নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

ওয়ালেট পিছনের পকেটে রাখবেন না ।একটি পুরুষালী স্বাস্থ্য ব্লগ ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬





দরকারী পোস্ট । আশাকরি ব্লগের পুরুষ ভাইদের দৃষ্টি এড়াবে না ।



আপনে , আমি আমাদের ওয়ালেট / মানিব্যাগ প্যান্টের কোথায় রাখি ?



অবশ্যই বলবেন পিছনের পকেটে । তাই না ???





আজ থেকে না রাখার চেষ্টা করবেন । কারন :



কখনো মানিব্যাগ আপনার প্যান্টের পেছনের পকেটে রেখে বসবেন না!

যারা মানিব্যাগ প্যান্টের পেছনের পকেটে রেখে কোথাও বসে বা মানিব্যাগের উপরে বসে তাদের ভবিষ্যতে সিয়াটিকা অথবা পিঠের ব্যাথায় ভোগার সম্ভাবনা সবচেয়ে বেশী। ছেলেদের পিঠ ব্যাথার জন্য এটা অন্যতম প্রধান কারন। তাই নিজে সতর্ক হোন এবং শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।







ব্লগের ডাক্তার ভাই - বেরাদারদের দৃষ্টি গোচর হলে আমাদের আশা করি সৎ উপদেশ দিয়া বাধিত করবেন ।





ধন্যবাদ

মন্তব্য ৬১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনার কথা ঠিক।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

টানিম বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

সাকিব শাহরিয়ার বলেছেন: ভাই আর রাখুম না।.।।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

টানিম বলেছেন: ভাইরে নতুন প্লেস খুজতে হবে ! ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

হাবিব০৪২০০২ বলেছেন: সুন্দর পোস্ট

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

টানিম বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

তানজিমস্‌ বলেছেন: বড় বাঁচন বাঁচাইলেন ভাই... অসংখ্য ধন্যবাদ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

টানিম বলেছেন: খিক খিক । ধন্যবাদ

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

আদার ব্যাপারি বলেছেন: তাইলে দুই পায়ের মাঝখানে একটা পকেট দিতে হইব। পুরা ব্যালেন্সড হয়ে যাবে।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

টানিম বলেছেন: চরম আদার বেপারী ।পুরা সেইরাম । এই ঈদের নতুন ফ্যাশান !!! হাহাহাহাহা হাহাহা ..।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

হ্যাপি পেঙ্গুইন বলেছেন: Sabdhan korar jnno dhonnobad..

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

টানিম বলেছেন: পেঙ্গুইন তার আবার ওয়ালেট লাগে নাকি ????

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

বিবর্ণ ক্যানভাস বলেছেন: সুন্দর পোস্ট!!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

টানিম বলেছেন: Thanks ...

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

মদন বলেছেন: যাদের মানিব্যাগে বেশি মানি আছে তাদের সমস্যা হতে পারে, আমার হবে না। আমি স্লীম আমার মানিব্যাগও স্লীম :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

টানিম বলেছেন: কি কন মদন ভাই ??? আমার তো বিশ্বাস হয় না । আপনার অনেকের থেকে বেশী আছে । আমি শিউর । ধন্যবাদ

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

তারেক বলেছেন: আমার মানিব্যাগ নাই ;) ;) ;) ;) =p~ =p~ =p~

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

টানিম বলেছেন: তারেক ভাইরে , ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডে আছে কয়খানা ?

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

আলফা-কণা বলেছেন: takar thikness er upior depend kore, pithe batha hoybo kina,,,

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

টানিম বলেছেন: ওহো । আমি তো জানতাম না !!! ধইন্যা

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

খাটাস বলেছেন: ভাল পোষ্ট স্যার। কিন্তু মানিব্যাগ টা রাখি কই?

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

টানিম বলেছেন: খাটাস ভাই, আমরা সবাই মিল্লা খুজলি একটা জায়গা তো বাইর হবই । কি কন ? ধন্যবাদ

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮

নতুন বলেছেন:


মানি ব্যাগে সমস্যা হ্ইলে সবাই এই ভাবে টাকা বহন করা শুরু করবে তাহলে...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০

টানিম বলেছেন: একমত । টাকা আসলেই এভাবে বহন করা উচিৎ ।

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

টানিম বলেছেন: ওকে । ঠিক থাকলো । ধন্যবাদ ঢাকা বাসী ।

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

পথহারা নাবিক বলেছেন: আমি আগে থেকেই সামনে রাখি!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

টানিম বলেছেন: ওহো । ভালতো । ধন্যবাদ

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

নতুন বলেছেন: এই সমস্যা প্রচার করে Chiropractor রা তারা হাড্ডি নাড়া নাড়ী কইরা সব সমস্যার সমাধান করে থাকে... যাদের ৯৯%ই ভুয়া জিনিস...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

টানিম বলেছেন: হাছা কচ্ছেন নি ?

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

লজিক মানুষ বলেছেন: এই জন্যেই বলি, বাইক চালাইলে পিঠে ব্যাথা করে ক্যান। :((

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮

টানিম বলেছেন: হো । চরম কৈচেন । ধন্যবাদ

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১

এবার তোরা মানুষ হ বলেছেন: ভাই একপাশে মানিব্যাগ আরেক পাশে একটা রুমাল রাখলেই তো ব্যালান্স হয়ে যায়।আর একটা রুমাল রাখার প্রয়োজনীয়তা কিন্তু কম না।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯

টানিম বলেছেন: এবার তোরা মানুষ নামের সার্থকতা খুজে পেলাম !!! ধন্যবাদ

১৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ওরেব্বাপ!!
মানিব্যাগই নাই .।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯

টানিম বলেছেন: কি কন মিয়াভাই ??? হাছা নি ???

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৩

ভবঘুরে তানিম বলেছেন: খুব বেশি দরকার না পড়লে মানিব্যাগ নিয়া বের হই না। বের হলেও সামনের পকেট এ রাখি, পকেটমার দের ভয়ে =p~ =p~ =p~


ভাল লাগল ।++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

টানিম বলেছেন: তানিম ভালো ছেলে । ধন্যবাদ

২১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯

মামুন রশিদ বলেছেন: তাই ? জেনে ভালো হয়েছে ।



আমি ৫/৬ বছর ধরে ছোট ওয়ালেট ইউজ করি এবং প্যান্টের সামনের বাম পকেটে রাখতে স্বাচ্ছন্দ বোধ করি ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

টানিম বলেছেন: তাই নাকি ? আমাদের আরও আগে শেয়ার করতেন । আমরাও এভাবে রাখতাম । ধন্যবাদ

২২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

টানিম বলেছেন: ধন্যবাদ

২৩| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৪

আলফা-কণা বলেছেন: Back-pain is directly proportional to the thickness of money :D

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

টানিম বলেছেন: হাহাহাহাহাহ । মজা পেলাম । আলফা কণা । ধন্যবাদ

২৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৫

জগ বলেছেন: +++++++++++
পিছনে রাখলে পকেট মাইর হওয়ার সম্ভবনা কি বেশি?

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

টানিম বলেছেন: হুম । পকেট মাইর হবার সম্ভবনা থাকে । ধন্যবাদ

২৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২৮

ভিটামিন সি বলেছেন: আমার মানিব্যাগ খুচ পাতলা স্লিম সাইজ। ৩/৪ টা কার্ড আর ২০/৩০ ডলার রাখি। তারপরেও কোথাও বসতে হলে খুলে নিয়ে ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিয়ে বসি। মানিব্যাগ পিছনের পকেটে থাকলে আমি বসতে পারি না। একটু মোটা হইয়া গেছি। ৭ মাসে বাড়ছে ৩.৮৯ কেজি। বর্তমানে ৭৯.৯৩ কেজি। জানি না আমার কপালে কি আছে।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

টানিম বলেছেন: দয়াময় আপনার সহায় হোন । ভালো থাকুন।

২৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

আমি সবসময় পিছনের পকেটে রাখি।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

টানিম বলেছেন: ভালু । অনেক ভালু ।

২৭| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০০

আর.হক বলেছেন: আমার দুলাভাই মানির জন্য কোন ব্যাগ ইউজ করে না। দুনিয়া ঘুরে বেড়ায় একটা ছোট্ট ডায়েরি নিয়ে। সেটাই তার মানি ডায়েরী।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

টানিম বলেছেন: গভীর কথা । ভালো থাকুন

২৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

একজন ঘূণপোকা বলেছেন: কথায় মিয়া টানিম তোমার যুক্তি আছে। কিন্তু মানি ব্যাগটা রাখি কই

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

টানিম বলেছেন: সেটা আমরা সবাই মিল্লা বের করাম। ওয়েট । ধন্যবাদ

২৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

নীল জানালা বলেছেন: ওয়ালেটতো নাই। যদি কোনদিন োয়ালেটের মালিক হই তাইলে ওইটা রাখার লাইগা কামলা রাখুম বৈলা ভাবতাসি।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২

টানিম বলেছেন: দারুন ভাইডি । চরম কথা কৈচেন ।

৩০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

মিত্রাক্ষর বলেছেন: মিডিল স্ট্যাম্প বরাবর একটা পকেটে রাখলেই হয়, মিডিল স্ট্যাম্পের গার্ড হিসেবেও কাজ করবে :P

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহা । হাসি তো বন্ধ হয় না । দারুন ।

৩১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

মিত্রাক্ষর বলেছেন: মিডিল স্ট্যাম্প বরাবর একটা পকেটে রাখলেই হয়, মিডিল স্ট্যাম্পের গার্ড হিসেবেও কাজ করবে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.