this link





মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

টানিম বলেছেন: আমার এই পোস্টের দোষ কি ছিল ? সামুর কোথাও স্থান পেলো না ???

চোখের বদলে চোখ : আমিনি বাহরামী (ইরানী নারী)

পুরাই একটা বোগাস অবস্থা চলছে এই ব্লগে ।

২| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ। শান্তির বাংলাদেশ!!


ভাবেতো মনে হয়...লেজকাটা শৈয়াল.. ভারত বুঝী তাই ভাদাদের দিয়ে আমাদের দেশ সংঘাতের রাজনীতি করে তাদের মতো লেজ কাটাতে চাইছে!!!

কিন্তু আমরা শান্তিকামী বাংলাদেশীরা কখনোই তা হতে দেবনা। ইনশাল্লাহ।

বাংলাদেশ আরও উপরে উঠুক।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

টানিম বলেছেন: ভার‌ত মাতা কিছুই করতে পারবে না আমাদের । আমরা আমাদের সবকিছু বজায় রেখে বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াবো । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ ১০৫ নম্বরে ২০১৩ সালে, ৯১ ছিল ২০১২ সালে

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

টানিম বলেছেন: সরি । আমি লিস্টের নিচের দিকে বেখায়েল এই ডাটা দিছি। ধন্যবাদ

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

আতা2010 বলেছেন: রেন্ডিয়ার (ইন্ডিয়া) হিন্দুরা ছিল ব্রিটিশ রাজাকার। Click This Link

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

টানিম বলেছেন: হাহাহাহাহ । মজা পেলাম ।

৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাশাল্লাহ।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

টানিম বলেছেন: ধন্যবাদ

৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

নীলতিমি বলেছেন: ভারত - পাকিস্তান কোনো দেশ হইলো ! X( X(

বাংলাদেশ সোনার দেশ। রাজনৈতিক অস্থিরতা না থাকলে এদেশের পরিশ্রমী মানুষ এতদিন দেশটামে উন্নতির শেখরে নিতে পারতো ! :(

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪২

টানিম বলেছেন: সঠিক কথা । ধন্যবাদ

৭| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

ডাঃ নাসির বলেছেন: সন্ত্রাসদমনের কারণেই বাংলাদেশ এগিয়েছে।

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩

টানিম বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব ।

৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশ সোনার দেশ। রাজনৈতিক অস্থিরতা না থাকলে এদেশের পরিশ্রমী মানুষ এতদিন দেশটামে উন্নতির শেখরে নিতে পারতো

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

টানিম বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট । ভালো থাকুন ।

৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:৩৭

টানিম বলেছেন: ধন্যবাদ সকলে পোস্ট পড়ার জন্য ।

১০| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

কালোপরী বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.