নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

সত্যেন্দ্রনাথ বসুর এম.এস.সি ইন ম্যাথস মার্কশীট (ছবি সহ)। ব্যাক ইন ১৯১৫

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫









একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কে জানি । তাঁর গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। আজ উনার এম.এস.সি ইন মিক্সড ম্যাথ এর মার্কশীট টা দেখাব ।







উনি ১৯১৫ তে মিক্সড ম্যাথ এ ৮০০ নাম্বারের মাঝে ৭৩৬ পাইছিলেন । যা এখনও পর্যন্ত রের্কড মার্কস ক্যালকাটা ইউনি তে । ১০০ তে ১০০ পেয়েছিলেন একটা পেপারে । কি অসম্ভব একটা কাজ ছিল তখন ১০০ তে ১০০ পাওয়া ।



১৯২০ তিনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করেন । যার রিসার্চ ও চলছে ।



আসুন তার মার্কশীট টি দেখুন । আমার দেখে বিশ্বাস হচ্ছিল না, খুব দূর্লভ একটা ছবি ।











ধন্যবাদ ।



উনাকে নিয়ে বাকী লেখা এখানে পাবেন :



বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু



হ্যাটস অফ বস । রেস্ট ইন পিস।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

নিয়ানডার্থাল বলেছেন: অসংখ্য
ধন্যবাদ।
এই অসাধারন বিষয়টি শেয়ার করার জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

টানিম বলেছেন: এই সব পোস্ট পড়নের মানুষ নাই । ধন্যবাদ আপনাকে ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্যে।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ...

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

কোডনেম ৬৬৬ বলেছেন: ভয়াবহ ব্রিলিয়ান্ট।

২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখনকার বাঙ্গাল নিজেরে দেখার টাইম পাবে কোথায়। আম্রিকা নয়তো বিলাতি কোনো কাগজে খবর বার হইলে তখন তার বিশ্বাস হয়।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

টানিম বলেছেন: হাহাহাহ । ধন্যবাদ

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: এই মানুষটা এখন শুধুই একটা মানুষ নন, উনি এখন একটা ইতিহাস যিনি ধারন করে আছেন মানসভ্যতার এগিয়ে যাওয়ার অজানা সব উত্তর। মুক্তমনায় লেখাগুলো পড়লাম। খুব সুন্দর লেখা! উইকিপিডিয়ার সমকক্ষ বলা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.