নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

জোনাকি ... শুনছো নাকি ...

১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫২





কাল এক্সাম । পড়া হয় নি । কেমন যেনো পড়া পড়তেই হবে এমনটা ফিল করছি না । ইদানিং করছিও না । তার মানে এই নয় যে আমি সব পড়ে ফেলছি । ব্যাপার টা বেশ কমপ্লিকেটেড । যাক গে ...







ইউরোপের এই দিকে শীতের মৌসুমে সকাল হয় ৯টায় আর বিকাল ৩ টা বাজতেই ঘোর অন্ধকার । আমার পড়ার টেবিলের সামনেই হালকা জংলা (মানে বনের মত)। শীতের সময় শুধু ক্রিসমাস গাছটাই বেচে আছে আর সব গাছ শুধু কাঠামো নিয়ে দাড়িয়ে আছে ।





বিকাল ৪ টার সময় ঘুটঘুটে অন্ধকার । টেবিলে বসলেই বাইরে চোখ চলে যায় । বাংলাদেশে রাত টা অনেক মিশ্র অনুভূতির ছিল । সন্ধ্যা নামলেই কাজ শেষ করে বেরিয়ে পড়তাম । টং দোকানের চা, পিয়াজু , আলু চপ ... এখন এইসবের শুধু স্বপ্নই দেখা সাঝে ।



কখনও বা কোন বন্ধুর গাড়ীতে করে লং ড্রাইভ । পথে পথে থামতাম আমরা । কেউ সিগারেট ধরাতে কেউ প্রাকৃতিক কর্ম সারতে । কেউবা গার্লফেন্ড কে মিথ্যা বলতে । সবাই আগের মতই আছে । কেউ কেউ আগের মত নেই ।



কেউ কেউ সন্ধ্যার পরে এখনও জোনাকি খুজে বেড়ায় । জোনাকিরা এইদিকটেতে একবারেই আসে না । হয়ত কোনদিনও আসবে না । কেউ কেউ অনেক অনেক দিন ওদের দেখত চাইবে কিন্তু দেখবে না ।



বিজয়ের আনন্দে থাকুন ।



ভালো মন্দ যাই হোক না কেন , নিজের দেশ সে এক আলাদা শান্তি । দূরে আসুন বুঝতে পারবেন ।



ধন্যবাদ



ছবিটা আ্যাড করতে পারলাম না ।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

মামুন রশিদ বলেছেন: দুরে থাকার কষ্টটা বুঝি । ভালো থাকুন তানিম। শুভকামনা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

টানিম বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

খেলাঘর বলেছেন:


পড়ুন, দেশে ফেরার সম্ভাবনা আছে?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

টানিম বলেছেন: হুম পড়া শেষ করে হয়ত আসতে পারি । চাকরি আছে । আবার বাইরেও থাকতে পারি । ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৯

খেলাঘর বলেছেন:


কি অবস্হা, শীত কেমন?

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৫

টানিম বলেছেন: হুম । শীত ভালই । - ২১ । ভালোই অবস্থা । ;) ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.