নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

কিভাবে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাব ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

সবাইকে ধন্যবাদ জানিয়ে পোস্ট টা দিলাম । বাহিরের একটা ইউনি তে আ্যাপ্লাই করব , কিন্তু ওরা বলে দিল যে, আমার সব ইউনি ডকুমেন্টস গুলা ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাতে হবে । তো আমি ও বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এর ওয়েব সাইটে গেলাম । অবাক হয়ে গেলাম যে ওরা সত্যায়িত করার আগে অনেক কিছু চায় । আমার প্রশ্ন হচ্ছে, প্রাইভেট ইউনি থেকে পাস করা স্টুডেন্টদের ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করার নিয়ম কি ?







আমি একটা পিক দিলাম , তাতে কিছু সিস্টেম লিখা আছে। এক্সপিরিয়েন্স পাবলিকরা প্লীজ হেল্প করেন ।



ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

গোলক ধাঁধা বলেছেন: আপনার কিছুই করা লাগবে না,শুধু প্রেস ক্লাবের সামনের রাস্তার বিপরীতে দেখবেন অনেকেই চেয়ার টেবিল নিয়ে বসে আছেন,তো ওদের কাউকে বললেই ওরা ওই দিনই করিয়ে দিবে ২০০/৩০০ টাকার বিনিময়ে। ওগুলাই ওদের কাজ

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

টানিম বলেছেন: ধন্যবাদ গোলক ভাই । দারুন একটা হেল্প করলেন ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

বইয়ের পোকা বলেছেন: সকালে দিয়ে আসলে বিকেলেই পাবেন।তবে আগে সম্ভবত আপনার ইউনি থেকে সত্যা্য়িত করে নিতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

টানিম বলেছেন: জি । সেটা করাই নিব । আপনাকে ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩০

সাাজ্জাাদ বলেছেন: প্রথমে আপনার নিজের ইউনি থেকে ট্রু কপি সিল মারাতে হবে। তারপর যাবেন শিক্ষা মন্ত্রানালয়ে, ওখান থেকে সত্যায়িত করে তারপর আপনার যেতে হবে ফরেন মিনিস্ট্রি তে। আপনাকে ঠিক এই সিরিয়ালে এগুতে হবে। যে কোন একটা সিল মিসিং হলে এর পরের সিল লাগাবে না। আর হ্যা, ফরেন মিনিস্ট্রি তে যাওয়ার আগে আপনার সার্টিফিকেট ফটোকপি করে নোটারি করে নিবেন। ভালো থাকবেন। খবরাখবর জানাবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাইয়া , ট্রু কপি মানে কি ওরিজিনাল কপি ???আমি তো ইউনি থেকে আরও কিছু নোটারী করা কপি উঠাব ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮

সাাজ্জাাদ বলেছেন: university register apnar original certificate ti verify kore er pichone ekti TRUE COPY seal mere signature kore dibe.
notary mane hocce kono registered ukil(advocate) apnar original copy ta deke photocopy ke verify kore seal mere dibe, jeta foreign ministry te joma nia nibe. eta temon kotin kono kaj na, F.ministry'r er ase pase-i apni 30-50 taka dia koria nite parben.

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

টানিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া । হরতালের কানে সব কিছু আটকে আছে । আপনাদর জানাব । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.