নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

সাব স্টেশানে এতো শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসে ?

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০১

বিশ্ববিদ্যালয় লেভেলের ই ই ই সাবজেক্টে যারা আছেন তাদর জন্য । উপকারে আসতে পারে কিন্তু অপকারে আসবে না ।









সাব স্টেশানে অনেক শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড তৈরী হয় । আমরা সবাই তা জানি । এই শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড তৈরী হয় transmission and distribution line যা সাব স্টেশান এ ঢুকছে আর বেরুচ্ছে তার ফলে ।

এইসব ফিল্ডের তীব্রতা ইকুইপমেন্টের ভিতরে ও বাহিরে ভিন্ন হয় । দুরত্ব বাড়ার সাথে সাথে ফিল্ডের তীব্রতা কমে যায় ।

সাব স্টেশান তৈরী করার সময় এলাকা ভেদে এই তীব্রতা মাপা হয় যাতে সাধারন পাবলিকের জন্য ক্ষতির কারন না হয়ে দাড়ায় ।



যেসব কারনে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড তৈরী হয় :-

১. Transmission and distribution lines entering and exiting the substation ২. Buswork ৩. Transformers ৪.Air core reactors ৫.Switchgear and cabling ৬. Line traps ৭.Circuit breakers ৮.Ground grid ৯.Capacitors ১০.Battery chargers ১১.Computers



# ইলেকট্রিক ফিল্ড :-



ইলেকট্রিক ফিল্ড তৈরী হয় যখন কন্ডাকটারের মাঝে ভোল্টেজ বিরাজ করে । ইলেকট্রিক ফিল্ড কারেন্টের জন্য হয় না (মনে রাখবেন) । এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটুড অপারেটিং ভোল্টেজের একটা ফাংশান এবং সোর্সের দুরত্বের বর্গমুলের সাথে সাথে কমতে থাকে ।

ইলেকট্রিক ফিল্ড মাপা হয় ভোল্ট পার মিটার দিয়ে ।

খুব পরিচিত একক হলো কিলোভোল্ট পার মিটার । উন্নত মানের কন্ডাকটার সারফেস ব্যব হার করে ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা কমানো যায় । (বিস্তারিত অন্য আলোচনায়)





# ম্যাগনেটিক ফিল্ড :-



যখনই কন্ডাকটারের মাঝে দিয়ে কারেন্ট ফ্লো করে তখনই ম্যাগনেটিক ফিল্ড তৈরী হয় । এবং এটা ভোল্টেজের জন্য নয় । সোর্সের সাথে দুরত্ব বাড়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা কমে যায় , কিন্তু এই ফিল্ড স হজেই শিল্ড করা যায় না ।

ম্যাগনেটিক ফিল্ড মাপা হয় Webers per square meter (Tesla) or Maxwells per square centimeter (Gauss) দিয়ে ।



One Gauss = 10-4 Tesla ।



যেসব কারনে ম্যাগনেটিক ফিল্ড তৈরী হয় : -

১. Current magnitude ২. Phase spacing ৩. Bus height ৪. Phase configurations ৫. Distance from the source ৬. Phase unbalance (magnitude and angle)

সোর্স থেকে দুরত্ব বাড়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড কমে যায় । এই ম্যাগনেটিক ফিল্ড তীব্রতা ইনভার্স ফাংশান এবং সোর্স এর উপর নির্ভর করে ।

বিভিন্ন ধরনের specially engineered enclosures ব্যবহার করে এই ম্যাগনেটিক ফিল্ডের শিল্ড করা হয় । অনেক পাওয়ার স্টেশানে ব্যায়ের কথা চিন্তা করে অন্য পন্থা ব্যবহার করা ।

বাকী লিখা অন্যদিন । ধন্যবাদ সবাইকে ।



মো: মনিরুজ্জামান তানিম

সিলেট

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০০

ফারজুল আরেফিন বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.