নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

টুথপেস্ট কিনুন তবে একটু মনযোগ দিয়ে । অবশ্যই পড়বেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮





লেখাটি শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় । দেশ - বিদেশের যে কেউই এই ব্লগ থেকে উপকৃত হতে পারবেন ।



রেগুলার ২ বেলা / ১ বেলা কেউ টুথপেস্ট ইউজ করেন না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল । আমার এই ব্লগটা শুধু একটু সচেতনতা বাড়াবে । যখন কিনবেন তখন একটু মনযোগ দিয়ে একটা প্যারামিটার খেয়াল করবেন ।







যখন টুথপেস্ট কিনবেন তখন পেস্টের প্যাকেটের ঠিক নিচে একটা হালকা লম্বা দাগ দেখতে পারবেন । ইয়েস , এই দাগটা দেখেই আপনাকে কিনতে হবে ।







যদি সবুজ দাগ দেখেন তবে সেটা পুরাই ন্যাচারাল টুথপেস্ট ।

নীল থাকলে - ন্যাচারাল + মেডিসিন যুক্ত পেস্ট ।

লাল থাকলে = ন্যাচারাল + ক্যামিকেল কোম্পজিশন যুক্ত ।

কালো থাকলে = পিউর ক্যামিকেল যুক্ত পেস্ট ।










কেনার আগে দেখে শুনে বুঝে কিনুন । যা আপনার দাতের সাথে এবং মাড়ির সাথে যাবে সেটাই কিনুন ।





অনেকদিন পরে লিখলাম । ভালো থাকুন । সুস্থ থাকুন । ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

টানিম বলেছেন: আপনাদের মন্তব্য প্রত্যাশী । ধন্যবাদ

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

স্বাধীনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাকেও । উপকারী তথ্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

তারেক বলেছেন: MESAK পেষ্ট গত ১ মাস ধরে ব্যবহার করছি । এই মাত্র দাগ খেয়াল করে দেখলাম ইহা কালো দাগ যুক্ত পেষ্ট। তার পুরাই ক্যামিকাল যুক্ত. X( X( X( X(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

টানিম বলেছেন: হুম । দেখে শুনে বুঝে কিনবেন আগামীতে । ধন্যবাদ

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫১

তারেক বলেছেন: কিন্তু SENSODYNE টা দেখলাম নীল দাগ যুক্ত

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

টানিম বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

বটের ফল বলেছেন: দারুন তথ্য দিলেন ভাই। উপকারি পোষ্ট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

টানিম বলেছেন: ধন্যবাদ বটের ফল । উপকার পাইলে আমার ভালো লাগবে ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

নীলকণ্ঠী বলেছেন: এ লম্বা দাগ আসলে প্যাকেজিং এর কারনে ব্যাবহার করা হয়, এটার সাথে টুথপেস্ট কি দিয়ে বানানো এর কোনও সম্পর্ক নেই।
এটা নতুন একটা গুজব. যেটা সোশ্যাল মিডিয়া গুলো ছড়াচ্ছে...

Click This Link

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

টানিম বলেছেন: আপনার কথা মানতে পারলাম না । আপনে কি দিয়ে দাত ব্রাশ করছেন সেটা জানা আপনার অধিকার । এটা গুজব নয় ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

আমিনুর রহমান বলেছেন:



উপকারী পোষ্ট +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

টানিম বলেছেন: ধন্যবাদ

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

টুম্পা মনি বলেছেন: হু জানলাম। ধন্যবাদ। শুভ সকাল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । সাত সকালে এসে পোস্ট পড়লেন । ভালো থাকুন ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

তারেক হিমু বলেছেন: খুবই দরকারি একটা পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ তারেক ভাই ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

আরজু পনি বলেছেন:

:((

সবুজ মার্ক করা পেস্ট এর খোঁজ দেন :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

টানিম বলেছেন: ওকে দিয়া যাব । আমি আগে জানি ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

ক্লান্ত দুচোখ বলেছেন: হাহাহা... পুরাটাই গুজব, নেটে সার্চ করেন পেয়ে যাবেন!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

টানিম বলেছেন: আপনার পেস্ট দেখুন । এটা গুজব নয় । যা আছে সেটাই বল্লাম । ধন্যবাদ

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার !!!!


++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

টানিম বলেছেন: ধন্যবাদ

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

তেপান্তর মন বলেছেন: যা শুনবেন তা শুনেই বিশ্বাস না করে আগে একটু জাচাই করে দেখুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

টানিম বলেছেন: তাহলে সঠিক খবরটি আগে আমাদের জানান । আমি যাচাই করেই খবর টা দিছি । ধন্যবাদ

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১

কারা বন্দি বলেছেন: যদি গোলাপি , খয়েরি , আকাশী , অথবা অন্যান্য কালার থাকে ???

গিয়ান দিবেন ভালো কথা - সঠিক টা দিন । X(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

টানিম বলেছেন: সঠিক টা কি সেটা জানালে আপনার গিয়ান টা নিতাম । মিছাই ফাল ফারেন ক্যান । এতো জনলে সঠিক নিউজ টা লিখেন সেটা পড়ি ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

শাহরিয়ার নীল বলেছেন: ধন্যবাদ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

টানিম বলেছেন: ধন্যবাদ

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

কারা বন্দি বলেছেন: লেখক বলেছেন: সঠিক টা কি সেটা জানালে আপনার গিয়ান টা নিতাম । মিছাই ফাল ফারেন ক্যান । এতো জনলে সঠিক নিউজ টা লিখেন সেটা পড়ি ।
================================================
ওহে জ্ঞানী ভাই - দয়া করিয়া অন্যান্ন কালারের মাহাত্ত যদি একটু বুঝাইয়া দিতেন .
গোলাপি , খয়েরি , আকাশী, নীল, বেগুনী ---- ইত্যাদি ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

সাদেক বলেছেন: উপকৃত হইলাম

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

সাদেক বলেছেন: উপকৃত হইলাম

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

সাদরিল বলেছেন: জানা ছিলো না।এটা সবার জানা দরকার। আমাদের পেইজে শে শেয়ার দিলাম

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

অচিনপাখি বলেছেন: ফালতু , গুজব.

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

হেডস্যার বলেছেন:
সর্বনাশ !! কত অজানা রে :|

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

সাঈফ শেরিফ বলেছেন: মিথ্যা শেয়ার দেয়া অন্যায়। নিচের লিংকে যান, এটি একটি হোক্স!

Click Here





২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দি সুফি বলেছেন: এটা একটা গুজব। এি রেক্ট্যাঙ্গুলার মার্কগুলোকে বলে আই স্পট (eye spot)

প্রতিটা প্রোডাক্টের গায়ে এর তৈরি উপকরন লেখা থাকে।

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

এম ই জাভেদ বলেছেন: কোম্পানি যদি ইচ্ছা করে সবুজ রঙ ব্যবহার করে কিন্তু ভেতরে ক্যামিকেল দেয় তাহলে কি করব ?

ভেজালের রাজ্যে মার্কেট ভেজাল ময় .......

বাজারে কোন ব্র্যান্ডের টুথ পেস্ট সবুজ রঙ ইউজ করে জানালে ভাল হত।

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

নতুন বলেছেন:

দেখুন কিভাবে পেস্ট বানায়.... সবই ক্যেমিক্যল... ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

টানিম বলেছেন: ধন্যবাদ

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

এম মশিউর বলেছেন: সত্যতা প্রমাণ করুন।।

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: এমনটা তো এই প্রথম জানলাম!


আগে কখনও খেয়ালও করিনি।:(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ আপনাকে ।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: টানিম ভাই এই বিষয়টা যাচাই করে দেখে আমার কাছে স্রেফ গুজব মনে হয়েছে।

আর প্রায় প্রতিটি টুথপেষ্টের প্যাকে এর উপকরণ লেখা থাকে, সেটা দেখে নির্ধারণ করাটাই যুক্তিযুক্ত।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

খাটাস বলেছেন: সত্যি হলে দারুন পোস্ট স্যার। :)
শুভ কামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

টানিম বলেছেন: ধন্যবাদ খাটাস ভাই ।

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

মেডিকো মাকড়সা বলেছেন: দেখে কিনব কিভাবে? পেষ্ট তো খোলা পাওয়া যায় না, প্যাকেট থেকে বের করে তো আর দেখতে পারব না, তাই না?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

টানিম বলেছেন: পেস্টের প্যাকেট দেখতে বলছি , পেস্ট না । আপনে পোস্ট ভালো করে পড়ার অভ্যাস করুন । সেটা আপনারই কাজে লাগবে । ধন্যবাদ

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: এই পোস্ট টি ভুল তথ্যে (Hoax) ভরপুর। আমি লেখক কে অনুরোধ করবো পোস্ট টি সরিয়ে নিয়ে।

দয়া করে যাচাই করে পোস্ট দেবেন। ভুল তথ্য (Hoax ) ছড়াবেন না। আপনার ই কাছের বা প্রিয় কোনো মানুষের ক্ষতি হতে পারে।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

টানিম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

টি এম মাজাহর বলেছেন: লেখকের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছিনা, তিনি নিশ্চয়ই ভালো মনে করে পোস্ট টা দিয়েছেন।
ওই প‌্যাকেটের বাইরেরর দাগ বলতে ভিতরের মালমসলার মানে বোঝায় না। যেই কোম্পানীর যেই প্রোডাক্ট এর যেই রং সেই রংয়েই প‌্যাকেট করে তারা। সেটা প‌েস্টেই হোক কি কলম ই হোক। বাংলালিংক মোবাইল কোম্পানীর কালার হলো কমলা, গ্রামীনের কালার নীল, আর রবির লাল, তাই বলে আজকে আমি যদি বলি, লাল রং মানে বেশী রেডিয়েশন আর কমলা হলে কম তাহলে তো সবাই দল বেধে তাদের নেটওয়ার্কের মার্কেটিং কালার কমলা বানিয়ে ফেলবে। আর পেস্ট কোম্পানীগুলা সবাই সেই দাগসহ পুরা বক্সের রং নীল বানায় ফেলতো। এই থিওরী যদি আমি আপনি জানি, পেস্টের কোম্পানী জানবেনা, তাতো হয় না। সবচেয়ে বড় কথা, বাজারে এমন কোন পেস্ট নাই যেটা ক্যামিকেল ছাড়া বানানো সম্ভব নয়।

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

সুজনবরিশালবিডি বলেছেন: সবুজ রং এর পেষ্ট খবর আমি জানি পেষ্টের নাম ওরাকেয়ার। যার লাগবে আমাকে জানাবেন সম্পুর্ন কেমিকেল মুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী। চায়নার তৈরী। মেইড ইন চায়না। আমার সাথে যোগাযোগ করতে মোবাইল নং ০১৯১৪৭২১০৫১ ধন্যবাদ। সবুজ রং এর পেষ্ট খবর আমি জানি পেষ্টের নাম ওরাকেয়ার। যার লাগবে আমাকে জানাবেন সম্পুর্ন কেমিকেল মুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী। চায়নার তৈরী। মেইড ইন চায়না। আমার সাথে যোগাযোগ করতে মোবাইল নং ০১৯১৪৭২১০৫১ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.