নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটে পর্নোগ্রাফি ও অন্যান্য (পর্ব - ১)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৫





পর্নোগ্রাফি নিয়ে কিছু পরিসংখ্যানঃ



• ইন্টারনেটে টোটাল পর্নোগ্রাফিক পেইজ সংখ্যা= ৪৫০ মিলিয়ন

• ইন্টারনেটে টোটাল পর্নোগ্রাফিক ওয়েবসাইট সংখ্যা= ৪.৬ মিলিয়ন

• প্রতি সেকেন্ডে পর্নোগ্রাফীর দর্শক সংখ্যা= ৩৫০০০ মানুষ

• প্রতি দিন টোটাল পর্নোগ্রাফিক সার্চ= ৭১ মিলিয়ন

• প্রতি দিন শুধুমাত্র শিশু পর্নোগ্রাফির জন্য সার্চ=১৭৫ হাজার

• একটি করে পর্নোগ্রাফিক ওয়েবসাইট ওপেন হচ্ছে= প্রতি ৩২ সেকেন্ডে

• প্রতি দিন সারা বিশ্বে শুধুমাত্র পর্নোগ্রাফির জন্য খরচ হচ্ছে= ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি

• গড় যে বয়সে মানুষ প্রথম পর্নোগ্রাফির অভিজ্ঞতা লাভ করে= ৮বছর

• বিশ্বে টোটাল ডিভোর্সের মধ্যে পর্নোগ্রাফির অবদান= ২০%



এবার আসুন জেনে নিই ২০১১ সালের কিছু তথ্য :



১. ২০০৬ সালে সারাবিশ্বে এই পর্নো ইন্ডাস্ট্রির সম্মিলিত আয় ছিল ৯৭.০৬ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ছিল ১৩ বিলিয়ন ডলার (Internet Filter Review,2006)। এই আয় গুগল, অ্যামাজন, ইবে, ইয়াহু, অ্যাপল, ও নেটফ্লিক্সের সম্মিলিত আয়ের চেয়ে বেশী।

২. N2H2 দ্বারা ২০০৩ সালে পরিচালিত এক পরিসংখ্যানে দেখা যায় যে, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলির সংখ্যা সারাবিশ্বে সর্বমোট ছিল ১.৩ মিলিয়ন, পেজের সংখ্যা ছিল ২৬০ মিলিয়ন।

৩. প্রতি সেকেন্ডে ৩,০৭৫.৬৪ ইউএস ডলার পর্নোগ্রাফিতে খরচ করা হয়। প্রতি সেকেন্ডে ২৮,২৫৮ জন ইন্টারনেট ব্যবহারকারী পর্নোগ্রাফি দেখেন। প্রতি সেকেন্ডে ৩৭২ জন ইন্টারনেট ব্যবহারকারী সার্চ ইঞ্জিনগুলোতে অ্যাডাল্ট টার্ম সার্চ করেন এবং ইউএসএ-তে প্রতি ৩৯ মিনিটে একটি পর্নো মুভি তৈরি হয় (Internet Filter Review,2006)।

৪. ইন্টারনেট পর্নোগ্রাফির প্রায় শতকরা ২০ ভাগ অপ্রাপ্তবয়স্কের নিয়ে (National Center for Mission & Exploited Children)।

৫. প্রতি সপ্তাহে ২০,০০০-এরও বেশি অপ্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফিক ছবি ইন্টারনেটে পোস্ট করা হয় (National Society for the Prevention of Cruelty to Children,10/8/03)।



অ্যাডাল্ট সাইট ঠেকাতে চালু হচ্ছে পর্নোগ্রাফি ফিল্টার -



ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার নামের একটি ইন্টারনেট ফিল্টারের সাহায্যে পর্নোগ্রাফি বন্ধ করে দেবে আইএসপিগুলো। অনলাইন পর্নোগ্রাফির সেবা বন্ধের করার জন্যই এই ফিল্টার চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে এ সেবাটি বন্ধ রাখতে চায় কি না এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে নেন। যারা পর্নোগ্রাফি বন্ধ রাখতে চাইবেন, তাদের ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার নামের একটি ইন্টারনেট ফিল্টারের সাহায্যে তা বন্ধ করে দেওয়া হবে। আর কেউ যদি সেবাটি চালু রাখতে চায়, তবে সে বিষয়ে কোনো বাধানিষেধ থাকবে না।



রেফারেন্স :

http://tech.priyo.com/blog/2011/10/18/364.html

http://www.amarbornomala.com/details11756.html

http://tazakhobor.com/bangla/tech-and-science



ধারাবাহিক লিখা । কয়েকটা ব্লগে শেষ হবে । আজ শুরু করলাম তথ্য দিয়ে । একটা গ্লেনস আনলাম আপনাদের সামনে । আগামীতে আরও গভীরে যাব বিষয়-বস্তুর । আপনাদের মন্তব্য লেখাটি কে সমৃদ্ধ করবে । অনভিপ্রেত ভুলের জন্য অগ্রীম ক্ষমা চাই ।



ধন্যবাদ

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮

সুমাইয়া আলো বলেছেন: :O B:-) :(

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩

টানিম বলেছেন: বুঝলাম না ম্যাম আপনার কথা । আমি আজ শুরু করলাম । সামনে আরও অনেক তথ্য সামনে নিয়ে আসবো । এটা আশা করছি ধারাবাহিক হবে । ধন্যবাদ আপনাকে ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৫

নতুন বলেছেন: বাংলাদেশের ইন্টারনেটে কেন পণ` ব্লক করা হয়না???

১টা ভিডিওর জন্য ইউটিউব বন্ধ থাকে মাসখানেক.... কারন তাতে বিরাট সমস্যা...

কিন্তু মিলিওন পণ`সাইট খোলা... তাতে কারুর সমস্যা নাই??

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৯

টানিম বলেছেন: ধন্যবাদ আমি আমার পরের পর্বে বাংলাদেশ ও পর্ণ গ্রাফী নিয়া লিখব । খুব সুন্দর একটি মন্তব্য করলেন । ধন্যবাদ নতুন । অনেক ভালো থাকেন ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৩

 বলেছেন: B:-) :(

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

টানিম বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২

মামুন রশিদ বলেছেন: শীঘ্রই পর্ণোগ্রাফি ফিল্টার ছড়িয়ে দেয়া উচিত ।

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

টানিম বলেছেন: সেটাই কাম্য । অনেক দেশ তো এদের বিজনেস লিগ্যাল করে দিচ্চে । ধন্যবাদ

৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সব তথ্য ! কিন্তু এতো কিছু জানার আর বুঝার পরও কেনো যারা এইসব সাইটগুলো চাইলেই বন্ধ করতে পারে কেনো করে না তার আমার মাথায় আসে না !!

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

টানিম বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই

৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

আবু শাকিল বলেছেন: পর্নোগ্রাফি শুমারী =p~ =p~

আমিনুর ভাই বলেছেন ঃ_ এইসব সাইটগুলো চাইলেই বন্ধ করতে পারে কেনো করে না তার আমার মাথায় আসে না !!

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

টানিম বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

ভূতের কেচ্ছা বলেছেন: ধন্যবাদ লেখার জন্য..পরের পর্বে আশা করছি কিভাবে এসমস্থ সাইট ব্যক্তিগত পি সি থেকে বন্ধ করা যায় তার উপর একটা টেক জাতীয় কিছু থাকবে।.

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

টানিম বলেছেন: হুম । ধন্যবাদ আমি চেষ্টা করব টেকি কিছু দেয়া যায় কিনা।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

আমি তুমি আমরা বলেছেন: আপনার দেয়া তথ্যগুলোর মধ্যে দুটো আমার কাছে অবাস্তব মনে হয়েছে।

মানুষ গড়ে ৮ বছর বয়সে প্রথম পর্নোগ্রাফির অভিজ্ঞতা লাভ করেঃ কিভাবে সম্ভব? ৮ বছর বয়সে একটা বাচ্চার সেক্স সম্পর্কে কোন জ্ঞান থাকে না।

সারাবিশ্বে ২০ শতাংশ ডিভোর্সের জন্য পর্নোগ্রাফি দায়ীঃ তাহলে ঠিক কত শতাংশ দম্পতি আপনার মতে পর্ন আসক্ত?

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

টানিম বলেছেন: ইউরোপ আর আমেরিকার যে ইন্টারনেট আর স্মার্টফোনের বাজাে সেখানে এটা কোন ব্যাপার না ।
অনেক দম্পতি আছেন যারা পর্নোগ্রাফির ভোক্তা । নিজেদের সংগীদের কাছ থেকে সেই ওরিয়েন্টেশান আশা করেন এবং যখন দেখেন তারা তা দিতে পারছে না তখনই বাধে ডিভোর্স ।
বাকীটুকু বুঝে নেয়া উচিৎ আপনার ।

ধন্যবাদ

৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সোহেল মাহমুদ বলেছেন: তথ্যগুলো চমকে দিল।

পরবর্তী লেখার আশায় থাকলাম।


পোস্টে++++++++্

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

টানিম বলেছেন: ধন্যবাদ সোহেল মাহমুদ ।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: B:-) B:-) B:-)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

টাস্কি খাইলাম B:-) B:-) B:-)


পরের পর্বের অপেক্ষাই রইলাম।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

টানিম বলেছেন: এখনই দিব । ধন্যবাদ

১২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

রুমি৯৯ বলেছেন: সুন্দর লিখেছেন,পরবর্তী লেখা কবে পাব ?

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

আজকের বাকের ভাই বলেছেন: পরবর্তী পোস্ট এর আশায় রইলাম

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: দুঃখজনক পর্ন বন্ধ নিয়ে আশানুরূপ কোন উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশ । :(

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

টানিম বলেছেন: সেটাই । ভারতে কিছু কিছু করে অনেক সাইট অফ করে দিয়েছে । ধন্যবাদ

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

ভরকেন্দ্র বলেছেন: +++

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

টানিম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.