নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

শার্ট - প্যান্টের ফরমাল পরার আদব-কেতা । ব্রিটিশ/ আমেরিকান স্ট্যাইল

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯









সবাইকে জবের জন্য অথবা বিভিন্ন কারনে ফরমাল শার্ট প্যান্ট পরতে হয় । অনেকেই আমরা আধুনিক ফরমাল স্ট্যাইল খেয়াল করি না । আসুন আজ একটু দেখি ব্রিটিশ, আমেরিকান ফরমাল পোষাক কিভাবে পরে এবং বানায় ।





অবশ্যই ছবি ব্লগ ।





১। কলার এবং কাফ -





২। দি ইংলিশ কাট -





৩। দি ইটালিয়ান কাট -





৪। দি আমেরিকান কাট -





৫। দি টাক্সেডো কাট -





৬। ব্ল্যাক ও হোয়াইট টাই -





৭। সবশেষে -





ছবিগুলা যদি ভালো লাগে তবে আপনার সেলফোনে নিন । তারপর কাপড় বানানোর সময় সানমুন/রেমন্ড এ টেইলার্স এ কাছে দেখান ।



ভালো থাকুন । গঠনমুলক মন্তব্য প্রত্যাশী ।



ধন্যবাদ

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ পোস্ট

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

টানিম বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই । ভালো থাকুন ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

টানিম বলেছেন: ধন্যবাদ । ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

এহসান সাবির বলেছেন: দারুন....!!

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

টানিম বলেছেন: আগে কাজে লাগান তারপর ধন্যবাদ নিব । ধন্যবাদ আপনাকে ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আরো কিছ কাট এর প্রচলন এখন আছে । যা এখানে দেখানো হয়নি ।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

টানিম বলেছেন: হুম । পেলে আপডেট করে দিব । অপেক্ষা করতে হবে । কিন্তু বাংলাদেশের টেইলার্স এ বেশীরভাগ লোকাল কাট এবং ইন্ডিয়ান কাট ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

গান পাগলা বলেছেন: ভাই লুংগীর সাথে কোনটা যায় বলেনতো?? /:) /:) /:) /:)

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

টানিম বলেছেন: হাহাহহাহা । মজা পেলাম

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

রন৬৬৬ বলেছেন: :) :( :( :( :(

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

টানিম বলেছেন: :) :( :( :( :(

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

আরািফন বলেছেন:


1. Atlantic
2. Diagonal
3. Four-in-hand
4. Half Windsor
5. Kelvin
6. Oriental
7. Persian
8. Plattsburg
9. Pratt
10. Simple Double
11. St. Andrew
12. Windsor

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ

৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

মুন্তাসীর আর রাহী বলেছেন: বাংলা কাট নাই। খেলুমনা...

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

টানিম বলেছেন: na nei ... apne kheilen na ... Thnx for comment ...

৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

মুন্তাসীর আর রাহী বলেছেন: বাংলা কাট নাই। খেলুমনা...

১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

অপরিচিত অতিথি বলেছেন: ফরমাল ড্রেস বছরে দুই একদিন পড়ি। কাজের পোষ্ট ব্রো

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

টানিম বলেছেন: কাজে লাগলে ধন্যবাদ

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । টাই পড়ার নিয়মটা ভাল লেগেছে ।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

টানিম বলেছেন: Thnx Mamun Vai ...

১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

আলাপচারী বলেছেন: দরকারী।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

হাসান রেজভী বলেছেন: +++++


দারুন পোস্ট :)

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

টানিম বলেছেন: + তো দিলেন কিন্তু আমি পেলাম না । উফ...

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: গুড পোস্ট। +++

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৫| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

পুশকিন বলেছেন: ভালো জিনিস প্রিয়তে ।।।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৪

টানিম বলেছেন: ধন্যবাদ

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

দাদুচাচা বলেছেন: দারুন জিনিষ।
কাজে লাগবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

টানিম বলেছেন: ধন্যবাদ

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ইলি বিডি বলেছেন: দারুণ পোস্ট দরকারী।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

টানিম বলেছেন: ধন্যবাদ

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

প্রসন্নআমি বলেছেন: দিলেন তো ভাই টেনশন বাড়াইয়া,কোনটা রাইখা কোনটা পরুম

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

টানিম বলেছেন: আরে ব্যাপার না । দেখাই নিজেই নিজের স্ট্যাইল ঠিক করে নিন । ধন্যবাদ

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২৪

htusar বলেছেন: ভাল্লাগছে ।

৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

টানিম বলেছেন: ধইন্যা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.