নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ার হেডম কি কাত হয়া গেলো ? ধন্যবাদ হাসু খালা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

দেবযানীর সাথে মার্কিনীরা যা করলো তা এক কথায় জগন্য । চরম নিন্দনীয় ।

কি মনে হয় আপনাদের সামান্য এক পরিচারিকার জন্য ভারতীয় কূটনীতিকে এমন হেন আপমান করবে আমেরিকা ???





ভেবে দেখুন তো বিষয় গুলো :




১। জন কেরি, বান কি মুন , সাইদা সবাই কে সাইড দিয়া আমাগো হাসু খালা কা. মে কে কামে পাঠালেন । অভিন্দন ।



২। বাংলাদেশ নিয়ে ভারত ও আমেরিকা গত কিছুদিন ধরে অনেক বাক বিতন্ডা করছে , কারে গদিতে রাখবে । ভারতের ইচ্ছাই আমেরিকা কে ছাড় দিতে হচ্ছে । এটা অনেক বড় একটা মৌলিক কারন ।



৩। ড্যান মজিনা এই বিষয়টি সুরাহা করার জন্য দিল্লী উড়াল দিছিলেন কিন্তু আলোচনা ফলদায়ক হয় নি ।



সামগ্রিক ভাবে বিষয়গুলো নিয়ে ভাবেন কাকে বুঝানোর জন্য এটা করা হইছে ।



বাংলাদেশ । আমি চোখ বন্ধ করে বলে দিতে পারে আগামী দিনের এশিয়ার সবচেয়ে বড় ও প্রয়োজনীয় শক্তি হবে । আপনারা বিশ্বাস করুন আর নাই করুন । এই দেশকে নিয়ে ভারত , ফাকি রা আর আমেরিকা সবাই চিন্তা করে । উফফফ ... ভাবতেই ভালো লাগছে ।



বাকি ৫/৬টারে জলদি ঝুলান আফা । আমার ইসলামী রাজনীতি নিয়া কোন সমস্যা নেই (দুনিয়ার সব দেশেই ধর্ম মুলক রাজনীতিক দল বিদ্যমান) , সমস্যা পাকিস্তানে জন্ম নেয়া কোন রাজনীতিক দল যাতে আমার দেশে রাজনীতি না করে ।



ভারতের শক্ত জবাব টারে সাবাস না দিয়ে পারলাম না । আমাদের এখন একটু মুচকি হাসার সময় ।



ভাবার বিষয় একটাই , ভারতের পা না চেটে একটু বুঝে শুনে চলা ভালো । ভারতের ভিতর এতো ভালো ডেমোক্রেসি (উদা: আম আদমির দল / জাতীয় ইস্যু দেবযানী কে নিয়ে বিজেপি, কংগ্রেস সব এক হয়া গেলো) কিন্তু এরা এত বদ যে আমাদের ডেমোক্রেসিরে খায়া শেষ করে দিতে পারে । আর কত , আমরা কবে এমন ভাবে জাতীয় ইস্যুতে এক হবো । কবে ???



ধন্যবাদ । অনেক দিন পর লিখলাম । ভুল হলে নিজগুনে মাফ দিবেন ।



[আমার দৃষ্টিভংগি তুলে দিলাম । আর কিছুই নয় ]



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

নীচের বাক্যটি'তে ভুল থাকতে পারে:

"সমস্যা পাকিস্তানে জন্ম নেয়া কেউ যাতে আমার দেশে রাজনীতি না করে । "

শেখ হাসিনাও পাকিস্তানের সময় জন্মছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

টানিম বলেছেন: আপনারা আছেন বলেই তো ভুল শুধরাতে পারি । ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

েফরারী এই মনটা আমার বলেছেন: সহমত।ভাবার বিষয় একটাই , ভারতের পা না চেটে একটু বুঝে শুনে চলা ভালো ।[/sb
Click This Link

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

টানিম বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৪

বেলা শেষে বলেছেন: If any discus about India-i am very afraid because i am a Bangladeshi-we are very poor & weak--------!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৪

রামন বলেছেন:
যুক্তরাষ্ট্র দেবযানীকে বিবস্ত্র করেছে বলে তাতে উৎফুল্ল হবার কিছুই নাই।কারণ আজকে মার্কিনীরা ভারতের সাথে যে ন্যাক্কার জনক আচরণ করলো আগামীতে তারচেয়েও বেশি আমাদের বেগম জিয়া / শেখ হাসিনা সাথে করতে পারে। অন্য দেশের নাগরিকদের অপমান করা, হেয়প্রতিপন্ন করা এবং অচ্ছুত ভাবা মার্কিনীদের চরিত্রে বিরল কিছু নয়। এই জাতি আজ ক্ষমতার দম্ভে অন্ধ।অবশ্য এরা এতটাই শক্তিশালী কেবল নিজেরা নিজেদের ধ্বংস টেনে না আনলে কেউ এদের অহংকার চূর্ণ করতে পারবে না।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

টানিম বলেছেন: ভেবে দেখার বিষয় । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

nurul amin বলেছেন: সব বাদ দিয়া ভারতকে ধরতে হবে কেন

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

টানিম বলেছেন: ভারত কে কেনো ধরতে হবে না ??? বলুন তো ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.